ব্যানার তৈরি করুন কোন SOFTWERE ছাড়া নিজের অভিজ্ঞতায় (মিনি টিঊন)

>৭৮৬<

আস-সালমু আলাইকুম ওয়া--

ব্যানা তৈরি করুন কোন SOFTWERE ছাড়া

এতদিন আম সব COPY PASTE দিতাম । এখন আমি যা পারি তাই দেব । ব্যানার তৈরি করুন কোন SOFTWERE ছাড়া । কেউ যদি আগে POST কর তাহলে SORRY । তাহলে

শুরু করা যাক -

MICROSOFT FRONTPAGE আগে থাকল তো ভালই না হল INSTALL করে নিন ।

প্রথম BLOGGER এ গিয়ে sign in করুন। না থাকলে REGISTER করুন ।

1.এক সাইড দিয়ে MICROSOFT FRONTPAGE খুলে রাখুন।

2.আপনার BLOGGER এ যান এবং নতুন POST দেন ।

  1. 3.  এখন IMAGE upload করুন

    4. UPLOAD হলে image এ CLICK করে link দেন

    5. Link দেয়া হলে PUBLISH POST এ ক্লিক করুন ।

6.এরপর IMAGE টি COPY করুন webblog থেকে

7.এরপর MICROSOFT FRONTPAGE এ গিয়ে PASTE করে দিন ।

8.এরপর আবার image এ CLICK করে উপরে insert hyperlink এ CLICK করে link দেন

9.এরপর HTML এ যান ।

10.এরপর  HTML টি COPY করুন ।

11. এরপর side বারে এটি paste করুন আপনার সাইডবারে

এরপর দেখুন আপনার webblog এ TECHTUNES এর banner এসেছে

Level 0

আমি বিদু্ৎ (BIDDUT)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব চমৎকার টিউন ।

he he he …..darun hoisa 🙂

সাবাস অতি চমৎকার, আপনার ওয়েব সাইট টা ও অতূলনীয়- আমাদের মত করে বুঝার এমন সাইট ্ইন্টারনেট এ খুবই কম। ধন্যবাদ

ভাই অনেক ভাল হয়েছে। আপনি কি ছবি গুলো ক্যামেরা দিয়ে তুলেছেন? খুবই কষ্ট করেছেন। স্ক্রিনশট নেবার জন্য কিছু সফটোয়্যার আছে। এগুলো ব্যবহার করে খুব সহজেই কাজটি করতে পারেন।

    নাফিউর ভাই ধন্যবাদ। ছবি মোবাইলে তোলা–টিউনটি করাই সফটওয়ার ছাড়া ব্যনার তৈরী।

সফটওয়ার তো ব্যভার করেছেন। MICROSOFT FRONTPAGE

ছবিগুলো কেমরা দিয়ে তুলেছেন তাই টিউনটিকে কেমন কেমন লাগছে।
আপনি এক কাজ করতে পারেন আপনার কিবোর্ডে ডান পাশের সবচেয়ে উপরে দেখুন Prt Sc SysRq নামের একটি বাটন পাবেন। এইটা দিয়ে স্কিনশর্ট নিতে হয়। যদি কোনখানের ইস্কিনশর্ট নেওয়ার প্রয়োজন হয় তাহলে কিবোর্ডের ওই বাটনটি টিপে পেইন্ট -এ গিয়ে পেস্ট করুন। তাপর সেভ করুন। তাইলেই ক্যমরার ঝামলা থেকে বাচবেন।

অনেক সুন্দর টিউন,
যদিও স্ক্রিশট গুলা ঘোলাটে হওয়াতে টিউনের সুন্দর্যের একটু বেঘাত হয়েছে।
আশা করি সামনে এইগুলুর দিকে খেয়াল রাখবেন।
ধন্যবাদ টিউনের জন্য।

স্ক্রীনশট তুলতে জানোনা কিন্তু তার পরও তোমার টিউন করার আগ্রহে দেখে খুবই ভালো লাগলো। টেকটিউনস এর প্রতি তোমার ভালোবাসা এখানেই পরিস্কার ধরা পড়ছে তা না হলে কী আর এত কষ্ট করে ক্যামেরা দিয়ে ছবি তুলতে? দারুন। এগিয়ে যাও এবং সবাইকে প্রযুক্তির সুরে মাতিয়ে দাও।

    আর একটা কথা কখনোই সালামকে অপরিপূর্ণ রাখবে না। হয় শুধু আসসালমু আলাইকুম না হয় পুরো সালামই দেবে। আশা করি পরবর্তীতে এসব বিষয়ে খেয়াল রাখবে। ধন্যবাদ।

    ধন্যবাদ আপনাকেও

দেখি …কাজ করলে A+

মেহেদী ভাই শরম দিলেন ! ধন্যবাদ ।