আমি ফয়সল। প্রতিবাদ জানাই, ব্যাপক প্রতিবাদ!!

মাত্র এক দোস্তের ফোন, কিরে তোর নামে টেকটিউনস এ কি সকল আজেবাজে লেখা দেখতে পাচ্ছি ব্যাপারটা কি? আমি ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে বলি কি হইছে? ও বলতেছিলে টিটি তে ঢুক তাইলেই বুঝবি।

কথা হচ্ছে দুইটা টিউন করা হয়েছে আমার নামে বদনাম করার জন্য। একটা করেছেন রাফছান ভাই এবং দ্বিতীয়টা রুবায়েত ভাই আমি উনাদের সকল প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি।

১ম এ রাফছান ভাই...

উনি উনার টিউন এ প্রমান দেখালো যে [email protected] নামে একটা একাউন্ট এ উনার কিছু টাকা পাচার হয়েছে। উনি xtremefaisal নামে গুগোল এ সার্চ দিয়ে একটা উয়েব সাইট পেল freepacc.blogspot.com নামে যাতে নাকি একটা ইউটিউব ভিডিও ছিল(ছিল মানে আমি এখন ঢুকে পাইনাই)। ঐ ইউটিউব ভিডিও লিংক থেকে যিনি ঐ ভিডিও বানিয়েছেন তার নাম faisalbinarob পেলেন। এবার faisalbinarob লিখে পাওয়া গেল কিছু ওয়েব সাইট(আরে faisalbinarob লিখে সার্চ করলে তো আমাকে পাবেন ই কারন আমি তো faisalbinarob ই) যা থেকে faisalbinarob এর ডিটেইলস পাওয়া গেল, পাওয়া গেল তার টেকটিউনস এর টিউনার পেজ। এবং তিনি বুঝতে পারলেন ঐ হেকার আমি।

যেসকল ভুল হয়েছে: রাফছান ভাই জানেন কিনা জানি না, আপনি ইচ্ছা করলেই যেকোনো ইউটিউব ভিডিওকে আপনার সাইটে শেয়ার করতে পারেন। সেহেতু কোনো ওয়েব সাইটে কোনো ইউটিউব ভিডিও দেখে বলার কোনো উপায় নাই যে ঐ সাইটের মালিক ই ভিডিওটি শেয়ার করেছেন। এবং রাফসান ভাই এর এই ইনভেস্টিগেশানের সকল কিছুর মোড় ঘুরিয়ে দেয় ঐ faisalbinarob ই। তাই যদি ঐ ভিডিওটির ক্রিয়েটর আমি হই এতে প্রমান করে না যে ঐ সাইটের মালিক আমি। এবং ঐ হেকার আমি। Hacker [email protected] but all the results are for faisalbinarob আমি সত্যিই অবাক হচ্ছি। দুনিয়াতে আমি একাই ফয়সাল জন্মাইছি এবং ফয়সাল নামে যত আইডি আছে সব আমার তাই না?

২য় রুবায়েত ভাই....

রুবায়েত ভাই আবিস্কার করল তার ইমেইল রিকোভারি এড্রেস এ xtremefaisal নামে নতুন একটি মেইল যুক্ত হয়েছে। আইপি খুজতে গিয়ে পাওয়া গেল একটি গ্রামীন এর আইপি। এবার faisalbinarob যে গ্রামীনফোন ব্যবহার করেন তার প্রমান পেলেন তাহার গ্রামীনফোন সংক্রান্ত টিউন থেকে। টিউনগুলো হলো:

!!!গ্রামীনফোনের P4 Service দিয়ে 150 MB এর বদলে Unlimited ডাউনলোড করুন!!!

!!!! তিনদিন আনলিমিটেড ইন্টারনেট ভ্যাটসহ মাত্র 32 টাকায় !!!!

!!!!একদিন আনলিমিটেড ইন্টারনেট মাএ 2 টাকায়!!!!

তাহলে তিনি গ্রামীনফোনের কিছু ট্রিক দিয়েছিলেন অন্তত একবছর আগে তার মানে হচ্ছে তিনি এখনও গ্রামীণফোনে পড়ে আছেন এবং ঐ গ্রমীন আইপি উনার ই তাহা প্রমানিত হয়ে গেল। তাই না??? আজগুবি কান্ডকারখানা।

আরও আছে ! ঢুকা হল আমার ফেসবুক পেজে পাওয়া গেল আমি ঢাকা কলেজ এ পড়ি বা পড়তাম কেননা আমি যে ঢাকা কলেজ এর ফোরামে সাবক্রাইব করে আছি! এবার মিলিয়ে দেখার জন্য faisalbinarob এর ব্লগার পেজ দেখা হল যাতে শিউর হওয়া গেল যে ফয়সাল বিন এ রব ঢাকা কলেজ এ পড়ে। আরে faisalbinarob তো ঢাকা কলেজ এই পড়ে কিন্তু xtremefaisal ঢাকা কলেজ এ পড়েছে তা বুঝা গেল কিন্তু ঐ ফয়সাল ই যে আমি তা কেমনে বুঝলেন? আরে মরার ঢাকা কলেজে ফয়সাল নামে যে কোনো ছেলে যে কোনো বছরই পড়ুক না কেন সবই কি এই অভাগা ফয়সাল??????

ফয়সাল এর প্রফাইল এ পাওয়া গেল

আর এক্সট্রিম ফয়সাল এ পাওয়া গেল

দুইটা কি একই???? এরপর দেখানো হল রেব এ ভয়। আরে আপনারা যে আমার মান হানির চেষ্টা করছেন তার জন্য আমি যদি মানহানির মামলা দেই তাইলে???

শেষে রুবায়েত ভাই বললেন আমি নাকি ট্রজান ছাড়ছি।
https://www.techtunes.io/news/tune-id/56247/
এই পোষ্টটা আগে যারা পড়েছেন তারা কমেন্টগুলো কি ছিল তাও আশা করি জানেন। আসলে আসল নাটের গুরু কে? কমেন্ট পড়তে বলছি কারন টিউনটি রুবায়েত ভাই মুছে দিয়েছেন। কিন্তু ঐ টিউন এর প্রতিবাদ এ যে টিউনটি করা হয়েছিল তা তো আর মুছা যাবে না তাই রয়ে গেছে। এবং রুবায়েত ভাইয়ের যে টাকা চুরি গেছে তারও কিন্তু কোনো প্রমান দেয়া হয় নাই।

আমি মূলত দীর্ঘদিন ধরে টিউন করি না কারন টিউন করার টপিক পাই না যা জানতাম সবই শেয়ার করে ফেলেছি। আপনারা যদি xtremefaisal ফয়সালের আইপি, গুগলি, ফেসবুক, টিটি পেইজ নিয়া গুতাইতেন তাইলে কিছুই বলতাম না, বলার কিছু থাকত ও না কিন্তু faisalbinarob নিয়া গুতাইলে আমারে তো পাবেন ই?? এখন এই পাওয়াই কি আমার দোষ?? আপনাদের সকলের কাছে প্রশ্ন রইল উনাদের টাকা হেক হয়েছে xtremefaisal নামের কেউ একজনের হাতে কিন্তু সব কেন faisalbinarob এর নামে যাইয়া পড়তাছে???

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঘুমের ঘোরে পুরা টিউন করেছি মাথা গরম + আউলাইয়া রইছে। আপনারা RAB, Police, BDR যারে পান তারে গিয়া এই আজগুবি গল্প শুনান তারা আপনাগোরে চুম্মা দিবো এবং আমারে শাহজাহানপুরে খুজে বের করব যেখানে আমি ঐ এলাকা ছেড়ে মিরপুর এসে ১৪ মাস হইল প্রায়।এবং ব্রডব্যান্ড নিয়েছি ৫ মাস হতে চলেছে।

আমি ঘুম গেলাম সকালে কমেন্ট পড়ে তার উত্তর দিব ইনশাল্লাহ। আমার টিউনগুলোর মধ্যে ৯০% ই মোবাইল সংক্রান্ত কেননা আমার জ্ঞান মোবাইল সম্পর্কেই বেশী পিসি নিয়া কম ই জানি। শেষ কথা হল: এলার্ট পে হেক করা কোনো ট্রজান দিয়াও সম্ভব না কারন ঐখানে দুইটা পাসওয়ার্ড থাকে। প্রথম পাস যদি কেউ ট্রোজান প্রোজান যা দিয়াই হোক পাইয়াও যায় তবুও দ্বিতীয়টা কেমনে পাইল??? আমি নিজেই আতঙ্কে আছি। ভাবছিলাম এলার্টপেতে কিছু টাকা পাঠাবো নাহ হবে না।

যদি কেউ আমারে ১ম ও ২য় পাসওয়ার্ড কেমনে পাওয়া যায় তা শিখায় তাকে আমি পুরস্কার স্বরুপ মোবাইলে ৫০ টাকা ফ্লেক্সি করব। আমার ঐতিহ্যবাহী মেইল এড্রেস [email protected] এ মেইল করবেন।

    Level 0

    jotil 1ta tune korlen boss. gumea gumea tune korle o khoob 1ta kharap hoi ne.
    ame o khujtace ki kore mail er password hak kora jai. kew jodi sekea daw tobe 100tk flexi debo tar mo a.

এইনা বাঙ্গালী…

Level 0

I support U . Email address is not enough to trace and proof a person.
This is a simple fun with Google.
And also the people who hack online accounts do not keep any trace to Google or any other place.
And that's why they are called hacker otherwise not.

So email address or IP address is not enough to proof one person as guilty.

আহা! সাত সকালে মাথা ধরে গেল!

Level 0

sokalbela esob ki

    আপনি তো তাও সকালে দেখছেন আর আমি? আমিতো ভোররাতে দেখছি। আপনার থেকে আমার আরও বহুগুন বেশী বিরক্ত লাগছে।

    টেকটিউনস কে আমি আমার বাপের বাড়ি মনে করি না যে নিজের প্রচারনার জন্য টিউন করব। কিন্তু যেহেতু আমার বদনাম করার জন্য টিউন করা হয়েছে তাই টিউন এর বিপরিতে টিউন ই কাজ করে কমেন্ট নয়। কমেন্ট এই যদি কাজ হত তাইলে আমি কখনই টিউন করতে যেতাম না। আর আজেবাজে টিউন করা যদি আমি করতামই তাইলে এই দুইবছরে ৪৮ টা টিউন না হয়ে ৪০০ টা টিউন আমার টিউনার পাতায় দেখতে পেতেন।

Level 0

একদম ঠিক। টেকটিউনস এ ইদানিং ফালতু টিউন এ ভরে গেছে।

Level 0

সালাম সবাইকে আমি techtunes নতুন। আমার ও speakasiaonline থাকে ২০০০ ডলার চুরি হইয়াছে। আর আমি আমার email এ, [email protected] এই ID টা পাই।
যদি ও এখন নাই তবু ও https://www.techtunes.io/internet/tune-id/56196 এই tunes যে করেছে সে এই চোর।
কারন এই tunes এ সে unipay2u এর টাকা উঠানোর সহজ উপায় দেখাতে গিয়ে ১ টা hack tool দিয়ে দেয়। আর যারা তাতে click করে তারা
ই hack হয়। এবং আমি ও hack হই।

    ঐ টিউনটা রুবায়েত ভাই করেছিল আবার পরে এডমিন বা উনি নিজেই টিউনটি ডিলিট করে দিয়েছেন তাই আপনার দেয়া লিংকটায় কোনো পোষ্ট খুজে পাওয়া যাচ্ছে না।
    https://www.techtunes.io/news/tune-id/56247/

    এই টিউনটা রুবায়েত ভাইয়ের শেয়ারকৃত ট্রোজানের কারনে কেউ যেন হেক না হয় তার জন্য করা হয়েছিল সাথে সাথেই। আপনার ভাগ্য খারাপ ছিল তাই উনার ফাদে পড়ে গেছেন। ২০০০ ডলার নাকি টাকা??? এত বড় অঙ্কের ডলার হেক করার জন্য সাহসেরও প্রয়োজন, আমি শুধু অবাক হচ্ছি, অবাক!

    ভায় পাইতাছি উনি না আবার নতুন কি ফন্দি আটতাছে।

    Level 0

    ajaira kotha kom bolan hasantuhin…techtunes a idaning apnader moto kisu faltu sodossar karona k ja asol r k ja nokol tai buja jaitasana……churi kora k r chor banay kara……

হা হা হা …………. !! =)) এসব ফালতু টিউনগুলো পড়ে বেশ জটিল মজা পাচ্ছি । :)) কোন জিনিসের মাধ্যমে ক্ষতিগ্রস্থ হতে পারে সে সম্পর্কেই ধারণা নেই – সে কিনা আবার ই-মেইল ট্রেসিং এর মাধ্যমে চোর ধরে !! সত্যিই অনেক মজা বিষয় । :o) এগুলো নিয়ে আরও একটু জোরে-সোরে আন্দোলন হওয়া দরকার । 😀 পড়তে বেশ ভালই লাগছে …. =))

    তরঙ্গ ভাই আমি আপনার এই বিষয়ের সাথে সম্পুর্ন একমত– "কোন জিনিসের মাধ্যমে ক্ষতিগ্রস্থ হতে পারে সে সম্পর্কেই ধারণা নেই – সে কিনা আবার ই-মেইল ট্রেসিং এর মাধ্যমে চোর ধরে !! সত্যিই অনেক মজা বিষয়"

    একটা জিনিস আমি বুঝতাছি না। দুনিয়াতে এতলোক খাকতে রুবায়েত ভাই এই আমারেই খুজে পেল চোর সাজানোর জন্য???
    আসলেই মজার বিষয়। তবে কথায় আছে না চোরের ১০ দিন আর গৃহস্থের ১ দিন। রুবায়েত ভাই আপনার ফান্দে এইবার আপনিই পড়েছেন। ভাবছেন আমিতো অনেকদিন যাবৎ না টিউন করি না কমেন্ট করি। আমারে দোষাইলে তো আর আমি টের পাব না! কিন্তু বারবার তো আর ভাগ্য ভাল থাকে না। নিজের দোষ স্বীকার করুন এবং সকলের হেক কৃতটাকা ফেরত দিন।

বাবারে…এই কী কান্ড!! 😕

কি বলব কিছু বুস্তে চিনা…

http://www.borhan-info.co.cc

face to face remand- এ (online-এ !) নেয়া হোক।

Level 0

১. টাকা পয়সা জনিত ইমেল আইডির পাসওয়ার্ড জটিল রাখুন , নিয়মিত বিরতিতে পরিবর্তন করুন.
২. last account activity এর উপর দৃষ্টি রাখুন.
৩. ইমেল আইডি রিকভারি জটিল করুন.
৪. একটি পিসি এর মধ্যে সীমিত থাকুন,
৫. পাসওয়ার্ড মানেজার জাতীয় এডঅন বেবহার করুন.

১. ভিকটিম ইমেল আইডি নিরাপত্তা নিয়ে সচেতন ছিলেন না.
২. ভিকটিম প্রস্তাবিত যুক্তিগুলো নরবরে , দুর্বল. নিশ্চিত করে না এই ফয়সাল সেই ফয়সাল
৩. করণীয় সম্পর্কে কোনো অভিজ্ঞ বেক্তির পরামর্শ নিতে পারেন.

Thank u v.much.

Tips gula jader password hack hocce tader kaje lagbe.

Level New

Mr IT GURU bolechen ami trojan choraisi…….kintu ashole trojan je choraise tar tune akhane http://www.mediafire.com/download.php?igwadddq6k8gkiq

Backup file…techtunes lab theke neya……browser diye open korben…..

Level 0

akjoner nama na jana taka ulta palta bola ta to thik noy…r faisal ka to pura manhani kora sarsa rubaiyat vai……rubaiyat vai nijai hack koira rak joner nam day….c c c c c c..

Level 0

Faisal vhai apnar phn namberta ke amake dewa jabe. Othoba. Facebook id link. Ame RenamR sof tar besoye kotha bolbo.

Level 0

সত্যিই অনেক মজা বিষয়”

Level 0

সত্যিই অনেক মজার বিষয়।