আপনার পছন্দের ফুটবল ক্লাবের খেলা দেখুন বাফারলেস ফ্রি – সহজেই!

ক্রিকেট আমাদের দেশে এই মুহূর্তে বেশ জনপ্রিয় হলেও আমরা জানি ফুটবল এর কালচার আমাদের বহু পুরোনো তাই অনেকেই আছেন ফুটবল খেলা কেবল মাত্র বিশ্বকাপ এর বাদেও বিভিন্ন জনপ্রিয় ফুটবল লিগ ও টুর্নামেন্ট দেখে থাকেন। মোবাইলে বিভিন্ন এপ আছে এই ব্যপারে সাহায্য করলেও পিসি বা ল্যাপটপ ইউজার রা জানেন এইসব ম্যাচের লাইভ লিঙ্ক পাওয়া কতটা কঠিন। বাফার তো করবেই তার উপর প্রচুর পপ আপ, এড। তার উপর ইউটিউব এ লাইভ টেলিকাস্ট করতে গেলেও কপিরাইট প্রবলেম এর কারনে রিমুভ হয়। বিরক্ত হউয়ার দশা হয়।

আপনাদের জন্য নিয়ে এলাম সমাধান। আসুন -

জীবনে নিয়ে আসুন Ace Stream নামক টরেন্ট স্ট্রিমিং এর সুবিধা। কি বুঝলেন না তো? বলছি বলছি। Ace Stream হল এক ধরনের স্ট্রিমিং যা Ace Player নামক এক প্লেয়ার দিয়ে P2P(Pear to Pear) প্রযুক্তি ব্যবহার করে বাফারিং কমাতে সাহায্য করবে, যত বেশি ভিউয়ার তত স্মুথলি চলবে।

এটা হল Ace Player যা তৈরি করা হয়েছে VLC প্লেয়ারের আদলে কারন সবচেয়ে সহজ ইন্টারফেস করতে। মোবাইলের টাও আছে তবে আমি তা সম্পর্কে তেমন জানিনা।

ভিডিওতে খুব যত্ন করে ব্যখ্যা করেছি কিভাবে কি করতে হবে, চলুন দেখে নেই 🙂

এখানে ক্লিক করুন

এখান থেকে নামান Acestream

এখানেই পেয়ে যাবেন সকল ম্যাচের হ্যাশ কোড, যখন ম্যাচ তার ৩ ঘন্টা আগেই পেয়ে যাবেন থ্রেড আকারে।

হ্যাশ কোড


ম্যাচ থ্রেড

এখানে একটা কথা আছে, সবাই দেখুন।

একেকজন একেক স্পিডের ইন্টারনেট ইউজ করে থাকেন, স্পিড অনুযায়ী ভিন্ন ভিন্ন কোয়ালিটিতে খেলা দেখতে পারবেন। এটা সবার জন্য সমান নয়, কিভাবে?

 

3.5mbps এর বেশি থাকলে 720p/72060fps এবং 10mbps এর বেশী যত থাকবে তত 1080p/108060fps ও তার চেয়ে বেশি নেবেন। মনে রাখবেন টরেন্ট স্পিড এর ক্ষেত্রেও আপনার প্রভাইডারের নেট স্পিড এর ভুমিকা অসীম। 1.5mbps - 3.5mbps ইউজার দের ক্ষেত্রে 480p এবং 512kbps - 1mbps ইউজার দের বাফার করবে(যদিনা ডেডিকেটেড হয়)। আর স্ট্রিমিং এর ক্ষেত্রে Static IP ইউজার রা বেশি সুবিধা পাবেন। আমি বলেছি কম বাফারিং। কতটা কম তা ঠিক করে দেবে নেট স্পিড এবং আইপি এর ধরন ও।

লিমিটেড নেট ইউজাররা এইটা ইউজ না করাই ভাল, প্রচুর ডাটা খায় এই প্রসেসে।

Level 2

আমি রন্জন বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস