কোন রকম জামেলা ছাড়াই মাত্র দুই Click এ বাহির করুন যেকোন SOFTWARE এর SERIAL KEY :D অনেক গুলো পদ্ধতি থেকে বেছে নিন আপনার টি

আসসালামু আলাইকুম। কেমন আসেন সবাই, নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোন জামেলা ছাড়াই যেকোন SOFTWARE এর SERIAL KEY বাহির করা যায়।

এ বিষয়ে যদি এর আগে টেকটিউনস তে কোন টিউন হয়ে থাকে তাহলে টিউমেন্ট এ জানাবেন তাহলে আমি আমার টিউনটা সরিয়ে নিব। আর যদি টিউন টা পড়ে একটুও উপকৃত হয়েছেন মনে হয় তাহলে অবশ্যই জানাবেন। আপনাদের একটা ভালো টিউমেন্ট ভবিষ্যতে আরো টিউটোরিয়াল লেখার আগ্রহ যোগাবে।

তাহলে এবার বেশি কথা না বলে কাজের কথাই আসি >>>>>>>>>>>>>>>>

১. SERIAL KEY খুঁজার জন্য যে WEBSITE টি আমার কাছে বেশি ভালো লাগে তা হলো >> serials.ws

 

প্রথমে WEBSITE টিতে প্রবেশ করুন। নিচের ছবির মত আসবে—

তারপর Search Box এ আপনার প্রয়োজনীয় SOFTWARE এর নাম লিখে Search করুন।

 

এখন Mouse pointer scroll করে নিচের দিকে SERIAL এর নিচে ভালো Rating দেখে Link এ Click করুন। বুঝতে সমস্যা হলে নিচের ছবিতে লক্ষ্য করুন 🙄

এর পর নতুন একটা পাতা আসবে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় SOFTWARE এর SERIAL KEY দেখতে পাবেন। এখন SERIAL KEY টা কপি করে রেখে দিন প্রয়োজনে ব্যবহারের জন্য।

 

২. SERIAL KEY খুঁজার জন্য আমার পছন্দের ২য় স্থানে রয়েছে GOOGLE মামা।

SERIAL KEY খুঁজার জন্য প্রথমে GOOGLE মামার Search Box এ আপনার প্রয়োজনীয় SOFTWARE এর নাম লিখে একটা স্পেস দিয়ে 94fbr লিখে Search করুন।

তারপর নিচের ছবির মত আপনি আপনার SOFTWARE এর SERIAL KEY পেয়ে যাবেন।

আরো বিস্তারিত জানার জন্য নিচের ছবিতে লক্ষ্য করুন। 🙄

৩. এরপর ৩য় স্থানে রয়েছে You Serials

প্রথমে WEBSITE টিতে প্রবেশ করুন। উপরের ছবির মত আসবে—

 

তারপর Search Box এ আপনার প্রয়োজনীয় SOFTWARE এর নাম লিখে Search করুন। উপরের ছবির মত >>

তারপর উপরের ছবির মত যেকোন একটিতে Click করুন।

 

তারপর উপরের ছবির মত Click করলেই নিচের ছবির মত আপনার কাঙ্খিত SOFTWARE এর SERIAL KEY দেখতে পাবেন।

এছাড়া নিচের Link এ Click করেও আপনার SOFTWARE এর SERIAL KEY পেতে পারেন অনায়াসে।

৪. Unlimited Serials

৫. Serial Coded

৬. Super Serials

৭. Serial Portal

আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার টিউটোরিয়াল টা দেখার জন্য টেকটিউনস পরিবারের সকল সদশ্যদের ধন্যবাদ জানায়।

আর আপনাদের মূল্যবান টিউমেন্টের জন্য আপেক্ষায় রইলাম।

আল্লাহ হাফেজ

Level 0

আমি রাকিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস