বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল প্রদান করুন IBBL iBanking এর মাধ্যমে

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম IBBL iBanking এর মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল প্রদান করার পদ্ধতি। টেকটিউনসে এটা আমার প্রথম টিউন। আশা করি আপনাদের কাজে আসবে। কথা না বাড়িয়ে চলুন টিউনে।

ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গ্রামীণ ফোনের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পেমেন্ট সেবা চালু করেছে। ইসলামী ব্যাংকের গ্রাহকেরা IBBL iBanking এর মাধ্যমে এই সেবা উপভোগ করতে পারবেন। কিভাবে বিল পরিশোধ করতে হয় তা নিম্নে আলোকপাত করা হলোঃ দুইটি ধাপে এই বিল পেমেন্ট করতে হয়।

ধাপ ১ঃ আপনার কোম্পানির এসোসিয়েশন লিংক থেকে বিলার কোম্পানির সাথে আপনার মোবাইল নম্বর সংযুক্ত করে আপনি আপনার বিল পে সার্ভিসটি চালু করে নিন।

ধাপ ২ঃ "পে বিল" লিঙ্কটির ব্যবহার।
এবার বলবো কিভাবে কোম্পানী এসোসিয়েশন করবেন।
* প্রথমেই IBBL iBanking এ লগ ইন করুন- https://ibblportal.islamibankbd.com এই লিংক থেকে।
* বাম সাইড থেকে Utility Bill Pay তে ক্লিক করুন।
* এরপর কোম্পানী এসোসিয়েশন এ ক্লিক করুন।
* এরপর Operation Type এ ক্লিক করে Company Association সিলেক্ট করুন।
* Company Name এ ক্লিক করে Bangladesh Power Development Board সিলেক্ট করে সাবমিট দিন।
* এরপর আপনার মোবাইল নম্বর, বিলের কনজুমার নম্বর, iBanking এর পিন নম্বর দিয়ে সাবমিট করুন।
* এভাবে আপনার কোম্পানী এসোসিয়েশন সফলভাবে সম্পন্ন হবে।

* এরপর বিল পেমেন্ট করতে বাম সাইড থেকে Utility Bill Pay তে ক্লিক করুন।
* এরপর Bill Pay মেনুতে ক্লিক করুন।
* এরপর একাউন্ট সিলেক্ট করে সাবমিট করুন।

* এরপর আপনার বিল নম্বর, সিডি নম্বর, বিল ডিউ ডেট, বিলের টাকার পরিমাণ দিয়ে সাবমিট করুন।
* এরপর আপনার iBanking এর পিন নম্বর ও মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে সাবমিট করুন।
* আপনার বিল সঠিকভাবে পেমেন্ট হয়েছে।

* বিলের ভাউচার পেতে বাম সাইড থেকে Utility Bill Pay তে ক্লিক করুন।
* এরপর Utility Voucher এ ক্লিক করুন।
* প্রিন্ট করে ভবিষ্যতের জন্য সংরক্ষন করে রাখতে পারেন।

উপরোক্ত নিয়ম অনুযায়ী গ্যাস বিল ও পানির বিল পেমেন্ট করতে পারবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।

বিস্তারিত জানতে ম্যানুয়াল দেখুন। ম্যানুয়ালটি পেতে ক্লিক করুন। এখানে

আমার ভিডিও টিউটোরিয়াল টি দেখুন, ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে

লেখাটি পূর্বে ব্যাংকিং নিউজ বাংলাদেশ ব্লগে প্রকাশিত। সময় হাতে থাকলে ব্যাংকিং বিষয়ক আরো তথ্য জানতে ঘুরে আসতে পারেন আমার ব্যাংকিং নিউজ বাংলাদেশ ব্লগ থেকে। আমার ব্লগ https://www.bankingnewsbd.com ধন্যবাদ।

Level 0

আমি ব্যাংকিং নিউজ বাংলাদেশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলাদেশের "অর্থনীতি ও ব্যাংকিং" এ আধুনিকায়ন অভুতপূর্ব। তথ্য-প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের এই যুগে বাংলাদেশের প্রতিটি মানুষ “অর্থনীতি ও ব্যাংকিং” সম্পর্কে জানবে, বুঝবে। আর এই জানার ফলশ্রুতিতে দেশের প্রত্যেকটি মানুষের অর্থনীতি ও ব্যাংকিং এর বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাবে এই উদ্দেশ্যেই "ব্যাংকিং নিউজ বাংলাদেশ" এর সূচনা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস