
ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েক কোটিরও বেশি ওয়েবসাইট, সেখান থেকে আজকে আমি টেকটিউনস প্রযুক্তি প্রেমিদের জন্যে নিয়ে এসেছি আজব এবং অন্যরকম কিছু ওয়েবসাইট।
১/ Mathway.com

Mathway.com এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি যেকোন ম্যাথ বা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবেন। মনে করুন আপনি ম্যাথ করতে বসে সমস্যায় পরেছেন সমাধান করতে পারছেননা, কোন সমস্যা নেই আপনি ম্যাথটি Mathway.com-এ দিয়ে দেখুন সাথে সাথে সমাধান পেয়ে যাবেন।

Accountkiller.com এই সাইটের মাধ্যমে আপনি আপনার বা অন্য যে কারো সোস্যাল একাউন্ট চিরদিনের জন্যে বন্ধ করে দিতে পারবেন।

এটি একটি মিউজিক সার্চ ইঞ্জিন। আপনি যদি ডাউনলোড ফ্রীক হন তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্যেই। কি নেই এখানে গান, নাটক, কার্রটুন, টিভি সিরিয়াল থেকে শুরু করে মুভি পর্যন্ত সবকিছুই পাবেন এখানে। মজার ব্যাপার হচ্ছে বিশ্বের সবকটি ভাষার প্রায় কয়েকশ কোটিরও বেশি গান রয়েছে এখানে যা ডাউনলোড করা যাবে অডিও ভিডিও দুই ফরম্যটেই, সিম্পলি সার্চ করুন আর ডাউনলোড দিন কোন ঝামেলা নেই। সবকিছু যদি এক জায়গা থেকেই ডাউনলোড করতে চান তাহলে songslane.com এর বিকল্প নেই।

অনেক সময় আমরা অনেক ছবি বা লোগোতে লিখা দেখে ভাবি এটা কোন ফ্রন্ট দিয়ে লিখলো বা আহা এই ফ্রন্টটা যদি আমার কাছে থাকত। এখন থেকে আর এত কিছু চেষ্টা করতে হবেনা, জাস্ট whatfontis.com এ যাবেন লোগো বা ছবিটি আপলোড দিবেন তারপর দেখেবন সব কিছু ওয়েবসাইটিই বলে দিচ্ছে।
৫/ Noisli.com

আপনার যদি খুব নয়েজ বা কোলাহল এর সাউন্ড দরকার হয়, আচ্ছা মনে করুন আপনার যে কোন কাজের জন্য কয়েকশ মানুষ ফিসফিস করলে বা এক জায়গায় কাজ করলে যেমন শব্ধ হয় এমন শব্ধ দরকার তাহলে noisli.com এই সাইটা আপনার জন্যই।

আপনার যদি অল্প সময়ের জন্যে মেইল এড্রেস দরকার হয়ে তাহলে এই সাইটটি আপনার জন্য। এখান থেকে আপনি কাউকে বিরক্ত করার জন্য মেইল নিতে পারবেন এবং ব্রাউজারে থাকা ট্যাবটি কেটে দেয়ার আগ পর্যন্ত ব্যবহার করতে পারবেন, ট্যাব কেটে দিলে আপনি আর আগের কোন মেইল বা কিছুই পাবেন না।
আজকে এই পর্যন্তই, এর পরের টিউনে নিয়ে আসব ডার্কওয়েব এর কিছু দারুণ অয়েবসাইট।
আমি ইশতিয়াক ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্বন্ধে লিখব এমন কিছু এখনও হতে পারিনি :(