টেকটিউনস এ প্রোফাইল পিকচার আপলোড করবেন কিভাবে?

প্রথমে টেকটিউনস এ লগিন করুন।

 

 

এরপর "স্বাগতম আকিল আশরাফুল" এ ক্লিক করুন। ("আকিল আশরাফুল" এর জায়গায় আপনার নাম থাকবে)

 

 

এমন একটি পেজ আসবে। এখন "আপনার নতুন টিউনার পিকচার যুক্ত করুন" এ ক্লিক করুন।

নতুন একটি ট্যাব ওপেন হবে।

 

 

"Sign Up For Free" তে ক্লিক করুন।

 

 

E-mail Address, Username & Password দিয়ে Sign Up এ ক্লিক করুন। নতুন একটা পেজ আসবে, বলবে আপনার মেইল চেক করতে। (অবশ্যই টেকটিউনস এ আপনি যে ইমেইল ব্যবহার করবেন সেই ইমেইল দিয়েই ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খুলতে হবে। )

 

 

দেখবেন "Wordpress.com" থেকে আপনাকে একটি মেইল পাঠানো হয়েছে। এখন "Activate Account" এ ক্লিক করুন।

 

 

এখন "Sign In To Gravatar" এ ক্লিক করুন।

 

 

এবার "Email or Username" & "Password" দিয়ে লগিন করুন।

 

 

লগিন করার পর  উপরে হাতের ডান পাশে ইমেইলের পাশে একটি ছবি আছে। সেখান থেকে "Add an Image" এ ক্লিক করুন।

 

 

"Upload New" তে ক্লিক করুন।

 

 

এরপর "Browse" এ ক্লিক করুন

 

 

এখন আপনি যে ছবিটি আপলোড দিতে চান, সেটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করুন।

 

 

এবার "Next" এ ক্লিক করুন।

 

 

আপলোড হওয়ার পর আপনাকে ছবিটিকে ক্রপ করতে বলবে। আপনার যে টুকু ক্রপ করার প্রয়োজন সে টুকু ক্রপ করে "Crop & Finish" এ ক্লিক করুন।

 

 

এরপর "Rated G" তে ক্লিক করুন।

 

 

দেখুন, আপনার ইমেইল এর পাশে আপনার ছবি দেখাচ্ছে।

 

 

টেকটিউনস এর এই পেজটি রিফ্রেশ দিন, দেখবেন এখানেও আপনার ছবি দেখাচ্ছে।

 

 

[মাঝে মাঝে ছবি শো করতে কিছুক্ষন দেরি করে। ৩-৪ মিনিট পরই আপনি আপনা্র নতুন প্রোফাইল পিকচার দেখতে পাবেন]

Level 2

আমি আকিল আশরাফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুক আইডি লিঙ্কঃhttps://web.facebook.com/akil.ashraful আমার ইউটিউব আইডি লিঙ্কঃ https://www.youtube.com/akilashraful গুগল প্লাসঃ https://plus.google.com/+akilashraful/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami korlam but hocche naa

    অবশ্যই টেকটিউনস এ আপনি যে ইমেইল ব্যবহার করবেন সেই ইমেইল দিয়েই ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খুলতে হবে।

আমি তো সবই করলাম কিন্তু টেকটিউনে তো ছবি আসেনা

    অবশ্যই টেকটিউনস এ আপনি যে ইমেইল ব্যবহার করবেন সেই ইমেইল দিয়েই ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খুলতে হবে

না আমার টা হলো না

    অবশ্যই টেকটিউনস এ আপনি যে ইমেইল ব্যবহার করবেন সেই ইমেইল দিয়েই ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খুলতে হবে।

ধন্যবাদ বন্ধু এটাই খুজছিলাম এতদিন থেকে

Thanks!!!
Please give me ur Face-Book ID!!

wow moner moto post. aitai khujsilam.. kto din age account khulsi,kintu ki vabe photo upload dai aitai jnatam na.. thanks a lot.. dekhi pari ki na.

ভাই PROFILE PIC তো upload করেছি কিন্তু আমার tune post করতে পারছিনা ।

ধন্যবাদ।