হ্যাকিং কি? হ্যাকারের প্রকারবেদ

হ্যাকিং ও হ্যাকার শব্দটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। হ্যাকিং হলো অন্যকারো কম্পিউটার বা কম্পিউটারের নেটওয়ার্কে অবৈধ ভাবে অনুপ্রবেশ। বা বলতে পারেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের  কম্পিউটারের নেটওয়ার্কে বা একাউন্টে অন্য কোনো ব্যক্তি অবৈধভাবে প্রবেশ করে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা,   ডিলিট করা বা এমন কাজ করা যাতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি হয়।

হ্যাকিং হতে পারে কারো পার্সোনাল কম্পিউটার, ওয়েব সার্ভার, মোবাইল ফোন, ল্যন্ড ফোন, ওয়্যারলেস নেটওয়ার্ক, ওয়াইফাই নেটওয়ার্ক, ইলেক্ট্রনিক ডিভাইস আরো কত কী!

হ্যাকারের প্রকারবেদ, হ্যাকার তিন ধরনের

  •  ব্ল্যাক হ্যাট হ্যাকার
  • হোয়াইট হ্যাট হ্যাকার
  • গ্রে হ্যাট হ্যাকার

"ব্ল্যাক হ্যাট হ্যাকার"

ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে তারা যারা সব সময় মানুষের ক্ষতি স্বাধন করার চেষ্টা করে।
এরা হ্যাকিং এর মাধ্যমে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। অর্থাৎ হ্যাক করে কোন মানুষের বা কোন প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য  চুরি করে বা টাকা দাবি করা।

"হোয়াইট হ্যাট হ্যাকার"

হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে সে ধরনের হ্যাকার যারা মানুষের ভালোর জন্য হ্যাকিং করে থাকে। অর্থাৎ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়া তথ্য পুনরুদ্ধার করা বা হ্যাকিং এর মাধ্যমে কোন সিস্টেম এর সিকিউরিটি চেক করা অর্থাৎ যারা ভালো কাজ করার জন্য হ্যাকিং করে তারাই হোয়াইট হ্যাট হ্যাকার। এদেরকে ইথিক্যাল হ্যাকারও বলা হয়।

"গ্রে হ্যাট হ্যাকার"

আর গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে যারা নিজের সার্থের জন্য হ্যাকিং করে।
এরা হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট হ্যাকারের মাঝামাঝি পর্যায়ের হ্যাকার। মাঝে মাঝে ভাল কাজ করে আবার মাঝে মাঝে ক্ষতিও করে।

 

Level 0

আমি নুরুল আবছার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস