জিপিতে বিনামূল্যে ইন্টারনেট সেবা!!! ৪০টির বেশি সাইট ব্রাউজ করুন ফ্রীতে! (GP & Robi)

বাংলাদেশে রবির পর এবার গ্রামীনফোন গ্রাহকরা বিনা মূল্যের ইন্টারনেট সুবিধা পাবেন। ফ্রী বেসিকসের মাধ্যমে ফেসবুক এই সেবা দিচ্ছে। এখন শুধু মাত্র জিপি ও রবির গ্রাহকরা ৪০টির বেশি ওয়েবসাইট ফ্রী ব্রাউজ করতে পারবেন। ফেসবুক বন্ধ থাকায় এতদিন এী সার্ভিস চালু করা হয় নি। তবে এখন ফেসবুক বাংলাদেশ থেকে খুলে দেওয়ার পর থেকে ফেসবুক থেকে ইন্টারনেট ডট ওআরজির সেবা তথা ফ্রী বেসিকস চালু হয়েছে।

জিপি এবং রবি থেকে সহজেই এখন ফ্রী ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এবং শীঘ্রই টেলিটকে চালু হবে ফ্রী ইন্টারনেট। আপাতত বাংলাদেশের দুটি বড় মোবাইল এই সেবা প্রদান করছে।

 

Free Basics এ কি কি পাবেন জিপি গ্রাহকরা?

সহজ ভাবে বললে, রবি গ্রাহকরা এতদিন যেসব সুবিধা পেয়েছেন Free Basics থেকে, গ্রামীনফোন গ্রাহকরাও সেই একই সুবিধা পাবেন। ফেসবুক, মেসেঞ্জার, উইকিপিডিয়ার ফ্রীতে ব্র্বাউজ এবং অনেক ইন্টারন্যাশনাল ওয়েবসাইট ও জাতীয় পর্যায়ের ওয়েব পোর্টাল ইউজ করা যাবে।

কি কি ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজ করা যাবে?

ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, উইকিপিডিয়া, প্রথম আলো, শিক্ষক ডট কম, আকু ওয়েদার, আস্ক ডট কম, বিডি নিউজ ২৪, বিডি জবস, বিক্রয় ডট কম, বিং, ইএসপিএন ক্রিক ইনফো এবং দেশের প্রথম সারির নিউজ পোর্টাল, বেচা কেনার পোর্টাল সহ ৪০টির বেশি সাইট।

কিভাবে ফ্রী বেসিকসে বিনা মূল্যে ইন্টারনেট ইউজ করবেন?

গ্রামীনফোন অফিশিয়ালি এখনও কোন কন্ডিশন জানাই নি। তবে কন্ডিশন রবির মতই। নিচে তা তুলে ধরা হলঃ

  • আপনাকে free basics এর ওয়েবসাইট অথবা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে সেবা নিতে হবে।
  • এটির মাধ্যমে শুধু ফ্রী সাইট ব্রাউজ করতে পারবেন।
  • কিন্তু কোন ছবি বা ফাইল ডাউনলোড করলে এমবি বা টাকা কাটবে।
  • free basics ইউজ করার জন্য ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে।
  • ফ্রী ওয়েবসাইটগুলাতে free basics এর মাধ্যমে ফ্রীতে ঢুকতে পাবেন।
  • কিন্তু অন্য ব্রাউজার দিয়ে ঢুকলে টাকা বা এমবি কাটবে।
  • শুধু মাত্র মোবাইল থেকে বিনা মূল্যে সেবা নেওয়া যাবে।

 

DOWNLOAD Free Basics App

আপনি মোবাইল থেকে freebasics.com  অথবা free basics অ্যাপ দিয়ে ফ্রী ইন্টারনেট ইউজ করতে পারবেন।

গুগল প্লেঃ https://play.google.com/store/apps/details?id=org.internet

ডাইরেক্ট ডাউনলোডঃ http://tinyurl.com/freebasics

 

 

Level 0

আমি সিম বোনাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেটপ্যাকেজ, কলরেট, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ডট কম ওয়েবসাইটে। আমাদের ফেসবুক ফ্যান পেজঃ bit.ly/facebook_sb ও টুইটার পেজঃ bit.ly/twitter_sb এবং গুগল পেজঃ bit.ly/google_sb


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস