বাসা বা অফিসকে তৈরি করুন ওয়াইফাই অঞ্চল

এখন অনেকেই অফিস বা বাসায় উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করেন। আপনি ইচ্ছে করলেই সেই ইন্টারনেট সংযোগ দিয়ে বাসা বা অফিসকে ওয়াইফাই অঞ্চল বা জোন করে নিয়ে আপনার স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে সহজে তারবিহীন ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

এজন্য আপনার কম্পিউটারে থাকতে হবে মাইক্রোসফট উইন্ডোজ-৭ অপারেটিং সিস্টেম। ৭-অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারে প্রথমে Start থেকে কন্ট্রোল প্যানেলে যান। এখানে Network and Sharing Center-এ ক্লিক করে নিচের চারটি অপশন থেকে Set up a New Connection or Network-এ ক্লিক করুন। যদি কাজটি ল্যাপটপ কম্পিউটারে করা হয় তবে শেষের Set up a wirless ad hoc (Computer-to-Computer) Network Select করে ক্লিক করতে হবে। এরপর যে উইন্ডোটি আসবে সেখানে নেটওয়ার্ক বক্সে যেকোনো একটি নাম যেটি ওয়াইফাই নেটওয়ার্ক নেম হিসেবে ব্যবহৃত হবে সেটি লিখুন। এ ক্ষেত্রে Security Type-এ চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। না চাইলে No authentication (Open) নির্বাচন করে Save this network বক্সে ক্লিক করে Next করুন।

কিছুক্ষন সময় নেওয়ার পর যে উইন্ডো আসবে সেখানে Turn on Internet Connection Sharing ক্লিক করে Close করুন। এবার মেনু বারের ডান দিকের Pop up Menu থেকে নেটওয়ার্কে ক্লিক করলে আপনার দেওয়া নামের নেটওয়ার্ক দেখাবে। সেখানে Connect-এ ক্লিক করলে Connected লেখাটি দেখাবে। এরপরই আপনি আপনার ওয়াইফাই জোন ব্যবহার করতে পারবেন। স্মার্টফোন বা অন্য কোন যন্ত্রে। তবে জেনে রাখা ভাল, কেউ কম্পিউটারে এ কাজটি করতে চাইলে সেক্ষেত্রে আগে ওয়াইফাই যন্ত্র লাগবে।

Level 2

আমি মুসলিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আকাঙ্ক্ষা শুধুই নতুন কিছু করার!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস