
প্রথমে আপনি YouTube.Com এ যান।
এরপর "Creator Studio" তে ক্লিক করুন।
এবার "Channel" এ ক্লিক করুন।
"Channel" এ ক্লিক করার পর কয়েকটি অপশন পাবেন। সেখান থেকে "Branding" এ ক্লিক করুন।
এমনটা দেখতে পাবেন।
এবার গুগল থেকে যেকোন একটি সাবস্ক্রাইব বাটন এর একটি ছবি ডাউনলোড করে নিন।
এবার "Add a Watermark" এ ক্লিক করুন।
এমনটা দেখতে পাবেন।
এবার ব্রাউজ এ ক্লিক করে যে গুগল থেকে যে সাবস্ক্রাইব বাটনের পিকচারটি ডাউনলোড করেছিলেন সেটি সিলেক্ট করে ওপেন এ ক্লিক করুন।
এবং সেভ বাটনে ক্লিক করুন।
ছবিটি আপলোড হওয়ার পর এমনটা দেখাবে। এবার আবার সেভ বাটনে ক্লিক করুন।
সেভ করার পর "Display Time" এ তিনটি অপশন পাবেন।
আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আমি "Entire Video" দিয়েছি।
এবার "Update" বাটনে ক্লিক করুন।
কাজ শেষ।
এবার দেখুন, আপনার সব ভিডিওগুলোতে এমন সাবস্ক্রাইব বাটন যোগ হয়ে গেছে।
এরপরও কারও যদি কোন কিছু বুঝতে হয় তাহলে নিচে দেওয়া আমার ভিডিওটি দেখতে পারেন।
How To Add a Subscribe Button To Your YouTube Video
টেকটিউনস এ এটা আমার করা প্রথম টিউন। আমি গত ২ মাস আগে বিশ্বের এই ১ নম্বর বাংলা সৌশ্ল্ নেটওয়ার্ক ! দেশের সর্ববৃহৎ, সবচেয়ে জনপ্রিয় ও ৩ কোটিরও অধিক এক সুবিশাল কমিউনিটিতে জয়েন করেছি। টিউনটি যাদের ভালো লাগবে আশা করি তারা সবাই টিউমেন্ট করে জানাবেন।
আমি আকিল আশরাফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুক আইডি লিঙ্কঃhttps://web.facebook.com/akil.ashraful আমার ইউটিউব আইডি লিঙ্কঃ https://www.youtube.com/akilashraful গুগল প্লাসঃ https://plus.google.com/+akilashraful/
ধন্যবাদ