খুব সহজে ছবি আপলোড করে প্রচুর টাকা উপার্জন করুন

মাস্টার ব্লগার-এর তরফ থেকে সকলকে নমস্কার।

ইন্টারনেটের মাধ্যমে টাকা উপার্জন করা বলা যতটা সহজ বলে মনে হয়, ততটা সহজ কিন্তু মোটেও নয়। অনেকে আবার টাকা উপার্জনের পরিবর্তে টাকা ডুবিয়ে বসে থাকেন। যাইহোক সকলের ইচ্ছে একটাই ইন্টারনেট থেকে সহজ উপায়ে অর্থ উপার্জন করা।

ছবি আপলোড করেও ভালো টাকা উপার্জন করা যায়। তবে এর বিশেষ কিছু নিয়ম রয়েছে যেগুলোকে আপনাদের অবশ্যই পালন করতেই হবে।

উপকরন হিসাবে আপনাকে একটা ভালো মাপের ক্যামেরা লাগবে। যদিও এখন স্মার্ট ফোনের ক্যামেরাগুলিও দুরদান্ত, আপনি স্মার্ট ফোন ব্যবহার করে ছবি তুলতে পারেন।

তবে এখানে আপনি কারোর ছবি কপি করে আপলোড করতে পারবেন না। সবথেকে ভালো হবে যদি আপনি নিজে ছবি তোলেন। কোনো প্রফেশনাল ফটোগ্রাফার না হলেও ক্ষতি নেই।

আমার জানা বিশেষ কিছু সাইট যেগুলো আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি সেগুলো এখানে আপলোড করে দিচ্ছি, আপনারা এখানে নিখরচায় এই সাইটগুলিতে রেজিস্টার করে কাজ শুরু করতে পারেন। নীচে দেওয়া লিঙ্কগুলির একটিও অ্যাফ্লিয়েট লিঙ্ক নয়।

  1. https://enviragallery.com/
  2. https://www.shutterstock.com/
  3. https://www.pond5.com/
  4. https://www.alamy.com/
  5. https://www.etsy.com/in-en/
  6. https://www.fotomoto.com/
  7. http://www.crestock.com/
  8. https://web.500px.com/
  9. https://www.photoshelter.com/
  10. https://www.photoshelter.com/

উপরে দেওয়া ওয়েবসাইটগুলির মধ্যে যেকোনো সাইটে রেজিস্টার করে আপনার পছন্দের জায়গাগুলির ছবি তুলে বিক্রি করা শুরু করে দিন। প্রথমে ভালো উপার্জন না হলেও ছেড়ে দেবেন না, আস্তে আস্তে ঠিক আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। তবে একটা কথা যাদের বাড়ি গ্রামাঞ্চলে তাদের একটা বিশেষ সুবিধা রয়েছে প্রকিতির ছবি তোলার, এখন ন্যাচার বা প্রকিতির ছবি বেশি পরিমানে বিক্রি হচ্ছে।

Level 0

আমি south gossip। , kolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস