মডেম এবং রাউটারের মধ্যকার পার্থক্য, কিভাবে মডেম এবং রাউটার কাজ করে।

আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে রাউটার এবং মডেম দুটো জিনিসের পৃথক পৃথক কাজে ব্যবহারিত হয়।
জেনে থাকলেও হয়তো এটা জানেন না যে আসলে এই দুইটি জিনিস কিভাবে কাজ করে, আর অনেকেই হয়তো নাম চেনা চিনে থাকলেও  আসলে জানেন না এই দুই জিনিসের কাজটা কি আসলে ?

সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউনে, আজকের টিউনে আমি আলোচনা করবো রাউটার এবং মডেমের পার্থক্য এই দুইটি জিনিস কি কাজে ব্যবহারিত হয় সে সম্পর্কে, তাইলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মুল আলোচনায় চলে যাই।

বন্ধুরা আপনারা যারা রাউটার কি জিনিস চিনে থাকেন কিন্তু রাউটার আর মডেম কি তার মধ্যকার পার্থক্য বুঝতে পারেন না তার মুল কারণ হচ্ছে বর্তমান সময়ের আপডেটেড রাউটারগুলো একসাথে অনেক কাজ করতে সক্ষম,তাই আমাদের মনে হয় আমাদের ইন্টারনেট ব্যবহারের জন্যে এই একটি জিনিসই ব্যবহার হচ্ছে রাউটারের মাধ্যমেই ইন্টারনেট কানেকশন পাচ্ছি আমরা।

 

কারণ বর্তমান সময়ের রাউটারের মাধ্যমে আমরা প্রায় সব রকমের সুবিধা পেতে পারে যার কারণে আমাদের মনে হতে পারে আসলে রাউটারই হচ্ছে সব অন্য কোনো জিনিসের কোনো দরকার নেই ইন্টারনেট ব্যবহার করার জন্যে।
এর কারণ হচ্ছে বর্তমান সময়ের রাউটারগুলোর সাহায্যে আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারি, ইন্টারনেট অন্য ডিভাইসের সাথে শেয়ার করতেও সাহায্য করে, সুইচের কাজেও ব্যবহারিত হয় এবং মডেমও রয়েছে এই রাউটারের মাধ্যমে যার কারণে আমরা মনে করি যে এই একটি ডিভাইসের মাধ্যমেও আমাদের ইন্টারনেট সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে সব একাই সম্পন্ন করে।

কিন্তু বন্ধুরা আপনারা যারা এই ধারনা পোষন করেন তাদের বলছি এটা সম্পুর্ন একটি ভুল ধারনা, মডেম এক ধরনের ডিভাইস এবং রাউটার সম্পুর্ন আলাদা কাজের একটি ডিভাইস। আপনারা যারা অনেক আগে থেকে ইন্টারনেট ব্যবহার করেন তারা অবশ্যই জেনে থাকবেন মডেম এবং রাউটার হচ্ছে সম্পুর্ন আলাদা দুইটি ডিভাইস, কিন্তু বর্তমান সময়ের যে রাউটারগুলো পাওয়া যায় যেগুলোতে বলা যায় এক এর ভিতরে দুই, একটি ডিভাইসের দুই ধরনের সার্ভিস পাওয়া যায়, মডেম আর রাউটারের যুগলবন্দি বলা যেতে পারে একে।

মডেম

 

বন্ধুরা মডেমের কাজটি হচ্ছে একদম সাধারন, মডেম সাধারনত ইন্টারনেট কানেকশন মডিফাই করে এবং নিয়ন্ত্রন করে এছাড়াও ক্যারিয়ার থেকে আসা অর্থাৎ আপনি "গ" সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকলে মডেম সে গ সিমের নেটওয়ার্ক থেকে আসা সিগন্যালকে আলাদা করে আপনাকে ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে সাহায্য করে।

 

আপনি যে কম্পিউটার ডিভাইসটি আছে সেটা শুধুমাত্র ডিজিটাল সিগন্যাল সমুহ বুঝতে পারে, আর এই মডেম হচ্ছে একটি ডিভাইস যা কম্পিউটারের সাথে সংযুক্ত করলে মডেম ডিজিটাল এবং এনালগ সিগন্যাল গুলোর সংযোগ ঘটাতে একটি ব্রিজ হিসেবে কাজ করে।

যখন আপনি আপনার ডিভাইস থেকে কোনো ওয়েবসাইট ভিজিট করার জন্যে ব্রাউজারে এড্রেস লিখে, গো বা এন্টারবাটনে প্রেস করেন তখন আপনার পিসি থেকে ডিজিনাল সিগন্যাল প্রেরণ হয় আপনি যে সার্ভারের সাথে আপনার পিসি'র মাধ্যমে সংযুক্ত হতে চাচ্ছেন তার উদ্দেশ্যে।

এখানেই হচ্ছে মডেমের কাজ আপনার পিসি থেকে যে ডিজিট্যাল সিগনাল প্রেরন করছেন মডেম সেই সিগন্যাল কে এনালগে পরিবর্তন করবে এবং আপনি যে সিম বা ব্রডব্যান্ড যে ধরনের ইন্টারনেট ব্যবহার করছেন তার মাধ্যমে এই এনালগ সিগন্যালটি আপনার কাঙ্খিত সার্ভারে প্রেরন করবো এবং আপনি যে ডাটা দেখার রিকুয়েস্ট করেছেন সেই ডাটাটি এনালগ আকারে আপনার ইন্টারনেট কেরিয়ারের মাধ্যমে এনালগ আকারে আসবে এবং মডেম সেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে আপনার রিকুয়েস্টকৃত ডাটা আপনি আপনার ডিভাইস দেখতে পাবেন।

রাউটার

 

মডেম থেকে রাউটারের কাজ সম্পুর্ন আলাদা, রাউটারের কাজ হচ্ছে সিগন্যালকে রাউট বা একস্থান থেকে অন্য আরেকটি নির্দিষ্ট স্থানের সাথে সংযোগ করা।

একটি সময় ছিলো যখন হয়তো যে কারো ঘরে একটি কম্পিউটারের বেশি কিছু থাকতো ইন্টারনেট ব্যবহার করার মতো ডিভাইস, কারণ তখন স্মার্ট ফোনের এতটা চলন ছিলো না,স্মার্ট ফোন পাওয়া যেতো না, ওয়াইফাই ব্যবহার করা যেতো না। এই ধরনের নানান সমস্যা।

কিন্তু বর্তমান সময়ে স্মার্ট ফোনের সহজলভ্যতা, ইন্টারনেট টেকনোলোজি অনেক এডভ্যান্স পর্যায়ের হওয়া যাওয়াই প্রত্যেকের ঘরে এক বা একাধিক ইন্টারনেট ব্যবহার করা যায় এমন ডিভাইস পাওয়া যায়। আর রাউটার হচ্ছে এই একটি ডিভাইস যা মডেমের সিগন্যালটা কে সঠিকভাবে আপনার ইন্টারনেট ব্যবহার করতে চাওয়া ডিভাইসগুলোর মধ্যে মডেম থেকে যে সিগন্যাল গুলো আসছে তা বন্টন করবে।

 

রাউটার দুই ধরনের হতে পারে সাধারনত ওয়ারলেস রাউটার বা তার ছাড়া রাউটার ওয়ারড রাউটার বা তার সংযুক্ত আছে এমন রাউটার।

বর্তমান সময়ে ওয়ারলেস রাউটারের সংখ্যায় বেশি দেখতে পাওয়া যায়। তবে রাউটারের মুল কাজ হচ্ছে মডেম থেকে প্রাপ্ত ইন্টারনেট সিগন্যালকে যথাযথ উপায়ে আপনার রাউটারের সাথে কানেক্টেড থাকা ডিভাইসগুলোর মধ্যে বন্টন করে। ধরুন আপনি আপনার মোবাইল থেকে ভিজিট করলেন গুগল ডট কম, কিন্তু দেখা যাচ্ছে গুগল ডট কম ওপেন হয়ে গেলো আপনার ল্যাপটপে বা আপনি ল্যাপটপ থেকে ফেইসবুক ডট কম ভিজিট করলেন সেটা ওপেন হয়ে গেলো আপনার মোবাইলের ব্রাউজারে।
রাউটারের কাজ হচ্ছে আপনার মডেম থেকে আসা সিগন্যালগুলো বিভিন্ন চ্যানেলে ভাগ করে সঠিকভাবে আপনার ডিভাইসগুলোর মধ্যে বন্টন করা সেটা হতে পারা আপনার মোবাইল,পিসি,ল্যাপটপ, বা গেইম কনসোল বা ইন্টারনেট ব্যবহার করা যায় এমন অন্য কোনো ডিভাইস।

প্রত্যেকটি ডিভাইসের একটি আলাদা আলাদা লোকাল আইপি থাকে রাউটিং সিগন্যালগুলো কিভাবে কাজ করবে, আপনার মডেম থেকে প্রেরিত সিগন্যাল কোথায় যাবে কোথায় আসবে আপনার রিকুয়েস্টের মাধ্যমে প্রাপ্ত সিগন্যালের ডাটা এসব কিছুর সম্বনয় করাই হচ্ছে রাউটারের মুল কাজ।

মডেম আর রাউটারের মধ্যকার পার্থক্যগুলো একদমই সাধারন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনার মুল্যবান সময় দিয়ে এই টিউনটি পড়ার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ। আশা করি টিউনটি আপনাদের কাজে লেগেছে আর আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন।

টিউনটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন টিউনমেন্টের মাধ্যমে এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে টিউনটি আরো কিভাবে ভালো হতে পারতো সেই বিষয়ে কোনো পরামর্শ থাকলে প্লিজ প্লিজ আমাকে জানান টিউনমেন্টের মাধ্যমে। আপনার ফেইসবুক প্রোফাইলে শেয়ার করতে পারেন এই টিউনটি হয়তো অনেকেরই কাজে আসবে কারণ জ্ঞান বিষয়টি যত বন্টন করবেন ততই নিজের মধ্যেও বৃদ্ধি পাবে বলে গুরুজনদের মুখে একটা কথা শুনতে পাওয়া যায়।
সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন এই কামনা করছি আগামী টিউন করার আগ পর্যন্ত বিদায় চেয়ে নিচ্ছি, খোদা হাফেয।

Level 0

আমি ফারহান সাদিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।