K9 Web Protection – ওয়েবসাইট ব্লক/মনেটরিং করার অসাধারণ একটি সফটওয়্যার

আমাদের অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন সাইট ব্লক করে দিতে হয়। বিভিন্ন এডোল্ট সাইট, হ্যাকিং সাইট,স্পাইওয়্যার সাইট ইত্যাদি সাইট আমরা ব্লক করে দেই। অথবা কোন কোন সাইটে ইউজার ব্রাউজ করেছে তাও জানতে চাই। আমি আজ আপনাদের কে একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব ।যা আপনার চাহিদাকে ভালভাবে পূরণ করবে। যার নাম K9 Web Protection

এই সফটটি আপনার জন্য ক্ষতিকর সাইটকে ব্লক করবে + এডোল্ট সাইটগুলো ব্লক করে দিবে। এর বড় একটি সুবিধা হচ্ছে ইচ্ছে করলেই কেউ এর সেটিং বা সফটটি আনইন্সটল করতে পারবেনা, অবশ্যই পাসওয়ার্ড জানতে হবে। আপনি ইচ্ছামত যেকোন সাইট অ্যাড করে ব্লক করতে পারবেন।

নীচের লীংক হতে ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করার সময় লাইসেন্স চাইবে তখন get liesense এ ক্লিক করুন । আপনার ইমেল এড্রেস এ লাইসেন্স কি পাঠিয়ে দিবে। ইন্সটল করার সময় পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড সেটিংস চেন্জ এবঙ প্রোগ্রামটি আনইন্সটল করতে কাজে লাগবে।

CLICK HERE 

আশা করি আপনাদের ভাল লাগবে সমস্যা হলে জানাবেন।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাল একটা জিনিস

Level 0

wel done.go on it

জটিল জিনিস …………..
………………….

wel done.go on it

খুবই কাজের একটি সফটওয়্যার, মামুন ভাইয়াকে ধন্যবাদ।