ইন্টারনেট থেকে আয় সংক্রান্ত একটি টিউন

আমি এমন একটা বিষয়ে টিউন করতে যাচ্ছি যা টেকটিউনসে অত্যন্ত বিতর্কিত। আমি অনেক দিন ধরে টেকটিউনসের পাঠক। ইতিমধ্যে  এরকম অনেক পোষ্ট পড়লেও তার সব কযটাই ফালতু। আমার  এ টিউনটা ইন্টারনেট থেকে আয় সংক্রান্ত। আমি যে সাইটটার নাম Recommend করব তা হচ্ছে Ciao। এই সাইটটা এমন একটা প্রাটফর্ম তৈরির উদ্দেশে নির্মিত  যেখানে কোন Product ব্যবহারকারীরা Product সম্বন্ধে লিখবে  এবং মানুষ সরাসরি তাদের কাছ থেকে Product সম্বন্ধে জানবে।

এখন আসা যাক কিভাবে আয় করবেন সে বিষয়ে। এখান থেকে আয় করতে আপনাকে কোন পণ্যের উপর নিজে  থেকে Review লিখতে হবে। অবশ্যই যেন তা Copy-Paste না হয়। আপনার Review কেউ একবার পড়লে আপনি পাবেন এক সেন্ট। কেউ আপনার Review কে Very Good ভোট দিলে আপনি পাবেন ৩ সেন্ট, Good দিলে ২ সেন্ট। এভাবে আপনার আয় হবে। নূন্যতম ৫ ডলার হলে টাকা পাওয়া যাবে  Paypal এর মাধ্যমে  পরবর্তী মাসের মাঝামাঝিতে।

এখন আসা যাক কত আয় সম্ভব সে বিষয়ে। আয় সম্ভব আনলিমিটেড। কিন্তৃ বাস্তবতা হচ্ছে ৩০ ডলার লিগ্যাল পথে আয় করাই কঠিন। উল্লেখ্য, লিগ্যাল পথে। সাভাবিক ভাবেই প্রশ্ন আসে ইলিগ্যাল পথটা কি। Ciao এর মেম্মাররা একে অন্যের Review ভোট করে এবং তা জানিয়ে তাকে ভোট করতে বলে। যারা সাইটটিকে সিরিয়াসলি নিতে চান তারা এটা করবেন না। কারন কোন ভাল সাইট যারা টাকা আসলেই পে করে তারা এ ধরনের স্প্যামিং ধরতে পারলে আপনার একাউন্ট ব্যান্ড করবে। Ciaoও এর ব্যতিক্রম হবে না বলাই বাহুল্য। আপনার আয় ১০-১৫ ডলার হলে হয়তো সমস্যা হবে না। কিন্তু বেশী হলেই ধরা পড়বেন। তাই বলে কম হলেই যে অবশ্যই বেচে যাবেন তা ভাবারও কারন নেই। আমি বলব স্প্যামিং না করে অন্যেরটাতে ভোট এবং কমন্টে করেন, এমনিতেই আপনারটাতে ভোট পড়বে। Community Point বাড়লে এমনিতেই আপনার Review বেশি পড়া হবে।

আপনি লিগ্যাল হলে নিশ্চিত টাকা পাবেন। উল্রেখ্য আমি Adsense Publisher। আমার মতে টাকা আয় নয় বরং নতুনরা(যারা নেট থেকে আগে আয় করেনি) মজা করতেই সাইটটাতে কাজ করে দেখতে পারেন। আমি তিন চারদিন কাজ করে ১৪ ডলার মত হযেছিল। আজ আমার Paypal এ ডলারটা পেলাম। Paypal এ পাওয়ায় আর কিছু না হোক অন্তত Godaddy.com  থেকে একটা .com ডোমেইন ১০ ডলারে কিনতে পারব। আমার ভোট Exchange করে এ আয় হয়। আমার ২ বন্ধৃর এ পদ্ধতিতে যথাক্রমে ৩২ ও ৯৬ ডলার হওয়ার পর তারা ব্যান্ড হওয়ায় আমি আর কাজ করিনি। কম হওয়ার কারনেই হয়ত আমাকে ভালভাবে Review করেনি।
যারা Sign Up করতে চান তারা এখানে ক্লিক করুন।

এটা টেকটিউনস্ এ আমার প্রথম পোষ্ট। মোটামুটি আতংক নিয়ে মন্তব্যের জন্য অপেক্ষা করছি। কারন আয় সংক্রান্ত বেশির ভাগ সাইট ভুয়া। এ পোষ্টটা পড়ার পরেও অনেকের মনে প্রশ্ন থাকবে টাকা পাওয়া নিয়ে। তাদের উদ্দেশ্যে বলছি, লক্ষ করুন এখানে কোন অযৌক্তিক কারনে বা ক্লিক করলেই টাকা পাওয়া যায় বলা হচ্ছে না। টাকার অংকটাও কাজ অনুযায়ী বেশী নয়।আমি আমার Paypal এর পেইজ এর ছবি যুক্ত করলাম।

উল্রেখ্য, সাইটটি এখনও Beta পর্যায়ে আছে।আমি আবারও লিখছি, “আপনি লিগ্যাল হলে নিশ্চিত টাকা পাবেন।“
আরেকটা কথা, Paypal বাংলাদেশে নেই। যে কারনে  আমার  Paypal আমার বোনের নামে করা। আমি আরও তথ্য দিতে পারতাম কিন্তু আমার মনে হয় যারা সত্যিকার অর্থে আয় করতে পারবেন তাদের জন্য এতটুকুই যথেষ্ট।

untitled3.JPG

Level 0

আমি সারোয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন ব্লগার, যে ভাল ব্লগিং এর চেষ্টা করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম পেপাল যতদিন বাংলাদেশ সাপোর্ট না দিচছে ততদিন এজাতীয় পেপাল পেমেন্ট সিস্টেমের আমার আগ্রহ নেই । getafreelancer.com এর মত সাইটে কাজ করে সহজে ক্রেডিটকার্ডে টাকা পাওয়ার ধান্দায় আপাতত আছি

PayPal থেকে বাংলাদেশে টাকা না আসলেও এটা দিয়ে আপনি বিভিন্ন সাইটে কেনাকাটা করতে পারবেন এবং অন্য কোন Paypal এ টান্সফার করতে পারবেন। বাংলাদেশে থেকেও Paypal অ্যাকাউন্ট খোলা যাবে বিদেশের ঠিকানা দিয়ে। তবে ক্যাশ হাতে পেতে চাইলে বিদেশের কোন Paypal অ্যাকাউন্ট ছাড়া গতি নাই।

ভাই এ ধরনের টিউনে মূল লক্ষ্য থাকে রেফারেল পাওয়া আপনিও সেজন্যই টিউনটা করেছেন এটাই কিন্ত সত্যি।

@শাকিল ,ভাই আমার নিজের অ্যাডসেন্স থেকে দিনে গড়ে আয় হয় আট ডলার। সেখানে কে Ciao থেকে কয় ডলার আয় করবে আর তার থেকে আমি রেফারেল পাব সে ব্যাপারে খুব আগ্রহ কাজ করেনি। রেফারেল দেয়া যায় বলেই দিয়েছিলাম। যাই হোক আমি রেফারেল সরিয়ে নিচ্ছি।

হা হা হা.. what a countar attack..

Level 0

Bai kaj hoba ke………………………………kaj na hola khobor acha……..

ভাই আমি টাকা পেয়ে লিখছি। আমি যেহেতু সাইটটার অ্যাডমিন না আমি এরচেয়ে বেশি আর কি বলতে পারি।

Level 0

Amer monay hoi akta valo tunes apnakay amer tnx bola uchet vai
SAROAR TNX
BUT amer name o jai vai SAROAR
BANGLATAY o AMI AI vabay rit kori
সারোয়ার
vai saroar kothia thkan apni
ami Russia tay akhon 9 moth holo
ok asa kori valo tuens korban

আচ্ছা । আমি কিভাবে এবং কি লিখব? বিস্ত্রিত জানান।

ধরুন, আপনি নোকিয়া N73 ব্যবহার করেন। এখন আপনি নিশ্চয়ই ফোনটার বিভিন্ন ভাল খারাপ দিক জানেন। আপনি ফোনটার এসব ব্যাপারেই লিখবেন। লক্ষ করুন Ciao এর Home পেজ এর বাম পাশে ক্যাটাগরি অনুয়ায়ী আপনার Product নির্বাচিত করুন।Product এর পেজ এ দেখুন অপশন দেয়া আছে Write a Review, এখান থেকে আপনি লিখতে পারবেন এবং শেষে কতগুলো প্রশ্ন দেয়া আছে যার উত্তর নির্বাচন করবেন।
@Saroar, ভাই আমি মিরপুর থাকি। আমি ইংরেজিতে লিখি SARWAR। দু:খজনক মিলল না (হা হা হা)। আশা করি আল্লাহ আপনার আশা পূরণ করবেন।

@ সারোয়ার ভাই আপনে পড়েন কোন ভার্সিটাতে ? or job করেন নাকি। আপনার ই-মেল ID টা চাই।
আমাকে একটা মেল করবেন ( [email protected] )

সারোয়ার ভাই আপনে কোন ভার্সিতে পড়েন ? job করেন নাকি কোথাও ? ভাই আপনার ই-মেল address চাই। আমাকে একটা মেল করলেই পাবো। আমার address ( [email protected] )……………

আপনার email address টা পেলে বরো খুশি হতাম

আমার না ব্যাড বয় ভাইয়ের? আমার ইমেইল [email protected].

Level 0

খায়া দায়া কাম নাই

Level 0

Post ta valo laglo.