DU Meter Full Version

undefined

আজ আমি আপনাদের সাথে যে সফটওয়্যার নিয়ে আলচনা করব সেটা হয়ত অনেকের পরিচিত। তারপর ও যারা নতুন তাদের জন্য কিছু লিখব। আর যারা পুরাতন ইউজার তাদের আমি বলছি এখানে ক্লিক করে নতুন ভারসন ডাউনলোড করতে। DU মিটার ইন্টারনেট ব্যবহার কারিদের জন্য ইন্টারনেট এর বিল হিসেব রাখার জন্য অসাধারন একটি সফটওয়্যার।

চলুন দেখা যাক যে DU মিটার দিয়ে আমরা কি কি সুবিধা পাব! (নতুন ব্যবহার কারিদের জন্য)

  • DU মিটার দিয়ে কত স্পিড এ ডাউনলোড ও আপলোড হচ্ছে তা সরাসরি দেখতে পাবেন।
  • DU মিটার দিয়ে প্রতিদিন কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।
  • DU মিটার দিয়ে সর্বমোট কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।
  • DU মিটার দিয়ে প্রতি ঘন্টায় কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।
  • DU মিটার দিয়ে প্রতি সপ্তাহে কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।
  • DU মিটার দিয়ে প্রতি মাসে কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।

DU মিটার এর রিপোর্ট এক্সপোর্ট (সংরক্ষন) করতে পারবেন।
যা যা টাইপ এ এক্সপোর্ট (সংরক্ষন ) করতে পারবেনঃ-

  • Microsoft Word (*.RTF)
  • Microsoft Excel (*.XLS)
  • Adobe Acrobat (*.PDF)
  • Hypertext (*.HTML)
  • Plain Text (Notepad) (*.TXT)
  • Extensible Markup Language (*.XML)
  • Comma-Separated Values (*.CVS)
-ঃডাউনলোডঃ-

এখানে ক্লিক করে ডাউনলোড করেনিন। (মনে রাখবেনঃ ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করার পর যে পেজটি পাবেন সেখানে উপরে দিকে Skip AD> তে ক্লিক করবেন)
এই সফটওয়্যার কোন প্রকার সিরিয়াল লাগবে না এটা ফুল ভারসন।

Level 0

আমি Md. Mijannur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks a lot dear.
May Allah bless U.

ভাই, সালাম, ফাইল ডাউনলোড হয় নাই, আবার লিঙ্ক ভালো করে দেই।পাইলে আমারকে ইমেইল করে দেই : [email protected]

Level 0

আমি এখানে আপলোড করে দিলাম IDM দিয়ে রেজিউম সহ ডাউনলোড করুন ।
http://www.6ybh-upload.com/8jzzt5awdhi3/DU_Meter_5.02_Build_3254.zip

    ভাই, সালাম, ধন্যবাদ ডাউনলোড করার জন্য।

    vai link ta kaj korcha na parla notun link daban

ডেড লিঙ্ক

DU Meter এর নতুন ভারসন DU.Meter.5.04.Build.3387 আর আপনার দেয়া DU Meter পুরাতন ভারসন । তাই নতুন ভারসন নিয়ে টিউন করলে ভাল হত । ধন্যবাদ

as per i know Microsoft Word’s file format extension is .doc not .RTF

vista তে ভালো ভাবে কাজ করে না।

Level 0

আপনারা কিছু মনে কইরেন আমি আবার লেটৈস্ট DU meter আপলোড করে দিলাম ।
এখানে -http://www.6ybh-upload.com/gu5k9r9qpww7/DU_meter_5.4_3387.rar
প্রথমে ফাইল টি unzip করুন ।
Install DUMeter-Install.exe. এবার টাস্ক ম্যানেজার থেকে DU মিটার off করুন তারপর ctrl+alt +del চেপে টাস্ক ম্যানেজার এ গিয়ে process থেকে DU meter বন্ধ করুন । এবার precrack ফাইল টি copy করুন। এবার installed folder (c ড্রাইভ এ ) গিয়ে ওটাকে overwrite করুন । এবার .reg তে ডবল ক্লিক করলেই কাজ খতম । তারপর ও আমি ইংরেজি instruction লিখটা দিয়ে দিলাম ।

(MAKE SURE DU METER AND IT’S SERVICE
IS NOT RUNNING, kill the service (DUMeterSvc.exe) with
taskmanager. After installation (DO NOT REBOOT) copy precracked
exes from the Crack folder into DU Meter’s installed folder
making sure to overwrite the existing files. Next import
Registration.reg into your registry by double clicking the file
You now have a fully registered version of DU Meter! Reboot your
pc if required.)

খুজছিলাম, পাইলাম, ধন্যবাদ ।

THNXX……..