ভাষারীতি ও যতি বা ছেদ চিহ্ন : PART – 01

  1. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? - প্রশ্নচিহ্ন
  2. পাণিনি কে ছিলেন? - বৈয়াকরণিক
  3. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল- বিশেষভাবে বিশ্লেষণ
  4. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? - গৌড়ীয় প্রাকৃত
  5. যতি বা ছেদ চিহ্ন কয়টি? - ১১টি
  6. যথাক্রমে আরবি, ফারসি ও ইংরেজি থেকে আগত শব্দ- রোয়াক, মশক, কেতলি
  7. পর্তুগিজ 'আনানস' বাংলায় হয়েছে 'আনারস'। এটি কোন ধরনের পরিবর্তন? - ধ্বনিতাত্ত্বিক
  8. ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় না- সম্বোধন বোঝাতে
  9. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়? - ১৭৪৩ সালে
  10. উইলিয়াম কেরি রচিত ব্যাকরণের নাম কি? - A Grammar of the Bengal Language
  11. বিদেশী শব্দ নয়- গঞ্জ
  12. 'আঁতাত' শব্দটি কোন ভাষা থেকে আগত? - ফরাসি
  13. নিচের কোনটি দেশী শব্দ? - কুলা
  14. নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? - গিন্নী
  15. 'রিক্‌সা' শব্দটি- জাপানি
  16. কোনটি হিন্দি শব্দ? - পানি
  17. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন? - উইলিয়াম কেরি
  18. খিদে কোন ধরনের শব্দ? - অর্ধ-তৎসম
  19. পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত? - সাড়ে তিন হাজার
  20. বাংলা ভাষার উদ্ভব হয় - সপ্তম খ্রিস্টাব্দে
  21. কোন লিপি ডানদিক থেকে লেখা হত? - খরোষ্ঠীলিপি
  22. প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি? - অপভ্রংশ
  23. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? - ব্রাসি হ্যালহেড
  24. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? - বঙ্গ-কামরূপী
  25. যে সকল শব্দ ব্যুৎপত্তি দ্বারা অথবা সমাস দ্বারা গঠিত হয় তাকে বলে- যৌগিক শব্দ
  26. ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি? - অনার্য ভাষা
  27. সুনামী শব্দটি কোন ভাষা থেকে এসেছে? - জাপানি
  28. ভাষা কি? - শব্দের উচ্চারণ
  29. বিস্ময় চিহ্ন কোনটি? -!
  30. বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত? - ইন্দো-ইউরোপীয়
  31. দাড়ি (পূর্ণচ্ছেদ) এ কত সময় থামতে হয়? - এক সেকেন্ড
  32. কোনগুলো দেশী শব্দ? - খোকা, চাঁপা
  33. নিচের কোনটি পারিভাষিক শব্দ? - সচিব
  34. বাংলা ভাষায় শব্দের শ্রেণীবিভাগ কয় প্রকার? - ৩ প্রকার
  35. নিচের কোনটি যৌগরূঢ় শব্দ? - পঙ্কজ
  36. সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে 'বাংলা ভাষা প্রচলন আইন' জারি হয়- ১৯৮৭ সালে
  37. "বঙ্গ-কামরূপী" থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা, অপর ভাষা কোনটি? - অসমিয়া
  38. ক্যারাটে, জুতো, বিকশা কোন দেশী শব্দ? - জাপানি
  39. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে- ভাষার বিশ্লেষণ
  40. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে? - সেমিকোলন
  41. কমার(, ) বিরতিকাল কতক্ষণ? - ১ বলতে যে সময় লাগে
  42. ইলেক বা লোপ চিহ্ন কোনটি? - '
  43. ড.মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ - ভাষাবিজ্ঞানী
  44. 'দেখ আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয়'- বাক্যটিতে বিরামচিহ্ন বসবে- ৪ টি
  45. বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো? - ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব
  46. বাংলা ব্যাকরণের বয়স কত? - ২৫০ বছরের বেশি
  47. সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়? - গুরুচণ্ডালী দোষে
  48. বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে? - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  49. ‘সিয়াম’ কোন ধরনের শব্দ? - আরবি
  50. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী? - সাধু রীতি
  51. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? - শব্দ
  52. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? - পরিবর্তনশীল; কৃতিম
  53. ‘কাঁচি’ কোন ধরনের শব্দ? - তুর্কি
  54. ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত? - চলিত রীতি
  55. রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কী? - গৌড়ীয় ব্যাকরণ
  56. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পৃথিবীতে বাংলাভাষী জনসংখ্যা প্রায়- ২৩ কোটি
  57. গঠন অনুসারে শব্দ কয় প্রকার? - ২ প্রকার
  58. সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে? - কোলন
  59. বাংলা ভাষায় অর্ধ-তৎসম শব্দগুলো এসেছে কোন ভাষার শব্দযোগে গঠিত? - সংস্কৃত
  60. কোন যতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়? - দাঁড়ি
  61. বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? - খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
  62. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? - সংস্কৃত
  63. উৎসগত বিচারে থেকে বাংলা শব্দ কে কয়ভাগে ভাগ করা যায়? - পাঁচ ভাগে
  64. বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? - ৪ টি
  65. নিচের কোনটি পারিভাষিক শব্দ? - মন্ত্রিপরিষদ
  66. 'আলপিন' কোন ভাষার শব্দ? - পর্তুগিজ
  67. ব্যকরণ' কোন ভাষার শব্দ? - সংস্কৃত
  68. বিরাম-চিহ্ন কেন ব্যবহৃত হয়? - বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
  69. রোযা কোন ভাষার শব্দ? - ফারসি
  70. 'হাঙ্গামা' কোন ভাষার শব্দ? - ফারসি
  71. আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়? - পয়তাল্লিশটি
  72. সম্বোধনের পর কোন চিহ্ন বসে? - কমা
  73. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয়? - সাধু ভাষারীতিতে
  74. কোন কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে বসে- ড্যাশ
  75. কোনটি খাঁটি বাংলা শব্দ? - ঢোল
  76. কবুল, কলম, তুফান কোন দেশী শব্দ? - আরবি
  77. 'পকেটমার' শব্দটি কোন শ্রেণীর? - মিশ্র
  78. ‘হরতন’ কোন ভাষার শব্দ? - ওলন্দাজ
  79. নিচের কোনটি মিশ্র শব্দ? - হাট-বাজার
  80. 'জান্নাত ও বেহেশত' শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? - ফারসি
  81. প্রথম বাংলা ব্যাকরণের নাম  - ভোকাবুলারিও এম ইদিওমা-ই-পর্তুগীজ
  82. ‘দারোগা’ কোন ধরনের শব্দ? - তুর্কি
  83. এক কথার সাথে অন্য কথার, এক বাক্যের সাথে অন্য বাক্যের অবিচ্ছেদ্য সম্পর্ক থাকলে যে চিহ্ন হয়, তার নাম কি? - ড্যাশ
  84. গ্রিক শব্দ কোনটি? - দাম
  85. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? - বিস্ময়
  86. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? - বঙ্গকামরূপী
  87. দেশ, কাল ও পরিবেশভেদে কিসের পার্থক্য হয়? - ভাষার
  88. কোনটি আরবি শব্দ? - শরিফ
  89. চলিত ভাষাকে জনপ্রিয় করেন- প্রমথ চৌধুরী
  90. পরবর্তী রূপবোধক চিহ্নে কত সময় বিরতির প্রয়োজন? - থামার প্রয়োজন নেই
  91. কোনটির বিরতিকাল কোলন ড্যাশ -এর বিরতিকালের সমান? - কোলন
  92. হাইফেন/ইলেক এ কতটুকু থামতে হয়? - থামার প্রয়োজন নেই
  93. উনিশ শতকে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি ঘটান কারা? - রাজা রামমোহন রায়, মধুসূদন দত্ত
  94. বাংলাভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? - চর্যাপদ
  95. কোন শব্দটি দেশী নয়? - দখল
  96. ভাষার মৌলিক রীতি কোনটি? - লেখার রীতি
  97. নিচের কোনটি তৎসম শব্দ? - ভবন
  98. ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি? - বাংলা
  99. পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে? - বালতি
  100. বাংলা ভাষায় ব্যাকরণ শব্দটি এসেছে - সংস্কৃত ভাষা থেকে
  101. 'মাথা-মুণ্ড' কোন ধরনের শব্দ? - যুগ্মশব্দ
  102. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? - চার্লস উইলকন্স
  103. ‘খ্রিস্টাব্দ’ হচ্ছে- মিশ্র শব্দ
  104. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? - সাধু ভাষায়
  105. 'যত্ন করে লাগাতো মৌসুমি ফুল গন্ধরাজ বকুল হাসনাহেনা দুচারটে গোলাপও' বাক্যটিতে বিরামচিহ্ন বসবে- ৫ টি
  106. ধ্বনি পরিবর্তন ও লোপ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? - ধ্বনিতত্ত্বে
  107. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? - ধ্বনিতত্ত্বে
  108. সাধুভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? - সর্বনাম ও ক্রিয়া
  109. কোন ধরনের শব্দ সমাসবদ্ধ পদের মত নতুন শব্দের ও অর্থের সৃষ্টি করে? - মিশ্র শব্দ
  110. ‘ডাক্তার বাবু’ কোন শ্রেণীর শব্দ? - মিশ্র
  111. আঞ্চলিক ভাষার অপর নাম - উপভাষা
  112. 'ব্যাকরণ মঞ্জরী' গ্রন্থটি কে রচনা করেন? - ড. মুহাম্মদ এনামুল হক
  113. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়- ধ্বনি
  114. কোন প্রখ্যাত ইংরেজ পন্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন? - ব্রাসি হালহেড
  115. যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বুঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? - ড্যাস
  116. প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? - ব্যাখ্যামূলক অর্থে
  117. বাংলা ভাষার মূল উৎস কোনটি? - প্রাকৃত ভাষা
  118. কোনটি মিশ্র শব্দ? - চৌহদ্দি
  119. ‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত? - তুর্কি
  120. সেমিকোলনের চেয়ে কমা'য় বিরামঃ - কম
  121. সন্ধি ব্যকরণের কোন অংশে আলোচিত হয়? - ধ্বনিতত্ত্বে
  122. বাক্যে দৃষ্টান্ত প্রয়োগের জন্য কোন চিহ্ন বসে? - কোলন
  123. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়- তিন ভাগে
  124. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? - ক্রিয়া ও সর্বনাম
  125. এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? - শব্দ
  126. নিচের কোন শব্দটি বিদেশী শব্দ? - ওজন
  127. গুরুচণ্ডালী দোষ কিসের সাথে সম্পর্কিত? - ভাষারীতির সঙ্গে
  128. দেশী ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ
  129. ব্যাকরণ-এর মূল ভিত্তি কি?- ভাষা
  130. বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? - উপভাষা
  131. 'হেডমৌলভী' কোন কোন ভাষার শব্দযোগে গঠিত? - ইংরেজি + ফার্সি
  132. কোনটি বাংলায় ব্যবহৃত ফারসি শব্দ? -  রসিদ
  133. কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য-ণ হবে না? - বিদেশী
  134. কোন দুটি শব্দ যৌগিক শব্দ? - গায়ক, বাবুয়ানা

To See Main Tune Please Visit Here

Level 1

আমি ফয়সাল আহম্মদ। Executive, Hero Niloy Moto Corp., Jessore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 43 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস