
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।
অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ট্রিক্সস নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের কে যেই বিষয়য় নিয়ে আলোচনা করব সেটি হল ফেসবুক হাই সিকিউরিটি নিয়ে। বত্যমানে আমরা সবাই ফেসবুক ইউস করি, এবং ফেসবুকের সবকিছুই মোটামোটি বুঝি কিন্তু একটি বিষয়ে আমরা সবাই বোকা! সেটি হল ফেসবুক সিকিউরিটি নিয়ে, কারন বত্যমানে আমাদের সকল প্রকার গুরুত্বপূন্য ইনফররমেশন থাকে ফেসবুকে কিন্তু আমাদের ফেসবুক সিকিউরিটি একেবারেই দূর্বল। আমরা একটি ফেসবুক একাউন্টে নরমাল কয়েকটি পাসওয়াড দিয়ে রিলাক্সে ফেসবুক চালাচ্ছি কোন চিন্তা ভাবনা ছারা। আপনি কী ভেবেছেন আপনার এই সাধের ফেসবুক একাউন্ট যে কোন সময় হ্যাকার গন হ্যাক করে নিয়ে যেতে পারে?
তো আজ আপনাদের মাঝে এমন একটি ট্রিক্সস নিয়ে হাজির হয়েছি যে, হ্যাকার দুরে থাক, হ্যাকারের দাদাও আপনার ফেসবুক একাউন্ট হ্যাক করতে পারবে না মানে আপনি ছাড়া আপনার ফেসবুক একাউন্ট আর কেউ চালাতে পারবে না! এক কথায় আপনার ফেসবুক একাউন্টের নাম্বার পাসওয়াড জানলেও কেউ আপানার ফেসবুক একাউন্টে লগগিন দিতে পারবে না। তো গাইস চলুন শুরু করি ট্রিক্সস টি!
আমি আরাফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।