
জিপি দিন দিন যা শুরু করসে তাতে
আমাদের অনেকেই এখন নেট এ বেশি
আসতে পারি না।
আজকের টিউন টায় আপনাদের
কিছুটা উপকার হতে পারে বলে আমি
মনে করি।
ইদানিং জিপি একটা অফার দিসে
যে নির্দিষ্ট পরিমান কথা বলার
(কারো ১ মিনিট কারো ২ মিনিট
কারো ৬ মিনিট) পর প্রতি ১ মিনিট
কথা বললে ১ এমবি বোনাস দিবে।
ত আমরা এটাকেই কাজে লাগিয়ে
এবং একটু পরিশ্রম করে আনলিমিটেড
এমবি নিয়ে নিতে পারি।
১. প্রথমে দেখে নিন আপনার টার্গেট
কত মিনিট। দেখতে ডায়াল করুন
*৯৯৯*২#(অফার ও চালু হয়ে যাবে।)
২. এরপর মোবাইলে এ রিচার্জ করুন
২৯(মেয়াদ ৩ দিন)/৭৯(মেয়াদ ৩০ দিন)
টাকা। তাহলে ১ পয়সা পালস পাবেন।
৩. তারপর আপনার টার্গেট অনুযায়ী
১,২,৪ অথবা ৬ (যার যা টার্গেট)
মিনিট কথা বলুন।
৪. তারপর সাথে আরেকটা মোবাইল
নিন এবং অই মোবাইল টায় ফোন দিন
(যে নাম্বার এ এমবি নিবেন সে
নাম্বার থেকে) আর প্রতি বার কল
দিয়ে রিসিভ করে ১ সেকেন্ড পরেই
কেটে দিন বাস্ পেয়ে যাবেন ১
এমবি। এভাবে করে আপনি ১ টাকায়
১০০ এমবি এর মত পেয়ে যাবেন। ১০
টাকায় ১ জিবি! মানে ইচ্ছে মত!
এভাবে নিয়ে নিতে পারবেন যত
খুশি তত। জাস্ট একটু পরিশ্রম করতে হবে
আরকি। এছাড়া আর কোনো ভাল
অফার নাই এখন।
আর ভাই যদি কোন ভুল করে থাকি তাহলে দয়াকরে ক্ষমা করে দিয়েন 😉
কাজ করলে ধন্যবাদ দিতে ভুলবেননা 🙂
আমি রাশেদুজ্জামান প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good boy// but the author khow everything about technology just ask me what your need :)
mb meyad barano jabe kina seta bolen