পিসি তে .jar ফাইল চালাবেন কি করে তাই ভাবছেন? kemulator ব্যবহার করুন।

মোবাইল এর .jar ফাইল গুলো সাধারনত পিসিতে চলেনা। এগুলো পিসি তে চালানর জন্য emulator ব্যবহার করতে হয়। বেশ কিছু emulator আছে। এদের মাঝে sjboy emulator এবং kemulator আমি ব্যবহার করেছি। kemulator ব্যবহার করার মজা হচ্ছে এর উইন্ডো সাইজ ছোট-বড় করা যায় যেটা অন্যান্য emulator দিয়ে করা যায় না। তাই আজ kemulator নিয়ে কথা বলবো।

১।প্রথমে এটা ডাউনলোড করে নিন নিচের লিংক থেকেঃ

Download kemulator

২। ইন্সটল করুন।

৩। kemulator ওপেন করুন।

৪। এবার view>option এ ক্লিক করুন। নিচের ছবির মতো একটা উইন্ডো আসবে।

kemulator screenshot

5. তীর চিহ্নিত অপশন গুলো খেয়াল করুন। একটাতে মোবাইল এর মডেল নাম্বার দেয়া আছে। আমার মতো সিলেক্ট করুন।

৬।  আপনার মনিটর এর সাইজ অনুযায়ী screen width and height সিলেক্ট করুন। ছবিতে দেখুন আমার মনিটরে  সফটওয়্যারটিকে কেমন দেখাচ্ছে।

৭। এবার ok চিপে বের হয়ে আসুন।

৮।  .jar file ওপেন করতে midlet>open jar file অপশন এ গিয়ে কাঙ্ক্ষিত .jar ফাইল সিলেক্ট করুন।

৯। ব্যস!! এইবার মজা করে জেকন জাভা সফটওয়্যার পিসি তে ব্যবহার করুন।

১০। এইভাবে অপেরা মিনি সফটওয়্যার এবং গ্রামীনফোন ইন্টারনেট এর মাধ্যমে ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে আমার নিচের টিউনটি দেখুনঃ

এখন গ্রামীনফোন নেট এর মাধ্যমে অপেরা মিনি দিয়েই ডাউনলোড করুন ফ্রী তে(অন্যান্য টেকটিউন পোস্ট এর সাজেশন ইউজ করে নিজস্ব অভিজ্ঞতার আলোকে)(আপডেটেড)

১১। আমার এই টিউন কেমন লাগলো জানালে খুশি হব।

১২। ধন্যবাদ।

Level 0

আমি রায়হান কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Doctor by profession.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাইন…দেখি কাজ করে কিনা… 🙂 😀

মিডিয়াফায়ার কিংবা হটাফাইল লিংক দিলে ভালো হত….

কি বলেন এগুলা? সত্যি সম্ভব নাকি?

আমিও দেখি কাজ হয় কিনা। ধন্যবাদ।

Level 0

আমি SjBoy ইমুলেটর ব্যাবহার করি। ডাউনলোড করলাম দেখি কেমন লাগে। ধন্যবাদ

    ভাই, আমি jar ফাইল গুলো পিসিতে ব্যবহার করতে চাই। যেমন: মিগ৩৩। আমি kemulator ডাউনলোড করেছি। এটা ইন্সটল করা যায় না। আমাকে এটার ব্যবহার টা কি বলবেন। কিভাবে জার ফাইলগুলো ওপেন করব। জানালে খুব উপকার হবে।

    ধন্যবাদ।

    SjBoy অথবা kemulator যে কোন একটির ব্যবহার

    Level 0

    Kemulator দিয়ে .jar ফাইল পিসি তে চালাতে জাভা Runtime প্রয়োজন। SjBoy ব্যাবহার করে দেখতে পারেন ভালো লাগার মত

@ maruf
sjboy er kon edition se apnar kase? ami latest version khujsi.

    Level 0

    আমি বেটা৪ ব্যাবহার করি। এটা নতুন না পূরাতন জানি না। নতুন ভার্সন পেলে জানাব। ধন্যবাদ

ভালো জিনিস মনে হচ্ছে, দেখি ব্যবহার করে কেমন পারফরমেন্স পাই…

sjboy আগে থেকেই ব্যবহার করতাম তবে এটা আরও Joss…..thanx a lot.

Level 0

arokom akta khujhcilam