আপনার ইউটিউব ভিডিওগুলোতে সাবস্ক্রাইব বাটন যোগ করবেন কিভাবে ?

প্রথমে আপনি YouTube.Com এ যান।

এরপর "Creator Studio" তে ক্লিক করুন।

 

 

এবার "Channel" এ ক্লিক করুন।

 

 

"Channel" এ ক্লিক করার পর কয়েকটি অপশন পাবেন। সেখান থেকে "Branding" এ ক্লিক করুন।

 

 

এমনটা দেখতে পাবেন।

 

 

এবার গুগল থেকে যেকোন একটি সাবস্ক্রাইব বাটন এর একটি ছবি ডাউনলোড করে নিন।

 

 

এবার "Add a Watermark" এ ক্লিক করুন।

 

 

এমনটা দেখতে পাবেন।

 

 

এবার ব্রাউজ এ ক্লিক করে যে গুগল থেকে যে সাবস্ক্রাইব বাটনের পিকচারটি ডাউনলোড করেছিলেন সেটি সিলেক্ট করে ওপেন এ ক্লিক করুন।

 

 

এবং সেভ বাটনে ক্লিক করুন।

 

 

 ছবিটি আপলোড হওয়ার পর এমনটা দেখাবে। এবার আবার সেভ বাটনে ক্লিক করুন।

 

 

সেভ করার পর "Display Time" এ তিনটি অপশন পাবেন।

  • End Of Video
  • Custom Start Time
  • Entire Video

আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আমি "Entire Video" দিয়েছি।

 

 

এবার "Update" বাটনে ক্লিক করুন।

কাজ শেষ।

 

 

 এবার দেখুন, আপনার সব ভিডিওগুলোতে এমন সাবস্ক্রাইব বাটন যোগ হয়ে গেছে।

 

 

এরপরও কারও যদি কোন কিছু বুঝতে হয় তাহলে নিচে দেওয়া আমার ভিডিওটি দেখতে পারেন।

How To Add a Subscribe Button To Your YouTube Video

টেকটিউনস এ এটা আমার করা প্রথম টিউন। আমি গত  ২ মাস আগে বিশ্বের এই ১ নম্বর বাংলা সৌশ‌্ল‌্ নেটওয়ার্ক ! দেশের সর্ববৃহৎ, সবচেয়ে জনপ্রিয় ও ৩ কোটিরও অধিক এক সুবিশাল কমিউনিটিতে জয়েন করেছি। টিউনটি যাদের ভালো লাগবে আশা করি তারা সবাই টিউমেন্ট করে জানাবেন।

Level 2

আমি আকিল আশরাফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুক আইডি লিঙ্কঃhttps://web.facebook.com/akil.ashraful আমার ইউটিউব আইডি লিঙ্কঃ https://www.youtube.com/akilashraful গুগল প্লাসঃ https://plus.google.com/+akilashraful/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

অনেক দিন পর লগইন করলাম টিউনারকে ধন্যবাদ জানানোর জন্য।
অনেক অনেক ধন্যবাদ, আকিল আশরাফুল।
চমৎকার টিউন। আমার মতে টেকটিউন্সের টিউনগুলো এমনই হওয়া উচিত (যা বর্তমানে বেশিরভাগ সময়েই হচ্ছে না)।
এই টিউনটি যা জানানোর জন্য লেখা হয়েছে তা ভাষায় এবং ছবিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তাতেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাদের জন্য দেয়া হয়েছে ভিডিও টিওটোরিয়াল। জোর করে কাউকে নিজের ইউটিউব ভিডিও দেখানোর জন্য চেষ্টা করা হয় নি। যার প্রয়োজন হবে, সে তো যাবেই।
ভবিষ্যতে আপনার কাছ থেকে এবং টেকটিউন্সের অন্যান্য টিউনার থেকে এই ধরনের টিউন আশা করি।
অবশেষে বলি, শিখলাম। তাই আবারো ধন্যবাদ।

    ভাবি নাই এত প্রশংসা পাবো । ধন্যবাদ ।

      Level 0

      ভাই, এটা শুধু আপনার প্রশংসা-ই নয়, একই সাথে টেকটিউন্সের কাছে আমার (সম্ভবত আমার মতো আরো অনেকের) প্রত্যাশা। ভাল থাকবেন।

vai khub valo likhasen.kintu ami chaccilam aro boro vabe jodi dekhano jeto tahole valo hoto.emon kono upai ache ki?

এই জিনিসটা নিয়ে অনেকদিন নিয়ে ভাবছিলাম 🙂
আজ হাতের কাছে পেয়ে গেলাম। অনেক ধন্যবাদ…

না ভাই । আর বড় করা যাবে না ।

ভাল টিউন । তবে অনেকের অপশন টি HOME>MY Channel>Video Manager>Channel তে থাকবে

ধন্যবাদ, ভাই।