প্রথমে
এখান থেকে একটা একাউন্ট খুুুলুুন একদম free তে।
তারপরে Edit site এ গিয়ে চয়েজ করুন আপনি কত ভিজিটর নিবেন।
তারপরে আপনার সাইট এড্রেস টি দিবেন। এবং কাজ প্রায় ৮০% শেষ।
তারপরে একদম প্রথমে earn point এ যাবেন। এখান ২০-২৫ টা কাজের option আছে (Youtube view, likes)
আপনি এইরকম ছোট কাজ করে পয়েন্ট আয় করতে পারবেন। প্রত্যেক টা লাইক শেয়ারের জন্য আপনাকে ১২/১৩ পয়েন্ট করে দিবে। আর তাছাড়া প্রথম ১৫ টা hit/like-share এর জন্য আপনাকে ৫০ পয়েন্ট এবং ১০০ Hit এর জন্য ১৫০ পয়েন্ট দেওয়া হবে।
বিঃদ্রঃ প্রতিদিন মাত্র ২০-৩০ মিনিট বসে রেফার ছাড়াই আয় করতে পারবেন ২০০০-২৬০০ পয়েন্ট। আর আমার মতে আপনি আপনার Youtube ভিউ শেয়ারের জন্য ২ পয়েন্ট করে চয়েজ দিয়ে রাইখেন। তাতে করে প্রতিদিন ১০০০-১৩০০ Youtube ভিউ নিতে পারবেন। আর যতবেশি পয়েন্ট আয় করতে পারবেন তত বেশি ভিজিটর নিতে পারবেন।