১ এমবিপিএস ব্যান্ডউইথের দাম এখন ১২০০০ টাকা

bandwidth

BTRC (www.btrc.gov.bd)  এর ওয়েবসাইট থেকে জানা গেছে যে ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে। প্রতি ১ MBPS ব্যান্ডউইথের দাম এখন মাত্র ১২০০০ টাকা। যার দাম আগে ছিল ১৮০০০ টাকা। যা কার্যকর হয়েছে ১/১/২০১১ থেকে।

http://www.btrc.gov.bd/notices/notice_of_internet_bandwidth_price_reduction.pdf

এই লিঙ্ক এ দেখুন নোটিশ টি।

আশা করি এবার ইন্টারনেট এর খরচ কমবে।

Level 0

আমি faiyaz26। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 106 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি IT এর চরম ভক্ত। আমি NSU এ CSE তে পরি।and I LOVE PROGRAMMING>>>>...:)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।ওরা আর কত জ্বালাবে।মাসের শেষ তাও কোনো খেয়ালই নাই।

    আর কত জ্বালাবে আর কত পোড়াবে, জ্বালানোর শেষ কি নাই ??????????????

    হা হা…………
    খেয়াল কি ভাবে থাকবে বলুন।টাকার কাছে সব চুপ।
    খেয়াল করলেই সব শেষ।
    মাসের শেষ, তাতে কি বচ্ছর তে শেষনা।
    ২০১২ আসুক তার পর চিন্ত করবে নেটএর দাদারা !

    *******খেয়াল কেউ করবেন।*******
    *******খেয়াল করিয়ে দিন!*********

আমরা ত এখনও এর ফাইদা পাইতেছিনা

কবে যে ৫০০টাকায় আসবো??

হিসাবটা আমি বুঝি না।

আশা করি ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে। তা না হলে মেজাজ…

হবেনা ভাই কখনও কার্যকর হবে না । দিন দিন service আরও খারাপ হবে বিল ঠিক ই বারবে 🙁

Chorom sotto kotha boyzx shakil bhai.ason amra sobai mele isp der kan jala pala kore fele.ete jodi dam komai

কবে যে আমার ১০ জিবি লিমিট ৩০ জিবি হবে!

Level 0

দাম কমলেও কোন লাভ নাই , আমরা কোনদিন সুবিধা পাব না। আমরা বাসায় ইন্টারনেট ব্যবহার করি ১২৮ কেবিপিএস আর বলি Broadband use করছি আরে ভাই এটা Broadband না এটা হলো Narrow band.

Level 0

আমি আরেকটু সহজ করে বলছি , মনে করুন ব্যান্ডউইথ হলো রাস্তা টি কতটুকু চওরা আছে এটি নির্দেশ করে.
মানিক মিয়া এভিনিউ যতটুকু চওরা আছে, ধানমন্ডির সাত মসজিদ রাস্তা কিন্তু তত চওরা নয়.
এক এমবিপিএস মানে হলো, নির্দিষ্ট সময়ের যে কোনো সেকেন্ড এ আপনি এক এমবিপিএস গতি তে ব্রাউসিং করতেসেন. ,
এটি আপনার কানেকসন স্পিড.
আপলোড কিম্বা ডাউনলোড স্পিড না., সাধারণত কানেকসন স্পিড এর ১/৩ ধরে নেয়া যায়.