সরাসরি ইন্টরনেট থেকে গুগল-ড্রাইভে ফাইল আপলোড করুন।

সরাসরি ইন্টরনেট থেকে গুগল-ড্রাইভে ফাইল আপলোড করুন।

আমাদের অনেক সময় প্রয়োজন হয় নেট থেকে সরাসরি ডাউনলোড না করে নিজেদের স্টরে ফাইল আপলোড করার। অথবা আমরা যদি কোন ফাইল আপলোড করতে চাই তাহলে প্রথমে ডাউনলোক করে আপলোড করতে হয়। কিন্তু নিচের প্রদ্ধতিতে আমরা সরাসরি ফাইল আপলোড করতে পারি। এত করে সময়,নেট ব্যালেঞ্চ, এবং স্টোরেজ সবই বাচবে।

১. প্রথমে http://ctrlq.org/save/ এ ক্লিক করুন। নিচের মত একটি পেজ আসবে।


২. এখানে আপনার ই-মেইল দিয়ে সাইন ইন করুন। (আগে থেকে গুগলে সাইন ইন করা থাকলে ক্লিক করলেই সাইন ইন হয়ে যাবে।)

৩. সাইন ইন করলে নিচের মত একটি পেজ আসবে। (ব্রাউজার ভেদে আগে পরে হতে পারে।)

৪.  A. তে URL দিতে হবে। (আপনি যে ফাইলটি আপনার স্টোরে আপলোড করতে চান সে ফাইল টি র লিংক টি দিতে হবে। নিচের উদাহরনটি দেখুন।
৫.  আর B থেকে আপনার গুগল ড্রেইভটি সিলেক্ট করুন। (এখান থেকে আরো কয়েকটি ড্রাইভে ফাইল আপলোড করা যায়।)

6. এবার আপলোড বাটনে ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন আর আপনার ই-মেইল সনাক্ত করতে বলবে।

৭. এবার আপনার গুগল ড্রাইভ শো করবে। (একেবারে আপনার পিসির ড্রাইভের মত।) যেখানে রাখতে চান সিলেক্ট করুন। তারপর সেভ বাটনে ক্লিক করলেই ফাইল আপলোড হওয়া শুরু করবে। নিচের চিত্র দেখুন .

এবার আপনার ড্রাইভে গিয়ে দেখেন তা সেভ হয়ে গেছে।

 

 

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র -
নানান ভাবে নতুন কিছু শিখছি দিবারাত্র।।

Level 0

আমি রিয়াজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন কিছু শিখছি দিবারাত্র ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কজের টিউন করেছেন, ধন্যবাদ

ভালো লাগল। কাজে আসবে

Level 0

এটা আরো আগেই ব্যবহার করেছি।সব সাইট থেকে এভাবে গুগল ড্রাইভে ট্রান্সফার হয়না বিশেষ করে বড় বড় ফাইল।গুগল ড্রাইভে বা আরো কয়েকটা অনলাইন ষ্টোরেজে ফাইল ট্রান্সফার করতে হলে অন্য ব্যবস্থা আছে।

    ভাই অন্য ব্যবস্থাটা কি ? একটু শেয়ার করেন প্লিস !

আমিও সবাইকে ধন্যবাদ জানাই । আপনারা কমেন্ট করে আমাকে উৎসাহ দেয়ার জন্য…
.
আর হা m0bst3r ভাই প্রতিটা ব্যাপারে কিছুটা সীমাবদ্ধতা থাকে । যেহেতু আপনি এর থেকেও ভাল কোন ইনফরমেশন জানেন তাহলে আমাদের সাথেও শেয়ার করেন, আমরা তো এখানে কেউ শিখতে আর কেউ শিখাতে ই এসেছি তাই না ?

আমি আমার সাধ্য মত চেষ্টা করেছি এবার এবার আপনার পালা ।..

প্রবাদ বা বাণি-

”প্রয়োজনই আবিষ্কারের হেতু”
“সত্যকে খুজতে থাক, সত্য ই তোমাকে ( ঝামেলা থেকে ) মুক্ত করবে “