গ্রামীনফোনের আনলিমিটেডে ৫ গিগা শেষ হলেও নেট চালান ফুল স্পিডে…

আমি গ্রামীনফোন পোস্টপেইড সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি। স্পিড ভালই পাই,( ১৫-২৫,২৭)। আনলিমিটেড ইউস করতাম ১০০০ টাকা দিয়ে। এখন আগের মত আনলিমিটেড নেই। ৫ জিবি শেষ হয়ে গেলে স্পিড কমিয়ে ১-৩kpbs করে দেয়। যা দিয়ে মেইলও চেক করা যায় না। গ্রামীনফোন বলে Fair Usages policy এর কথা। এটা সরকারী নতুন নিয়ম। ৫ জিবি শেষ হয়ে গেলে আপনি আবার ১জিবি অথবা ৩জিবি ইউস করতে পারবেন। কিন্তু আবার আনলিমিটেড ইউস করতে পারবেন না।এমন কি কেনসেল করতেও দিতে চায় না।

আনলিমিটেড প্যাকেজ এ ডে বাই ডে টাকা কাটে। প্রতিদিন ৩৩ টাকা। যার কারনে আপনার যদি ১০ দিনে ৫জিবি শেষ হয়ে যায় তাহলে আপনার খরচ হচ্ছে ৩৩*১০=৩৩০ টাকা। তবে আপনি যদি তা বন্ধ করতে না পারেন তাহলে প্রতিদিন ৩৩ টাকা করে কাটতে থাকবে। তাই যারা আনলিমিটেড ইউস করতে চান তারা ৫জিবি শেষ হওয়ার পর ১২১ এ ফোন করে তা বন্ধ করতে বলবেন। তারা বন্ধ করতে রাজি হবেনা। তারা বলবে ১জিবি অথবা ৩জিবি ইউস করতে। কিন্তু আপনার যেভাবেই হোক বন্ধ করতে হবে। ইন্টারনেট ব্যবহার করবনা বলে ভাল করে অনুরোধ করলে বন্ধ করবে। অথবা cancel লিখে ৫০০০ এ পাঠিয়ে দেখতে পারেন। বন্ধ হয় কিনা।

বন্ধ হলেই কাজ শেষ। এখন আবার p2 লিখে 5000 সেন্ড করলেই আবার ইউস করতে পারবেন ৫জিবি। এভাবে যতবার দরকার হয় ইউস করতে থাকেন।

গাজীপুরে থাকি তাই  এখনও wimax পাই নাই। তাই এখন এভাবেই গ্রামীনফোনকে .......।

Level 0

আমি সাইবার ডন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর ট্রিক্স তবে ভাই টাইটেলটা চেন্জ করে দেন। বর্তমান টাইটেল দেখে মনে হচ্ছে আপনি সাহায্য চাচ্ছেন। এ রকম দিতে পারেন- গ্রামীনফোনের আনলিমিটেডে ৫ গিগা শেষ হলেও নেট চালান ফুল স্পিডে…

    ধন্যবাদ, আপনার টাইটেল টাই দিয়ে দিলাম।

ডন ভাই, জুম আল্ট্রা ইউস করেছেন কি ?

সাইবার ডন ভাই আমি জিপি ব্যবহার করি স্পিড পাই ২.৫কেবিপিএস সব সময় অন্য কিছুর নেটওয়ার্ক কম আমি আপনার এসব চিন্তা করতে পাচ্ছিনা ১মাস আগে জিপির স্পিড আপনার মত ছিল এখন কম।
ফাহাদ ইসলাম রাসেল ভাই জুম আল্ট্রার কথা বলেছেন সেটাও আছে কিন্তু নেটওয়ার্ক নেই। এত্ত কষ্ট করেও আপনাদের সাথেই আছি। গ্রামীনকে বাশ দেয়ার জন্য হতেই রেখেছি কিন্তু দিতে পারি না।

5gb ses hobar por off kore diye abar on kore dekheche.kaj hoina…

    আপনার প্যকেজ অফ হয়নাই, তাই কাজ করেনি।

ভাই ঠিকই বলেছেন। আপনাকে ধ্যন্যবাদ।……….

ভাই আমি প্রিপেড পি ২ ব্যাবহার করি।আমি কি করব?

    প্রিপেইড ইউস করলে প্রথমেই ১০০০ টাকা কেটে নেবে। তাই পি২ ইউস করলে পোস্টপেইড ইউস করেন। তাহলে এভাবে বাশ দিতে পারবেন।

আচ্ছা ৫ জিবি শেষ হবার পর যদি আবার p2 লিখে মেসেজ সেন্ড করি তাহলে কি আবার ৯০০ টাকা কাটবে?

    না ৯০০ টাকা না, আনলিমিটেড প্যাকেজ এ ডে বাই ডে টাকা কাটে। প্রতিদিন ৩৩ টাকা। তাই ৩৩ টাকা ই কাটবে প্রতিদিন ।

    Boyzx শাকিল ভাই p2 লিখে আমি যখনি পঠাইনা কেন তারাতো ৮৫০+vat কাটবেই।

    পোস্টপেইড এ প্রতিদিন ৩৩ টাকা করে কাটবে। প্রিপেইডে প্রথমেই ১০০০ টাকা কেটে নেবে। তাই পি২ ইউস করলে পোস্টপেইড ইউস করেন। পোস্টপেইড এ আরেকটি সুবিধা হল ১২১ এ ফ্রি ফোন করে লাইন বন্ধ করতে পারবেন।

ভাই আপনি বললেন এটা ডে বাই ডে টাকা কাটে। কিন্তু p2 করতে তো সাথে সাথে 850+vat কেটে নেয়। যদি প্রতিদিন ৩৩ টাকা করে নেয়
তাহলে মাসে ৩৩x৩০=৯৯০(আনলিমিটেড / 5GB).

    p2 করলে সাথে সাথে 990 কেটে নেয়। যদি pripeid use করেন।

আরে ভাই আপনি দেখছি আমার আগেই শেয়ার করে ফেলেছেন। এই ট্রিকসটা আমি গত ১ মাস ধরে ব্যবহার করে আসছি।

    আমি পারলাম আপনিও পারলেন। কেউ কেউ পারেনা। না পারলে দোষ হবে আমার।

কী ভায় হয় নাতো?

Level 0

back up r free net 1sim day 1bar kora jai………

Level 0

postpaid a akhono ai niom ase? ami jantam aakhon naki postpaid eo prothomei 850+ 15% vat taka recharge kore nite bole?