১০০ টি কমন ইংরেজি ডায়লগ, কথা বলতে যেগুলো প্রায়ই ব্যবহার হয় (পর্ব-১)

বন্ধুরা, ইংরেজিতে স্মার্টভাবে কথা বলতে ১০০টি কমন ইংরেজি ডায়লগ শেয়ার করলাম। ভাল লাগলে পরবর্তী পর্ব দিব ইনশাল্লাহ। টিউমেন্টস আশা করছি।

আরো কিছু ইংরেজি ডায়লগ দিলাম, টিউমেন্ট করবেন আশা করি

There is nothing wrong with you. - তোমাকে নিয়ে কোন সমস্যা নেই।

There is nothing left to lose. - হারানোর কিছু বাকি নেই।

There is nothing we can discuss about. - এমন কিছু নেই যেটা সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি।

There is nothing he can play.- সে কিছুই খেলতে পারেনা।

There is nothing we can wait for. - এমন কিছু নেই যার জন্য আমরা অপেক্ষা করতে পারি।

There is nothing she can cook. - সে কিছুই রান্না করতে পারেনা।

How often do you exercise? - তুমি কতদিন পর পর ব্যায়াম কর।

How often do you go to doctor for checkup? - তুমি চেকআপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও?

How often do you visit to your parents? - তুমি কতদিন পর পর তোমার মা-বাবার সাথে দেখা কর?

How often do you change your password? - তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন কর?

How often do you need facial? - কতদিন পর পর তোমার ফেসিয়াল করা প্রয়োজন হয়?

How often do you water in flower garden? - কতদিন পর পর তুমি ফুল বাগানে পানি দাও?

 

He was supposed to come to the market – তার মার্কেটে আসার কথা ছিল।

I was supposed to meet to her – আমার তার সঙ্গে দেখা করার কথা ছিল।

You're supposed to keep that secret. – তোমার তো এই গোপনীয়তা বজায় রাখার কথা।
It's not supposed to be here. – এখানে এটা থাকার কথা নয়।

You were supposed to phone me. – তোমার আমাকে ফোন করার কথা ছিল।
You are supposed to invite all your friends. –  তোমার সব বন্ধুকে দাওয়াত দেওয়ার কথা।
You are supposed to decide before next Thursday. – পরবর্তী বৃহস্পতিবারের আগেই

তোমার সিদ্ধান্ত নেওয়ার কথা।

 

 

Level 0

আমি সাব্বির ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস