ক্যাশ অন ডেলিভারি কতটা নিরাপদ?

ধরেন আপনে বিক্রয় ডট কম থেকে কোন মোবাইল কিনবেন। মোবাইলের দাম ৫২০০টাকা। আপনে মোবাইল বিক্রেতাকে বললেন আমি কুরিয়ার থেকে টাকা দিয়ে মোবাইল নিবো। মোবাইল বিক্রেতা বললো ঠিক আছে অর্ডার কনফার্ম করতে ২০০টাকা অগ্রীম বিকাশে পে করতে হবে।
আপনে ভাবলেন ২০০টাকাই তো!
ওকে!
আপনে ২০০টাকা অগ্রীম বিকাশে পে করলেন এবং বাঁকি ৫০০০টাকা কুরিয়ার থেকে মোবাইল নেওয়ার সময় কুরিয়ারে পে করবেন। নিজেকে অনেকে চালাক ভাবলেন।
এবার মোবাইল বিক্রেতা একটি বক্সে ৮০০টাকা দামের মোবাইল উঠিয়ে আপনার ঠিকানা অনুযায়ী কুরিয়ারে পাঠালো।
কুরিয়ার থেকে ফোন আসলো. আপনার নামে একটি পাসেল এসেছে… বাঁকি আছে ৫০০০ টাকা.আমাদের কুরিয়ার অফিসে এসে নিয়ে যান।
আপনে কুরিয়ার অফিসে গিয়ে বাঁকি ৫০০০টাকা জমা দিয়ে, রিসিভে সিগনেসার করে পার্সেল টি হাতে পেলেন। নিশ্চই অনেক খুশি
বক্স টি খুলে দেখলেন ভিতরে ৮০০টাকা দামের মোবাইল। তখন কি করবেন?
বিক্রেতার ঐ নাম্বার বন্ধ!
পুলিশ কমপ্লেইন ছাড়া আর করার কিছুই নেই। সেটাও করলেন

রাস্তাই কিছু সিম বিক্রি হয় ৫০ থেকে ১০০টাকায়। অনেক সময় কিছু অসৎ লোক কাস্টমারের অজান্তে কয়েকটা সিম এক সাথে বায়োমেট্রিক করে। সেই সিম বেশি দামে অপরাধীদের কাছে বিক্রী করে। অপরাধীরা এই সব সীম দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করে তার মধ্যে উপরের অপরাধ একটি।

আমার বড় ভাই সি.আই.ডি… তার কাছ থেকে মাঝে মাঝে নতুন নতুন অপরাধ সম্পর্কে জানি। তার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম।

কিছু টিপস আছে যে গুলো ফলো করলে লেনদেন অনেকটাই নিরাপদ :

১। যে ওয়েব সাইট থেকে পণ্য কিনবেন সেই ওয়েব সাইট দিয়ে কত বছর হলো তারা বিজনেস করছে। পুরানো সাইট গুলো কখনোই চাইবেনা তাদের ব্যাবসা বন্ধ করতে। এই ওয়েব সাইটের বয়স চেক করতে এখানে ক্লিক করুন

২। যে ওয়েব সাইট থেকে পণ্য কিনবেন, সেই ওয়েব সাইটের মালিক কি নিদের পণ্য বিক্রী করে? না কি বিভিন্ন বিক্রেতা তার পন্য সেই ওয়েব সাইটে পণ্য টিউন বা অ্যাড দিয়ে বিক্রী করে? যেমন বিক্রয় ডট কম। আপনে ইচ্ছা করলে আপনার পন্য বিক্রী করতে পারবেন বিক্রয় ডট কম এ। এখান থেকে পণ্য কেনার সময় ফেস ২ ফেস কেনাই উত্তম।

৩। যে ওয়েব সাইট থেকে পণ্য কিনবেন, সেই ওয়েব সাইটে বিভিন্ন বিক্রেতা তার পন্য. সেই ওয়েব সাইটে. পণ্য টিউন বা অ্যাড দিয়ে বিক্রী করে এবং লেনদেনের দ্বায় ভার সেই ওয়েব সাইট নিবে? যেমন আজকের ডেল ডট কম বা দারাজ ডট কম। এখান থেকে পণ্য কেনার সময় ফেস ২ ফেস কেনার কোন ব্যবস্থা নাই বাট এখানে কোন সমস্যা হলে সেই ওয়েব সাইট T. & C. অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।

৪। যে ওয়েব সাইট থেকে পণ্য কিনবেন সেই ওয়েব সাইটের মালিক কি নিজেদের পণ্য বিক্রী করে?
উত্তর: হ্যাঁ …যেমন:- হোমিওপ্যাথি বিডি ডট কম। এই সাইট প্রায় ৫বছর হলো তাদের সেবা বা পণ্য বিক্রী করছে। সে আপনার ২০০০টাকার জন্য ৫ বছরের পুরানো ওয়েব সাইট বন্ধ করবে না। এবং তারা ৫০ বা ১০০টাকা দামের সিমও ইউজ করে না। আপনার যে টাকা পণ্যের বিল আসছে সে টাকা চেয়ে অনেক বেশি দাম ঐ সিমের।

[বিঃদ্রঃ কোন সাইট কে ছোট করার উদ্দেশ্যে না বরং নিরাপদ ভাবে অনলাইনে পণ্য বিক্রী এবং অর্থ লেনদেনের বিষয়ে সাধান ক্রেতার ভুল ধারনা দূর করার জণ্য কিছু উদাহরন ও টিপস শেয়ার করছি। এ বিষয়ে কোন কমপ্লেইন থাকলে টিউমেন্ট করুন]

Level 0

আমি হোমিওপ্যাথি বিডি.কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস