অনলাইনে বাংলাদেশী টিভি চ্যানেল

live_bangla_tv.jpg

অনলাইনে বাংলাদেশী টিভি চ্যানেল সমূহ দেখা যাচ্ছে বেশ কয়েকটি ওয়েবসাইট থেকে তার কয়েকটির তথ্য দেয়ার জন্যই এই টিউনটি করা। এসব সাইটের মধ্যে রয়েছে বাংলা আইটি ।এখানে গিয়ে চ্যানেল আই, এনটিভি,বাংলাভিশন বা এটিএন বাংলায় ক্লিক করলেই ওই চ্যানেল দেখা যাবে। আমাদের আড্ডা ওয়েবসাইটে গিয়েও বাংলাদেশী টিভিচ্যানেলসমূহ লাইভ দেখা যাবে। এছাড়া দেশ টিভির ওয়েবসাইট desh.tv তেও দেশ টিভি লাইভ দেখা যায়।

নিচের লিংক গুলোতে ক্লিক করে সরাসরি এইসব টিভি চ্যানেল গুলো দেখতে পারেন।
এনটিভি
চ্যানেল আই
বাংলাভিশন
এটিএন বাংলা
দেশ টিভি

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শাকিল ভাই। আপনার টিউনটি ভাল, ভেবেছিলাম টিভির নতুন কোন প্রযুক্তি সম্পর্কে বলবেন। কিন্তু ওদের কাজতো একেবারেই নিন্ম মানের। আর সরাসরি অনুষ্ঠানগুলো সম্প্রচার হয় না।
মৃদুল হায়দারের কথাটা ফেলে দেয়ার মতো নয়। আর mamun এর কথাটা সাপোর্ট করলাম না।….

@সবাই

বাংলাদেশের অনলাইন টিভির সম্প্রচার অনেক আগেই আমি দেখেছি। তবে এর সমস্যা হল এই টিভি দেখতে হলে windows media player plugin লাগে। তাছাড়া নেট এর যা স্পীড তাতে করে এসব টিভি stream হতে অনেক সময় নেয়, শাকিল ভাই যেসব লিঙ্ক দিয়েছেন তার সবগুলোই windows media player plugin নির্ভর। তবে সুখের বিষয় এই যে, আমি মাঝে মাঝে দেশ টিভির সরাসরি সম্প্রচার দেখি অনলাইনে কোন রকম ঝামেলা ছাড়াই এই লিঙ্ক থেকে(http://www.amarnatok.com/index.php?PHPSESSID=d8g70l7pn1k2otp8pj21ogj6n0&page=Desh_TV), এভাবে দেশ টিভি দেখতে আপনার প্রয়োজন হবে microsoft silverslight, অথবা ক্ষেত্র বিশেষে এটা নাও লাগতে পারে। microsoft silverslight ভিত্তিক ভিডিও নতুন প্রযুক্তির, এতে খুব তাড়াতাড়ি ভিডিও দেখা যায়।আমার জানামতে, শুধু মাত্র দেশ টিভি ই এভাবে দেখা যাচ্ছে।

@শাকিল- ধন্যবাদ আপনার টিউনের জন্য।
আমাকে মনে হয় চিনতে পারছেন, এই ব্লগের কোন একটা পোষ্টে আপনার একটা মন্তব্য দেখেই আপনাকে একটা অনুরোধ করেছিলাম। আপনিও ইতিবাচক সাড়া দিয়েছিলেন এবং প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তারপরে অনেকগুলো দিন চলে গেল, আর কোন সাড়া নেই কোন খবর নেই। হয়তো ভুলে গেছেন। কিন্তু আপনার প্রতিশ্রুতি পেয়ে আমি এখনও অপেক্ষায় আছি আপনার দায়িত্ববোধের পরিচয় পাবো বলে। আর যদি আমার অনুরোধ রক্ষা করতে না পারেন তাহলে দয়া করে সরাসরি আমাকে না বলে দিন তাতেও আমি খুশি থাকব।

@ মৃদুল হায়দার আসলে ভুলে আপনার নামটি লেখা হয়েছে এজন্য পরে আমি আবার @মামুনের নাম দিযে একই কমেন্ট করেছি। এই অনিচ্ছাকৃত ভূলের জন্য আমি আন্তরিকভাবে দুৎখিত।
@ হ্যাঁ আমাকে নিয়ে যেমনি অনেক আলোচনা সমালোচনা হযেছে তেমনি আবার অনেক প্রশংসাও পেয়েছি নিয়মিত টিউন করলে এটা স্বাভাবিক।
@ দাদা আমি আইটি সমন্ধে কি মনে করি সেটা নাজানার কথা নয় যেটা সঠিক যেটা মনে করা উচিত তাই করি। আর টিউনে ভুল করলে তার জন্য কমেন্ট করে সেটা যদি ঠিক করে দেই তাহলে বলবেন আমি অযথা স্মার্টনেস দেখাচ্ছ, কমেন্ট না করার জন্য ধামকি দেবেন কিন্তু নিজের ভুলটা সঠিক করবেন না। আপনারা যে যাই বলুন কেউ ভুল তথ্য দিলে আমি সেটার প্রতিবাদ করবোই, ভুল ধরিয়ে দেবোই এবার যে যা ইচ্ছা বলুন। আমাকে বলার আগে নিজেদের ভুল গুলো শুধরে নিন।
@ তারেকভাই আমার আগের টিউনে দেখেছেন যে আমি অনেকদিন অসুস্থ ছিলাম তাই আপনার কাজটি করে দিতে পারি নাই কিছু মনে করবেন না তবে আমি আপনার অনুরোধ রাখবো। তবে দেরীর জন্য আমি দুৎখিত।

ধন্যবাদ তাৎক্ষনিক উত্তরের জন্য।
দুঃখিত আপনার আগের পোষ্টটি দেখিনি, তাই জানতাম না আপনি অসুস্থ ছিলেন।
আপনার দ্রুত সুস্থতা কামনা করছি…………
ভাল থাকবেন।

আপনারা জগরা লাগেন । আমি কিছুই জানি না!

আমি সবাইকেই বলছি আমাদের এসব কথাবার্তা ঝগড়া নয় এগুরো যুক্তি তর্ক। একেক জনের একেক মত তাই এরকম হতেই পারে কিন্তু আমি বিশ্বাষ করি আমদের মধ্যে এসব তর্ক কখনোই ব্যাক্তিগত ভাবে কাওকে অছোট করার জন্য না। আমি মনে করি একটি নিম্ন মানের টিউন হলে আমকে যেমন আপনি খারাপ কমেন্ট দিচ্ছেন আবার আপনি একটি ভাল টিউন লিখলে কিন্তু আমি ভাল কমেন্ট করতে কাপর্ন্য করবো না। আমার হিসাব সোজা ভাল টিউন ভাল কমেন্ট খারাপ টিউন খরাপ কমেন্ট যেমন আজ হয়েছে আপনি আমার টিউনে খারাপ টিউনে খারাপ কমেন্ট করতেই পারেন তাই বলে আমি যে আপনার ভাল টিউনেও খারাপ কমেন্ট দেবো এটা আমি বিশ্বাষ করি না। ব্যাক্তি না আমি কমেন্ট করি টিউন দেখে এবং সবাই কে আমি তাই করতেই বলবো আর আমার কমেন্টে যদি কেউ দূৎখ পান আমি তার জন্য আন্তরিক ভাবে দুৎখিত আর আমি এখন থেকে কমেন্ট করলে আরো চিন্তা ভাবনা করে করবো। ধন্যবাদ সবাইকে।

আমি সবাইকেই বলছি আমাদের এসব কথাবার্তা ঝগড়া নয় এগুলো যুক্তি তর্ক। একেক জনের একেক মত তাই এরকম হতেই পারে কিন্তু আমি বিশ্বাষ করি আমদের মধ্যে এসব তর্ক কখনোই ব্যাক্তিগত ভাবে কাওকে ছোট করার জন্য না। আমি মনে করি একটি নিম্ন মানের টিউন হলে আমাকে যেমন আপনি খারাপ কমেন্ট দিচ্ছেন আবার আপনি একটি ভাল টিউন লিখলে কিন্তু আমি ভাল কমেন্ট করতে কাপর্ন্য করবো না। আমার হিসাব সোজা ভাল টিউন ভাল কমেন্ট খারাপ টিউন খরাপ কমেন্ট যেমন আজ হয়েছে আপনি আমার টিউনে খারাপ টিউনে খারাপ কমেন্ট করতেই পারেন তাই বলে আমি যে আপনার ভাল টিউনেও খারাপ কমেন্ট দেবো এটা আমি বিশ্বাষ করি না। ব্যাক্তি না আমি কমেন্ট করি টিউন দেখে এবং সবাই কে আমি তাই করতেই বলবো আর আমার কমেন্টে যদি কেউ দূৎখ পান আমি তার জন্য আন্তরিক ভাবে দুৎখিত আর আমি এখন থেকে কমেন্ট করলে আরো চিন্তা ভাবনা করে করবো। ধন্যবাদ সবাইকে।

‘আমি এখন থেকে কমেন্ট করলে আরো চিন্তা ভাবনা করে করবো।’
শুধু একটা লাইনের জন্যই আর কোন কথা বাড়ালাম না।

@ কামরুল ইসলাম রুবেল ভাই বলতে পারেন সমস্যা নাই। আমি এগুলোকে স্রেফ কমেন্ট হিসেবেই দেখি। আপনার মতে আমার যা কমেন্ট পাওয়া উচিত আপনি তা বলতেই পারেন। কিন্তু মামুনের মত অযৌক্তিক কথা না বললেই হল।

‘আমি এখন থেকে কমেন্ট করলে আরো চিন্তা ভাবনা করে করবো।’ শুধু শকিল ভাই কেন…. এটা সবারই প্রতিজ্ঞা হওয়া উচিত।

Level New

হি হি…..

অনেকদিন কর্মব্যস্ততার কারণে হয়তো নতুন কোন টিউন করতে পারিনি। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে প্রথম আলো তারপর টেকটিউনের সাইটে আসি। এটা আমার নিত্যদিনের অভ্যেস হয়ে গেছে। বেশ কয়েকদিন যাবত দেখে আসছি এখানে মন্তব্য দিয়ে রাজনীতিবিদদের মতো কাদা ছোঁড়াছোড়ির মত অবস্থা সৃষ্টি হয়েছে। ‘আগেই জানি’, ‘অমুক জায়গা থেকে কপি করা’ ‘আগেই টিউন হয়েছে’ এইধরনের মন্তব্য। যা দেখলে রীতিমতো গাত্রদাহ শুরু হয়। ‘আগেই জানি’ এই বিষয়ে যারা এ ধরনের মন্তব্য করেন তাদের সম্পর্কে বলতে চাই-আপনি সবজান্তা শমশের হতে পারেন, তাই বলে আমিতো নই। এক্সপি ইনষ্টলেশন টিউটোরিয়াল হয়তো আমার লাগবেনা তাই বলে নতুন কারো যে লাগবেনা সেটা কি করে বুঝবেন? ‘অমুক জায়গা থেকে কপি করা’-আচ্ছা তো কি হয়েছে। অন্য কোন সাইটের পুরোনো তথ্য যদি এখানে আবার পাওয়া যায় তবে কি সেটা মহাভারত অশুদ্ধ করে ফেলবে। কপিরাইটের কথা বলতে পারেন, হাহ্, আপনি যেখানে নিজেই বড় চোর (পাইরেটেড সফট, মিউজিক, মুভি, ইবুক) হয়ে অন্যের জিনিস হাতাচ্ছেন সেখানে সামান্য কোন আর্টিকেলের জন্য আরেকজনকে চোর বলবেন। এতই যদি দামী মনে করেন তাহলে পাবলিক সাইটে ওপেন করেছেন কেন? ক্রেডিট কার্ড দিয়ে কিনতে বলুন না। ‘আগেই টিউন করা হয়েছে’-নতুন কোন টিউনারের পক্ষে এই পুরো সাইটটি পড়া সম্ভব নয়। নতুন কোন ইউজার অনিচ্ছাকৃত ভাবে পুরোনো বিষয় নিয়ে টিউন করতেই পারে তাই বলে তাকে এ ধরনের মন্তব্য দিয়ে নিরুৎসাহিত করার পক্ষে আমি নই। হ্যাঁ একটা নির্দিষ্ট সময় পরে তাকে তার টিউনটি সাইট এডিমনগণ সাইটের পরিচ্ছন্নতার স্বার্থে সরিয়ে ফেলার জন্য অনুরোধ করতে পারেন। এবং অবশ্যই সেটা গোপনে। শাকিল ভাইকে বলছি-আসলে এসব মন্তব্য দিয়ে কাউকে ছোট করা যায়না তবে নতুন ইউজাররা চরম নিরুৎসাহিত হয়। সবাই বিষয়গুলো ভেবে দেখবেন, আর আমার এই মন্তব্যের মধ্যে কোথাও কোন ভুল মনে হলে বা দ্বিমত থাকলে তাও জানাবেন। এতে করে সাইটটি সমৃদ্ধ হবে। অযাচিত কটুক্তি থেকে আমরা দুরে থাকতে পারব।

সেই সাথে শাকিল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি তার নিয়মিত টিউন দিয়ে সাইটটিকে সমৃদ্ধ জানাচ্ছি সেই সাথে তার মানসিক পরিচ্ছন্নতা ও মন্তব্যের ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য।

@কামরুল ইসলাম রুবেল—- আপনাকে বলছি… না আমি আপনার কমেন্ট এর সাথে দ্বিমত পেষন করছি না।সবচেয়ে বড় কথা আমরা সবসময় টিউনের প্রশংসা করি… আর আজ আমি আপনার কমেন্ট এর প্রশংসা করছি… অনেকদিন পর একটা ভালো কমেন্ট পেলাম ধন্যবাদ… 🙂
আর শাকিল ভাই কেউ ধন্যবাদ জানাচ্ছি… বিশেষ করে তার কমেন্ট গুলা তিনি এখন থেকে চিন্তা ভাবনা করে দেবেন , এই কারনে।।

@কামরুল ইসলাম রুবেল- অনেক ধন্যবাদ। ভাল কমেন্টের জন্য।

জটিল ব্্যাপার তো আমি নেটে লঅইভ বাংলাদেশী চ্যালেন দেখছি। দারুণ ব্যাপার।