সোশাল মিডিয়ায় লিংক শেয়ার করে টাকা ইনকাম

আশাকরি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।
আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব, সেটি হলো সোশাল মিডিয়া কিংবা আপনার ওয়েবসাইট থেকে কিভাবে আপনি পেসিভ ইনকাম করতে পারবেন।
আমরা প্রতিদিনই কোন কোন সোশাল মিডিয়া ব্যবহার করে থাকি, বিশেষ করে ফেসবুক, টুইটার। অথবা আপনার একটি বা একাধিক ওয়েবসাইট আছে যেখানে মোটামুটি ভালই ট্রাফিক আছে। হয়ত আপনি সেখানে অ্যাড পাবলিশ করে অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অলরেডি ইনকামও করতেছেন। তো আপনি চাইলে এগুলোর পাশাপাশি লিংক শর্ট করে তা শেয়ার করার মাধ্যমে কিছুটা ইনকাম করতে পারেন।
লিংক শর্ট করে ইনকাম করার বিশ্বস্ত বেশকিছু সাইট আছে যার মধ্যে লিংকশিরিংক অন্যতম।
রেজিস্ট্রেশন লিংক: http://linkshrink.net/ref=f6DMN

প্রথমে লিংকে গিয়ে উপরের দুইটি বক্সে আপনার ইমেইল অ্যাড্রেশ দুইবার লিখুন(সেইম ইমেইল)।
তারপর নিচের বক্স দুটিতে আপনার ইচ্ছামতো পাসওয়ার্ড দিন যেন পাসওয়ার্ডের মধ্যে কমপক্ষে ১ টি নাম্বার, ১ টি স্পেশাল ক্যারেক্টার থাকে।
তারপর, কোনো ভুল/ইরর না দেখালে আপনার ইমেল/জিমেইল চেক করুন এবং ঐ লিংকে পাঠানো অ্যাক্টিভেশন/কনফর্মেশন লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিন। তারপর লগইন করুন। লগইন হওয়ার পর "Shrink" এর পাশের বক্সে আপনি যে লিংকটি শেয়ার করতে চান, সেটি বসিয়ে "Shrink" বাটনে ক্লিক করুন। তাহলে আপনি একটি শর্ট লিংক পেয়ে যাবেন, এখন শর্ট হওয়া লিংকটি কপি করে আপনি ইচ্ছামতো শেয়ার করে ইনকাম করতে থাকুন।
এখান থেকে আপনি যেকোনো ইউসফুল ব্লগ, নিউজ, ফাইল, আর্টিকেল লিংক শর্ট করে তা শেয়ার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
বি.দ্র: যে লিংকটি শর্ট করে শেয়ার করতে চান, সেটি যে আপনার নিজস্ব লিংক হতে হবে এমনটা কিন্তু নয়।

যাদের ওয়েবসাইট নেই, তারা টুইটার, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, হোটাসঅ্যাপ সহ ইত্যাদি সোশাল মিডিয়ায় শেয়ার করে ইনকাম করতে পারবেন।
তবে দুঃখজনক হলেও সত্যি যে সাইটির মাধ্যমে শর্ট করা লিংক ফেসবুক কিংবা ম্যাসেনজারের মাধ্যমে শেয়ার করা যায় না। তবে আপনি চাইলে অন্য সকল সোশাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।
ফেসবুকে লিংকের মাঝে স্পেস কিংবা * স্টার বা অন্যকোনো স্পেশাল ক্যারেকটার ইউজ করতে পারেন এবং উল্লেখ করে দিতে পারেন যে লিংকটি(নিউজটি) ভিজিট করতে স্পেস বা স্টার রিমুভ করে ভিজিট করুন।

এটি একটি ট্রাস্টেড সাইট, ১০০% পে করে। আপনি চাইলে নেট ঘেটে রিভিও দেখতে পারেন।
মিনিমাম ৫ ডলার হলে পেপাল এবং লাইটকয়েন, মিনিমাম ১৫ ডলার হলে বিটকয়েন বা ইথেরাম, মিনিমাম ৫০ ডলার হলে পেওনার এর মাধ্যমে টাকা(ডলার) তুলতে পারবেন।
চলুন মাসিক ইনকামটা একটু হিসেব করে নেয়া যাক:

ধরুন আপনি প্রতিদিন গড়ে ৬০০ ভিজিটর নিয়ে আসতে পারলেন। মাসে তাহলে আপনার ভিজিটর সংখ্যা দাড়াবে ১৮০০০! আর দেশভেদে প্রতি হাজার ভিজিটে ০.৪৫$ থেকে ৬.৩৪$ করে পাবেন।
ধরুন, আপনি গড়ে প্রতি হাজার ভিজিটে ২.৫$ করে পেলেন। সেখেত্রে মাস শেষে আপনার ইনকাম দাড়াবে (২.৫*১৮)$ = ৪৫$ ডলার যা বাংলাদেশি টাকায় (৪৫*৮০)=৩৬০০ টাকা।

আর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো আপনি রেফারেল সিস্টেমে ইনকাম করতে পারবেন। প্রত্যেক
রেফারেলের ইনকামের ২০% করে আজীবন পেতে থাকবেন। ধরুন আপনার ২০ জন রেফার আছে যাদের মধ্যে ১০ জন নিয়মিত কাজ করে এবং ঐ ১০ জনের প্রত্যেকে মাসে গড়ে যদি ১৫ ডলার ইনকাম করে তবে, আপনি সেখান থেকে (১০*১৫)*০.২ = ৩০$ ডলার পাবেন প্রতি মাসে।
রেজিস্ট্রেশন লিংক: http://linkshrink.net/ref=f6DMN
এই লিংক থেকে রেজিস্ট্রেশন করলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আমার কিছুটা লাভ হবে।
বি.দ্র: রেফারের ২০% ইনকাম কেটে নেওয়া হয় না, বরং আপনি কোম্পানিকে ইউজার বৃদ্ধিতে সহায়তা করার কারনেই কোম্পানি বা ঐ ওয়েবসাইট থেকে আপনাকে ২০% কমিশন দিবে।
Registration Link: http://linkshrink.net/ref=f6DMN

ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
হেল্প লাগলে, পাশে আছি:
মো: রাহাত
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়
ইমেইল:[email protected]
মোবাইল: 01751635849
ওয়েবসাইট: http://forpythonlover.blogspot.com

Level 0

আমি মোঃ রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস