Torrent এবং BDIX নিয়ে কিছু কথা

টরেন্ট  এবং BDIX নিয়ে অনেকের ভুল ধারনা আছে, আজকে একটি জায়গায় একটি  সাইটের লিঙ্ক টিউন  দেখলাম। টিউনটি একজন টিউমেন্ট করেছেন। সাইটটি BDIX (Bangladesh internet Exchange) Connected কি’না। উত্তরে দেখলাম  হা,  সাথে আবার টিউমেন্ট করা। আপনার BDIX স্পীড থাকলে আপনি BDIX স্পীড পাবেন।

উপরে ২য় কথাটি সত্য হলেও ১ম কথাটা মানা যায় না।

Direct Download / Torrent এ দুটার মাঝে অনেক তফাৎ আছে। Direct Download ব্যাপারে সবাই জানে। বাংলাদেশে অনেক এরকম সাইট আছে। এর মাঝে দরিদ্র সব থেকে পপুলার। কিন্তু দুঃখের বেপার এখন তাদের আর তেমন আপডেট পাইনা।

টরেন্ট সাইট হলে P2P Sharing. মানে হল Peer  2 Peer..আর এই P2P শেয়ারিং  করতে টরেন্ট ট্র্যাকার হেল্প করে। যদিও ফাইলটি বা মুভি/ সফটওয়্যার সাইটে থাকে না। তাই একটু লক্ষ করলে দেখবেন। সব সাইটেই Disclaimer থাকে।

টরেন্ট সাইটে Seed, Leecher  খুব গুরুত্তপূর্ণ বেপার। টরেন্ট সাইটে এই দুটা না জানলে। Private Tracker  গুলতে আপনি Ratio Maintain করতে পারবেন না।এবং বলবেন সাইটে স্পীড নাই। সাইট ভালনা। গুগল করে হলেও এগুলো সম্পর্কে একটু জেনে নিন।

ধরুন আপনি একটু ফাইল ডাউনলোড শেষ করছেন। এবং ঐ ফাইলটা সীদ হচ্ছে। এবং অপরজন ঐ ফাইলটি ডাউনলোড দিল। সে ক্ষেত্রে আপনার পিসি যদি রেয়াল আইপি হয় বা ঐ ডাউনলোডারের যদি রিয়াল আইপি হয় তবে সহজেই Connect  হবে। এবং ডাউনলোড শুরু হবে। এবং Seeder কাছে থেকে আপলোড হবে।দু জনের ISP  যদি Bdix Connected থেকে। তবে তারা bdix Speed পাবেন। তাই ডাউনলোড বা আপলোডের জন্য হলেই রিয়াল আইপি থাকা জরুরি।

হা অনেক লোকাল টরেন্ট সাইট আছে। যেমনঃ Torrent 5, DhakaTorrent, Mirpur Torrent এগুলো ISP .

এগুলোতে ঐ ISP ইউজার ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারে না। এবং Seeder/ Leecher একই ISp Use হওয়ায় স্পীড একটু বেশি থাকে। কিন্তু Internation টররেন্ত সাইটের মত লোকাল টরেন্টগুলী আপডেটেড নয়।

বাংলাদেশি কয়েকটি টরেন্ট সাইটঃ

Deshihd.com   (Signup Open)

Crazyhd.com    (Invite Open)

TorrentBD.com   (Invite Open)

Level 2

আমি মোহাম্মাদ আশরাফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় মোহাম্মাদ আশরাফুল,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।