ফেসবুক ইউজার নেম – না নিলে পস্তাইবেন আমার মত

আমরা সবাই কম বেশি ফেসবুকে ব্যস্ত থাকি। আমার ফেসবুক এডিকশনের পরিমাণটা একটু বেশি। হুদাই অনলাইনে থাকতে ভাল্লাগে।
অনেক দিন আগে কিছু পেজ তৈরী করেছিলাম ফেসবুকে। তখন বুঝতাম না আসলে কোনটার কাজ কি। তারপর নিজের অপকর্মের কারনে এই পর্যন্ত ৬ বার একাউন্ট ডিজেবল হইছে আমার। হুদাই মাইনসেরে উল্টাপাল্টা কথা লিখতাম। তারপর বিশেষ কয়েকটা কারনে বুঝলাম যে আর মজা করা যাবে না। ভাল এবং ভদ্রভাবে থাকতে হবে এই নেটওয়ার্কে থাকতে হলে। তাই একাউন্টের পাশাপাশি নিজের নামে পেজ তৈরী করলাম।
খুব ভাল লাগল এবং কয়েকদিন আর একাউন্ট ব্যবহার করলাম না। শুধুমাত্র পেজ দিয়ে কাজ চালালাম। এবং এখনো পর্যন্ত চালাচ্ছি।
ফেসবুকের পেজের ইউয়ারেল (URL) সাধারণত http://www.facebook.com/pages/xxxxxx/12345678901234 এমন ধরনের হয়। কিন্তু আমার পেজের ইউয়ারেল (URL) হচ্ছে http://www.facebook.com/sazgor
আর একাউন্টের ইউয়ারেল (URL) http://www.facebook.com/profile.php?id=100001234567890 এমন ধরনের হয়। কিন্তু আমার একাউন্টের ইউয়ারেল (URL) হচ্ছে http://www.facebook.com/samazgor
এখন বলি কিভাবে এটা করেছি ?
একাউন্টেরটা পরিবর্তন করতে হলে Account > Account Settings > Username এ ক্লিক করে চেক করে নিন যে নামটি চাচ্ছেন তা আছে কি না। more থেকে ইচ্ছা মত নিতে পারবেন।
আর পেজেরটা পরিবর্তন করতে হলে http://www.facebook.com/username/ এই লিঙ্কে যান বাকিটা দেখলেই বুঝতে পারবেন।
এখন সমস্যার কথায় আসি। আপনার ইউজার নেম একবার choose মানে চয়ন করে ফেললে আর পরিবর্তন করতে পারবেন না। আর পেজের ক্ষেত্রে আপনার ফ্যানের সংখ্যা ২৫ এর বেশি থাকতে হবে।

ফেসবুকের পেজ তৈরী করতে হলে এই লিঙ্কে ক্লিক করুন। http://www.facebook.com/pages/create.php?ref=ts

সূত্রঃ এক, দুই, তিন, চার

পূর্ব প্রকাশঃ http://sam.azgor.com/2011/02/facebook-user-name.html

Level 2

আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a bad boy - Me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার Facebook এ user name mehedi01bd। এবং Facebook এ http://www.facebook.com/mehedi01bd দিলে আমার পেজ open হতো। কিন্তু বর্তমানে ঐ লিঙ্ক দিলে This content is currently unavailable -এই কথাটি আসে। আবার user name change করতে গিলে change হয় না।
ভাই আমি এখন কি করব। যদি একটু উপায় বলতেন। Email: [email protected]

আপনি আপনার ইমেইল ব্যাবহার করে লগ ইন করুন আশা করি হয়ে যাবে 🙂