Gp and Banglalink free internet pc with dorid vpn 2017

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
পড়াশোনার ব্যাস্ততার কারণে টেকটিউনসে আসা হয় না।মাঝে মাঝে সময় পেলেই টেকটিউনসে আসি। আবার ও অনেক দিন পরে পিসি ফ্রিনেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি।লাস্ট অনেকদিন আগে ফ্রি নেট নিয়ে টিউন করেছিলাম। সময় হয় না পড়াশোনার ব্যাস্ততার কারনে,আর কোনো টিউনও করা হয় না।আজ নতুন একটা ট্রিক পেয়েছি যা থেকে আমরা ফ্রি নেট চালাতে পিসিতে।আমরা জিপিতে ফ্রি নেট চালাবো ভিপিএন দিয়ে।তবে, একটা প্রব্লেম সেইটা হলো লিমিটেশন।হ্যাঁ প্রতিদিন ১৫০ মেগাবাইট লিমিট। তবে লিমিট ব্রেক করার ও উপায় আছে। আমরা প্রথমে দেখব ফ্রি সার্ভার দিয়ে। জিপি পিসিতে ফ্রি নেট চালানোর জন্য আমাদের যেই ভিপিএন ডাউনলোড করতে হবে তার নাম  DroidVPN . আমাদের একটি একাউন্ট লাগবে প্রথমে আমরা একটি একাউন্ট ওপেন করবো।

তারপর আপনার নেট কানেক্ট করে Free server 3 ‍ও 5 সিলেক্ট করে আপনার DroidVpn এর ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে কানেক্ট করুন।
ব্যাস আমাদের কাজ শেষ।এখন ফ্রি নেট চালান। কাজ করলে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, সিমে টাকা বা মেগাবাইট না রাখাই ভালো।

আপনাদের সাড়া পেলে কীভাবে আনলিমিটেড ফ্রি নেট চালানো যায় তাহলে আজ রাতে টিউন করব।
ধন্যবাদ।

বিস্তারিত

 

Level New

আমি TECH VIDEO CREATORS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ইমরাম রানা,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।