আবার ও গ্রামীন বন্ধ সিম এ ১০ টাকায় ২ জিবি বোনাস… ৮০ টাকায় ১৬ জিবি !!!!!!!!

hi

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের সাথে শেয়ার করবো গ্রামীন ইন্টারনেট অফার, মেগা অফার!

আমরা জানি বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় মোবাইল কোম্পানি গ্রামীনফোন (জিপি), এবং তাদের প্রতিনিয়ত ইন্টারনেট অফার থাকে। বিশেষ করে গ্রামীন ইন্টারনেট অফার সকল কোম্পানির চেয়ে বর্তমানে বেশি, এবং তাও আবার ৩জি ইন্টারনেট! কোন ২জি ইন্টারনেট অফার নেই। আবার পূর্বে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানিগুলো বিভিন্ন ইন্টারনেট অফার থাকলেও তার কিছু অংশ শুধু ফেসবুকে দিয়েছে, এমন কি জিপিও দিয়েছে, এবং কিছু দিন আগেও ৯টাকায় ২ জিবি ইন্টারনেট পাওয়া যেতে জিপির বন্ধ সিম অফারের আওতায়, কিন্তু আজ আপনাদের সাথে যা শেয়ার করবো ১০ টাকায় ২ জিবি ইন্টারনেট এবং এটা কোন ফেসবুক বা অন্য কোন বাধ্যবাধকতা নেই। আপনি যেকোন ভাবে ব্যবহার করতে পারবেন। শুধু ফেসবুকের জন্য কোন বাধ্যবাধকতা নেই এবং এখানে ভ্যাট সহ সকল চার্জ সহ’ই টোটাল ১০টাকার মত কাটবে। তাহলে আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই:

প্রথমে আপনার কোন গ্রামীণ সিম থাকলে সেই সিমটি এই অফারের আওতায় আছে কিনা তা জানতে পারেন অন্য যে কোন জিপি সিম থেকে এস.এম.এস এর মাধ্যমে। এ জন্য আপনি যে কোন জিপি সিমের মেসেজ অপশনে যান, এবং লিখুন BHK একটি স্পেস দিন, এবার আপনি যে ফোন নম্বারটি চেক করতে চান তা লিখুন তারপর সেন্ড করুন চার টা নয়তে ৯৯৯৯ এ, যেমন: BHK 01761806689 এবার সেন্ড করুন 9999 এ। তারা ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দিবে আপনার ঐ নাম্বাররের সিমটি তাদের এই ১০ টাকায় ২ জিবি ইন্টারনেট অফার আওতায় আছে কিনা। যদি থাকে তাহলে আপনি মোবাইলে পর্যাপ্ত টাকা রেখে কল করুন *111*90# এই ভাবে। বার বার কল করুন তাহলে কিনা হয়ে যাবে, প্রতিবারের জন্য আপনার ব্যাল্যান্স থেকে ১০ টাকা চার্জ কাটবে, কিছু কিছু সিম থেকে ০৮ জিবি পর্যন্ত ক্রয় করতে পেরেছে অনেকেই, আবার কিছু কিছু সিমে কমও হয়েছে তারপর আর ক্রয় করা যায় না। আমি আমার দুইটা সিমে ১৪ জিবি পর্যন্ত ক্রয় করতে পেরেছি, শুধু একটি সিমে ৮ জিবি পর্যন্ত পেয়েছি তারপর আর আসে না, দেখুন আপনার টাতে কত জিবি পর্যন্ত কিনতে পারেন। আপনার বন্ধুকে রেফারার হিসেবে ১০০ এমবি উপহার ও দিতে পারবেন। type ''sn referrer number'' and send it to 9999...

গ্রামীন ইন্টারনেট অফার সম্পর্কে কিছু বেসিক প্রশ্ন এবং উত্তর

এই মেগাবাইটের মেয়াদ কত দিন থাকবে?

উত্তর: ১৫ দিন

পরবর্তীতে মেয়াদ বাড়াতে পারবো?

উত্তর: হুম পারবেন, যে কোন প্যাকেজ কিনলে তার সাথে অ্যাড হয়ে মেয়াদ বেড়ে যাবে, তা ছাড়া আপনি জিপির  flexiplan ব্যবহার করতে পারেন।

এই ইন্টারনেট অফার পেতে কত দিন বন্ধ থাকতে হবে?

উত্তর: এটা সিওর না, আর বন্ধ থাকতে হবে এমনও নয়, কারন আমি আমার সব সময় ব্যবহৃত সিমেও পেয়েছি, মনে হয় বিগত তিন মাসে ইন্টারনেট ব্যবহার হয়েছে কিন্তু ১৫০ কে.বি এর বেশি ব্যবহৃত হয়নি, এমন সিমে দেয়, কিন্তু বিষয়টি আমি সিওর না, আপনি মেসেজ করে চেক করে দেখুন, আপনার সিমটি এই ইন্টারনেট অফার আওতায় আছে কিনা।

আরো কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন, জানা থাকলে উত্তর দেয়ার চেষ্টা করবো, উপরে লেখার মাঝে কোন ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে, হয়তো ভুল থাকতে পারে, ধন্যবাদ।

Level 0

আমি migger_shad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন সিম এ হবে?

ভাই আপনাকে তথ্য দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ

যে ভাবে টিউন করেছেন, আর প্রশ্ন করার প্রয়োজন নেই। অনেক ধন্যবাব রইল।

ধন্যবাদ ভাই. আপনাদের comment গুলো নুতন টিউন করতে উৎসাহ যোগায়।।

আমি 8 জিবি পেয়েছি। আর দেয়না

    আলমগির ভাই আজ আবার try দিন

এখানে আমি আরেকটি কথা যোগ করতে চাই- আপনার অফারের আওতাভুক্ত সিম টাকা ছাড়া ভুল করেও *111*90# ডায়েল করবেন না, করলেই ২জিবি হারাবেন, তাই ব্যালেন্সে ৪০ টাকা রেখে ডায়েল করুন অবশ্যই ৮ জিবি পাবেন, আমি ১০ টা সিমেই পেয়েছি।

Level 0

Ami akhon 2 GB pelam. ami jodi akhon abar balace porjapto rekhe abar *111*90# press kori tahole ki 2 GB er shate abar 2 GB jog Hobe? mane amar net balace tokhon 4 GB hobe? meyad ki 15 dener beshi hobe na? please kindly inform me.

আলমগির ভাই আজ আবার try দিন

vai flxi plan er mb and meyad atar sathe add hoy na ….. onno kono way ache ?