ফাইল শেয়ারিং ও ডাউনলোডের সবচেয়ে সহজ সমাধানঃ টরেন্ট

ফাইল শেয়ারিং ও ডাউনলোডের সহজ মাধ্যম হচ্ছে টরেন্ট।
আপনি হয়তো একটি পুরোনো অথবা নতুন অডিও অ্যালবাম ডাউনলোড করতে চাচ্ছেন,কিংবা জনপ্রিয় কিছু সফটওয়্যার ডাউনলোড করতে চাচ্ছেন।
কিংবা হয়তো বা হাই ডেফিনেশনের মুভি/ভিডিও গান ডাউনলোড করতে চাচ্ছেন।
এর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে টরেন্ট।
টরেন্ট এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে,আপনি যে কোনও সময় ডাউরলোড কে Start,Resume অথবা Pause করতে পারবেন।
যা যাপ্রয়োজনঃ
*Bit Torrent Client (টরেন্ট ডাউনলোডার)
Bittorrent-ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
Utorrent-ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
Vuze-ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
*Torrent Searching & Downloading Website :
http://btjunkie.org
http://www.isohunt.com
http://mininova.com
পদ্ধতিঃ
প্রথমে,
যে কোনও একটি Bit Torrent Client (টরেন্ট ডাউনলোডার) আপনার পিসি তে ইনস্টল করুন।
এরপর
উপরের যে কোনও টরেন্ট ডাউনলোড সাইট থেকে আপনার কাঙ্খিত টরেন্ট টি খুজে বের করে এর নামের উপর ক্লিক করুন।
ক্লিক করলে টরেন্ট ডাউনলোড করার পেজ আসবে।
সেখান থেকে "Download Torrent" অপশানে ক্লিক করে "টরেন্ট ফাইলটি" ডাউনলেড করুন।
এখানে উল্লেখ্য যে,টরেন্ট ফাইলটির মেমোরী সাইজ খুবই কম হয় (সাধারণত 20kb থেকে 60kb,কিংবা এর থেকে কিছু বেশী হতে পারে)।
ডাউনলোড করা ফাইল টিতে মাউসের ডান বাটন ক্লিক করে "Open With" অপশান টি সিলেক্ট করে, Bit Torrent Client (টরেন্ট ডাউনলোডার সফটওয়্যার টি) সিলেক্ট করুন।
দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে।
বিঃদ্রঃ এখানে খেয়াল রাখতে হবে যে টরেন্ট ফাইলটি যেন সঠিক হয়।
http://btjunkie.org সাইট টির প্রায় অধিকাংশ টরেন্ট ফাইল গুলোই কাজ করে।

 

 

 

 

Level 0

আমি সুফিয়ান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সুফিয়ান আহমেদ। United International University (UIU) তে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশুনা করি। ব্লগিং,চ্যাটিং,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে খুবই আগ্রহী,বিজ্ঞান কল্পকাহিনী পড়তে বেশী পছন্দ করি। যোগাযোগ: ব্যক্তিগত ব্লগ ব্যক্তিগত ওয়ার্ডপ্রেস ব্লগ ফেসবুকে আমি সকলে ভালো থাকুন, খোদা হাফেজ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.