নিজেই বানান নিজের ওয়াপ সাইট পার্ট ১

কেমন আছেন সবাই।আজকের টিউন তেমন বড় করব না ,কাল প্রথমিক ধারনা টা ভাল ভাবে দিতে পারি নি,তাই সবার বুঝতে অসুবিধা হয়ে গেল।যা হোক,কথা না বাড়িয়ে চলুন প্রসঙ্গে চলে আসি।

ওয়াপ সাইট বানানোর প্রজেক্ট কয়েকটি ধাপে সম্পন্ন হবে, নিচে ধাপগুলো দেওয়া হলোঃ

  • ডোমেইন
  • হোস্টিং
  • Script  ইন্সটল

এখন আমরা একটি Free Domain খুলবো।

Domain কি?

Domain হল আপনার সাইট এর  নাম , এই নামেই সারা বিশ্বে আপনার সাইট টি পরিচিত হবে।

আমরা মুলত এখন একটি Free Domain খুলবো , Free Domain বিভিন্ন জায়গা থেকে খোলা যায় , যেমনঃ dot.tk / co.cc / আমরা এখন dot.tk তে খুলব । এটির মেয়াদ এক বছর আমার মতে এটিই সবচেয়ে ভালো।এটা যেহেতু ফ্রী ডোমেইন সেহেতু যদি আপনার ওয়েব সাইটে ৯০ দিনে ২৫ বার হিট না হলে ডোমেইন নেমটা ওরা বন্ধ করে দিবে ।এবার এখানে যান।সেখানে একটা বক্স দেখতে পাবেন। বক্সটিতে আপনার পছন্দের ওয়াপ সাইটটির এড্রেসটি লিখুন। Next বাটনে ক্লীক করুন।This domain is still available এই লেখা আসলে মনে করবেন এই ডোমেইন টি ওকে। এবার Free domain এ ক্লিক করেন। এবার your website url তারপর এই খানে খালি রাখেন। এবার use dns আপনার হোস্টিং এর DNS (ডি এন এস সার্ভার) এখানে নিচের দুইটি oneitbd এর DNS (ডি এন এস সার্ভার)

এবার captcha কোড দিয়ে name,password,email দিয়ে রেজিস্ট্রেশান শেষ করুন।

এখন আমরা একটি Free Hosting খুলবো।

Hosting কি?

Hosting হলো আপনার সাইটের যাবতীয় কন্টেন্ট , মেইল এ্যাকাউন্ট , ব্যান্ডউইথ , সাবডোমেইন , সি প্যানেল যেখানে থাকবে।

আমরা মুলত এখন একটি Free Hosting খুলবো , Free Hosting বিভিন্ন জায়গা থেকে খোলা যায় , যেমনঃ  ONEITBD.COM আমরা এখন  ONEITBD.COM তে খুলব কারন এটি একটি দেশি company  এবং সবচেয়ে ভালো।

এই সুবিধা পেতে  01722071072  এ   কল করুন । সকল তথ্য আপনি আপনার দেয়া মেইল এ্যাকাউন্ট এ  ২-৩ মিনিটের মধ্যে  ডেটাইলস পেয়ে যাবেন। কোনো সমস্যা হলে আমাকে মেইল করতে পারেন। এ সুবিধা শুধু মাত্র আপনাদের জন্য................আপনি   এখান   থেকে ৫০-১০০ এমবি ফ্রী  Hosting পাবেন

Disk Space: 50 MB
Bandwidth ( Monthly ): 1000 MB
Email Accounts: Unlimited
FTP Accounts: Unlimited
MySql database: Unlimited
Sub-Domain: Unlimited
Uptime Guarantee: 100%.
Yearly Price ( Taka ) : 00.00 Tk

এবার সাইট বানানো

এবার   চলুন সাইট বানাই...আজ আমি ডাউনলোড সাইট এর কথা  বলব ..কারন এখন ডাউনলোড সাইট গুলা খুব  পপুলার । সবচেয়ে সহজ পদত্তি তা আজ বলছি.... এখান থেকে  তা ডাউনলোড করে নেন,তারপর এটা unzip করে নোটপ্যাড অথবা যে কোন এইচটিএমএল এডিটর দিয়ে  header.php,footer.php ফাইল গুলা তে আপনার সাইট এর titel,copyright,এগুলা এডিট করে নেন । এবার সবগুলা ফাইল কে আপনি compress করে   .zip ফরম্যাট এ নেন এবং আপনার Hosting এর file managerএর htdocks বা  public html ফোল্ডার এ upload  করেন,আর তারপর unzip  করে ফেলেন ...আবার আপনার সাইট তার url দিয়ে browse  করে দেখেন  তো সাইট তা ওপেন হয় কিনা,যদি  হয় তাইলে সব ঠিক আছে ,আবার আপনি আপনার file manager এর  Download_Menu ফোল্ডার এ গিয়ে  আপনার ইচ্ছা মতো  ফোল্ডার বানান এর  তার ভিতর upload করেন...এবার নিজেই নিজের সাইট থেকে ডাউনলোড করেন...

এটি হল ওয়াপ সাইট বানানর সব চেয়ে সহজ পদত্তি।আমি সামনে আর ও অনেক পদত্তিতে সাইট বানানর কথা বলব।


ভাল থাকবেন...আর comments করতে ভুলবেন না............

Level New

আমি Ronybd44। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল হচ্ছে। চালিয়ে যান। পরের পর্বের অপেক্ষায় থাকলাম। যত তারাতারি সম্ভব দিবেন প্লেজ।
আর হ্যা, এই ওয়াপ সাইটের স্ক্রীপ্টগুলো কোথায় পাব?? এমন কোন সাইট থাকলে একটু শেয়ার করবেন??
আর সাইটে কিভাবে অ্যাড দিতে হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা করবেন আশা করি।

    Level New

    হা,সামনে আর ও টিউন দেবো। আর ইন্টারনেট এ যে scrip যে গুলো পাওয়া যায় তার ৯০% ই ভুয়া।তবু ও কয়েকটি সাইট ভাল। যেমনঃ coding-talk.com/codingfinder.com……আর আপনি ইচ্ছা করলে google,admob,inmobi আর মতো ভাল ভাল add company ar এড শো করে মাসে ১০০$-৫০০$ পর্যন্ত ইনকাম করতে পারবেন…

    Level 0

    শুভ ভাই=>আপনি যদি সফল ভাবে খুলতে পারেন,তাহলে আমাকে হেল্প করিয়েন।

Level 0

wap forum site kivabe banate hoi ta jodi bolten tahole uokrito hotam

    Level New

    Apni “LAVALAIR” script diye khub sohojey akti wap forum site Banate paren,like: BDFORUM.NET
    Kintu ai script gulo protected na,khub sohojey slq inject dara hack hoy,tobu o jodi apnara chan tahole ami ai bisoye akta tune korte pari,amar wap forum site r link:
    http://www.dreamyfriend.com

    Level 0

    vaijan ami already dns configure kore feksi akhon hosting lagbe je.
    please amak jodi ekta free hosting deten tahole kretoggo thaktam
    email:[email protected]

    Level 0

    o vaijan arek ta kotha jodi LAVALAIR script taw mail kore deten tahole kritoggo thaktam

Level 0

vai apnar tar moto banabo:/

Level New

অপেক্ষা করুন।আপ্নে নিজে ও পারবেন আর ভাল বানাতে।

আমি খুব তাড়াতাড়ি ওয়াপ সাইট বানাবো প্লিজ বিস্তারিত টিউন দেন

Thanks Vaia,
Kuboe Valo Lagase Apnar Tune Ta?
Asa Kore Amadar Aro Valo Kesu Upohar Deban.
Allah Hafiz.

    Level New

    আপনাকে ও ধন্যবাদ।

ভাই পদ্ধতি হবে পদত্তি না , আর আমি যদি বড় মাপের ওয়াপ সাইট বানাতে চাই তাহলে আমার কি করতে হবে? বশ কিছু পরামর্শ দেন।

    Level New

    ভাই বেশ হবে বশ না।আর আপনি কি ধরনের বর মাপের ওয়াপ সাইট বানাতে চান? যেমনঃ http://www.expresswap.tk সাইট টা দেখেন।আর চেয়ে ও বেশী ফাইল আপনার দরকার? এটি একটা পিএইচপি script যা দিয়ে আপনি ১ মিনিট এ একটি ডাউনলোড সাইট বানাতে পারেন। কিন্তু একটা ফাইল ও আপনার সারভার এ থাকবে না।

vai apnar sathe ektu kotha bolar proyojon.jodi kisu mone na koren tahole akhane / e-mail kore phone no ta diben plz.
[email protected]

    Level New

    ভাই মোবাইল নাম্বার দিলাম।কিন্তু দিনে সন্ধ্যা ৭.৩০ এর আগে দিলে ভাল হয়।আমার সামনে Inter এক্সাম।তায় বাসায় খুব কড়াকড়ি চলতাসে।

vai apnar number OFF passi

Level 0

রনি ভাই=>ডট.টিকে তে ওয়াপ সাইট খুলসি কিন্তু পাসওয়ার্ড পাই নাইএসিয়ান আই টি তে আইডি খুলসি কিন্তু ফাইল ম্যানেজার পাই না।র ডাউনলোড সাইট এর তা বুঝছি না,আমার ইমেইল এ কি বিস্তারিত ভাবে জানাতে পারবেন।ধন্যবাদ যুগোপযোগী পোস্ট এর জন্য। আমার ইমেইল হল[email protected]

    Level New

    আপনি আপনার নেম এবং password দিয়ে .tk এর সাইট লগ ইন করেন…আর আপনার মেইল চেক করুন…সব তথ্য দেয়া আছে।

Level 0

Amar moner moto akti tunes.
Thanks.
Vai.

Level 0

Script ta share korar jonno andk dhonnobad tomake.

Level 0

খুব ভাল লাগলো। পরবর্তী টিউনের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।

পরবর্তী টিউনের অপেক্ষায়

আপনার পোস্টটি এলোমেলো, screen শট সহ দিলে বুঝতে সুবিধা হয়,সময় ও বাচে।পারলে এটা রিনিউ করবেন।ভবিষ্যতের টিউনে screen শট সহ দেও্যার চেস্টা করবেন।(((সবাই সুনাম করলে ভুল ধরবে কে?)))

    Level New

    ধন্যবাদ মন্তবের জন্য।

ভাই ডাউনলোড লিংকই তো নাই। আমার স্ক্রিপ্ট টা দরকার। আর ভাই যদি পারেন তাহলে Joomla/Wordpress এর মত স্ক্রিপ্ট এর লিংক শেয়ার করেন।