ইউটিউব থেকে ভিডিও নামাতে চান শুধু আপনার ব্রাউজারটিকে ব্যবহার করুন

অনেকেই সফটওয়্যার ব্যবহার করে  ইউটিউব এর  ভিডিও নামাতে ||

তবে আপনি যদি আমার টিউন টি লক্ষ্য করেন তবে সফটওয়্যার ব্যবহার করার কোন দরকার নেই, ঝামেলা থেকে একদম  মুক্তি পাবেন আপনি। এটা নিশ্চিত হয়ে আপনাকে বলে দিলাম।

কি তাহলে চলুন এবার মেন টপিক্স আশি —

 

উপরের চিত্রটির মাঝে দেখতেই পাচ্ছেন ভিডিওর নিচে রয়েছে ডাউনলোড করার অপশন। এখানে ক্লিক করা মাত্রই কোন ঝামেলা ছাড়াই আপনার ভিডিও ডাউনলোড হতে শুরু করবে। তবে আপনি আমার টিউন টি না লক্ষ্য করলে এই অপশন টি পাবেন না।

যদি সন্দেহ থেকে থাকে তবে এখুনি একবার গিয়ে দেখুন ইউটিউবে অপশন টি পাব কিনা।

কি ঠিক বলেছি না ্

যাক গে যেভাবে যা করতে হবে।

 যেসব ফরমেটে ডাউনলোড করতে পারবেনঃ

১/ MP4 360p (640×360):- তাছাড়া এই ফরমেটে নামালে মোবাইলেই দেখতে পাবেন খুব সুন্দর ভাবে।

২/ MP4 720p (1280×720):- HD ফরমেট বস HD ফরমেট

৩/ MP4 1080p (1920×1080):- ফুল  HD  বস্।

এবং ভিডিও বুঝে আরো কিছু ফরমেট  আসতে পারে।

প্রথমে মজিলার জন্যঃ-

১/ প্রথমে নামিয়ে নিন লেটেস্ট একটি মজিলা আগুণ শিয়াল।

২/ তারপর মজিলায় ইন্সটল করে নিন Greasemonkey or Scriptish  এবং মজিলা রিস্টার্ট করুন

৩/ লিঙ্কটায় যান এবং ইন্সটল করে নিন UserScripts.org
 তবে এবার আপনি ভিডিও ডাউনলোড করার জন্য ইউটিউবে যেতে পারেন।

গুগলি ক্রমে র  জন্য :-

এখানে যেয়ে ইন্সটল করে নিন এবং এটিও ব্যবহার করে দেখতে পারেন।

আশা করব যে ঠিক ভাবে আপনাদের কে আমি বুঝাতে পেরেছি।

ভালো থাকবেন।।।।

 

আসা করি আমার সাইটি দেখে আসবেন। বিডি.কম

আগে প্রকাশিত হয়েছে সবকি.কম

 

Level 0

আমি বাদন আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস