৪টি মজার এড ব্লকার ইন্টারনেট ব্রাউজিংকে করে তুলুন আরো রঙিন

যদি আপনি এড ব্লকার নিয়ে আমার পূর্বের টিউনটি পড়ে থাকেন তাহলে আপনি ইতিমধ্যেই জানেন, এড ব্লকার কি? কেন? কিভাবে কাজ করে? আর সেরা এড ব্লকারগুলো সম্পর্কে। যদি টিউনটি না পড়ে থাকেন এই টিউনটি পড়ার আগে এখনই পড়ে নিন টিউনটি, তারপর এই টিউনটি পড়া শুরু করুন।

এখন আপনি এড ব্লকার সম্পর্কে জানেন। আপনি কি একটা এড ব্লকার ব্যবহার করতে শুরুও করে দিয়েছেন! আপনি যদি ইতিমধ্যেই বিরক্তিকর এড সমূহের যন্ত্রনা থেকে বাঁচার জন্য কোন এড ব্লকারের ব্যবহারকারী হয়ে থাকে তাহলে আপনি এড এর যন্ত্রনা থেকে তো অবশ্যই মুক্তি পেয়েছেন কিন্তু ব্রাউজিং হয়ে গেছে বড়ই একঘেয়ে। এড এর জায়গা ফাকা থাকা বা এমন আরো নানা কারণে ব্রাউজিং করে আগের মত আর মজা পাচ্ছেন না।

হয়ত ভাবছেন, এড ব্লকারগুলোর আসলে কোন রসবোধ নেই। কোন মজার দিক নেই। কিন্তু থামুন। কে বলেছে এড ব্লকারগুলোর কোন মজার দিক নেই? কোন রসবোধ নেই? অবশ্যই আছে। আছে অনেক মজার মজার এড ব্লকার যেগুলো ব্যবহার করতে গিয়ে আপনি নিজেও যে কখন ফিক করে হেসে উঠবেন মনের অজান্তে নিজেই বুঝবেন না। হ্যাঁ, আজকের টিউনের এমন চারটি মজার এড ব্লকার নিয়ে। তো চলুন শুরু করা যাক।

CatBlock

ক্যাটব্লক (বাংলায় বিড়ালবাধা😁😁😁) অন্যান্য ট্রাডিশনাল এড ব্লকারগুলোর মতই একটি এড ব্লকার। পার্থক্য হল অন্যান্য এড ব্লকারের মত এটা শুধুমাত্র কোন ওয়েবপেজ থেকে এড রিমুভই করে না CatBlock সেই পেজের এডটিকে বিড়ালের ছবি দিয়ে রিপ্লেস বা পরিবর্তন করে। অর্থাৎ পেজের যেখানে এড ছিল সেখানে বিড়ালের ছবি প্রদর্শন করে।

ব্রাউজিং করার সময় চোখের সামনে কিউট সব বিড়ালের ছবি আসলে ভাল লাগবে না এমন কেউ নেই। আবার ইচ্ছা করলে ছবিটির আসল ঠিকানাতেও যেতে পারবের ছবিটির উপর ক্লিক করে। এড ব্লকার হিসেবেও এটি খুব কার্যকরী। রয়েছে ক্রোম এবং ফায়ারফক্স ভার্সন।

ডাউনলোড করে নিন ক্রোমের জন্য অথবা ফায়ারফক্সের জন্য

V Energy AdNotes

ইনোভেটিভ কিংবা উদ্ভাবনী কোন কিছুতে এড ব্লকিং কে নিয়ে যেতে পারলে কেমন হয়? V Energy AdNotes আপনাকে দিবে সম্পূর্ণ অনন্য এবং উদ্ভাবনী এড ব্লকিং এক্সপিরিয়েন্স। এর মাধ্যমে এড ব্লক করে সেই এডের যায়গায় আপুনার ইচ্ছামত কোন লেখা প্রদর্শন করাতে পারবেন। এটা তৈরী করা হয়েছিল মূলত ছাত্রদের কথা মাথায় রেখে।

অনেক ছাত্রই তাদের হোমওয়ার্কের কথা কিংবা কোন ক্লাসের কথা কিংবা কোন এসাইনমেন্টের কথা ভুলে যায়। V Energy AdNotes তাদের সেসব ক্ষেত্রে সাহায্য করবে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ কোন কাজের কথা অথবা কোন এসাইনমেন্টের কথা লিখে রাখলে কোন সাইট ব্রাউজ করার সময় সেটা প্রদর্শন করবে ফলে সবসময় কাজের কথা মাথায় থাকবে।

V Energy AdNotes ইন্সটল করার পর এক্সটেনশন ট্যাবে গিয়ে যেকোন নোট লেখা যাবে।

যদিও এটা শুধুমাত্র ছাত্রদের কথা ভেবে তৈরী কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন মত যেকোন কিছু মনে রাখতে সাহায্য পেতে। শুধুমাত্র ক্রোমের জন্য এই এক্সটেনশনটি ডাউনলোড করে নিন

Intently

যদি চান ওয়েবপেজের এড রিপ্লেস হয়ে সেখানে আপনাকে মোটিভেশনাল আর ইন্সপাইরেশনাল বিভিন্ন বাণী, ছবি এবং তথ্য প্রদর্শিত হোক তাহলে এই এক্সটেনশনটি আপনার জন্যই। ওয়েবপেজের এড ব্লক করে দিয়ে এটি সেই এডের স্থানে বিভিন্ন উৎসাহ মূলক বাক্যের ছবি প্রদর্শন করে থাকে।

অন্য এড ব্লকারগুলোর মত এটি নয়। এই এড ব্লকারটি একটু অন্যরকম। Intently ব্যবহার করতে হলে প্রথমে একটি একাউন্ট খুলে নিতে হবে তাদের ওয়েবসাইটে। এই এড ব্লকারটির রয়েছে দুটি ভার্সন, ফ্রী এবং প্রিমিয়াম। ফ্রী ভার্সনে ছবি পাবেন কম, একই ছবি ঘুরেফিরে দেখাবে অপরদিকে প্রিমিয়াম ভার্সনে হাজার হাজার ছবি দেখাবে এড এর স্থলে। ইচ্ছা করলে আপনি নিজেও বানিয়ে ফেলতে পারেন একটি ইন্সপাইরেশনাল ইমেজ এই এড ব্লকারটির মাধ্যমে।

একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন

Social Ads, Vintage Edition

পৃথিবীর সব ধরনের এড ব্লকার থেকে আলাদা এটি। মূলত এটা কোন এড ব্লকার নয়। এড সোয়াইপার বা পরিবর্তনকারী। Social Ads, Vintage Edition একটি এডকে পুরনো দিনের এড দিয়ে রিপ্লেস করে। অর্থাৎ, বর্তমানে থাকা কোন একটি ওয়েবপেজের এডকে সরিয়ে দিয়ে এটা সেই একই এডের অনেক পুরনো কোন ভার্সন শো করে।

যদি কখনো পুরনো দিনের স্বাদ পেতে ইচ্ছা করে থাকে তাহলে এটি ব্যবহার করে দেখতে পারেন। কিন্তু, এই এড সোয়াইপারটি বর্তমানে শুধুমাত্র ফেসবুক এ কর্মক্ষম। শুধুমাত্র ফেসবুকের ভেতর এটা কার্যকরী। তাই ফেসবুকের বাইরে আর কোথাও এর প্রভাব দেখতে পাবার আশা করবেন না।

এই এড ব্লকারগুলো মূল ধারার এড ব্লকার না হলেও ক্লার্যকরিতার দিক থেকে ভাল ভাল এড ব্লকারগুলোর থেকে এরাও কম যায় না। এই এড ব্লকারগুলো মূলত তাদের জন্য যারা ওয়েবপেজে খালি জায়গা দেখতে পছন্দ করেন না কিংবা হালকা বিনোদন খুঁজছেন এড হতে মুক্তি নিয়ে।

এই এড ব্লকারগুলো যেহেতু এখনও এতটা নির্ভরযোগ্য না তাই আপনি যদি সিরিয়াসলি এড ব্লকিং করতে চান তাহলে অবশ্যই ক্যাজুয়াল এড ব্লকার ব্যবহার করাই ভাল হবে।
ডাউনলোড করে নিন Social Ads, Vintage Edition

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। জানাতে ভুলবেন না টিউনটি কেমন লাগল। সেই সাথে অবশ্যই জানাবেন কোন ধরনের এড ব্লকার আপনি ব্যবহার করছেন/করবেন?

Level 2

আমি হাসিবুর ইসলাম নাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিষাদময় পৃথিবীতে আমি আনন্দ খুঁজে নিই সবকিছু থেকে। আর স্বপ্ন দেখি মহাকাশ ভেদ করে ভালোবাসা ছড়িয়ে দেবার। স্বপ্নচারী আমার স্বপ্নগুলোই বাঁচিয়ে রেখেছে আমাকে। হাত ধরে চলো স্বপ্ন দেখি একসাথে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

uBlock Origin ব্যবহার করি।