আপনার Youtube account আছে কিন্তু Verify করতে পারছেন না তাহলে খুব সহজেই আপনার প্রিয় account টি ভেরীফাইড করে নেন।

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন। আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন। এই প্রযুক্তির প্লাটফর্মে কি কেউ খারাপ থাকতে পারে? আমার তো মনটা চাই সারাক্ষনই TT তে পরে থাকি। অবশ্য সারাক্ষন পরে না থাকলে ও বেশিরভাগ সময়টা TT তেই কাটিয়ে দেই। এর সাথে থাকলে খুবই ভাল লাগে কারন এখান থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আরো অনেক কিছু শিখার আছে। সু যারা কিছু শিখতে চান ও জ্ঞান অর্জন করতে চান আমি বলব আপনারা এখান থেকেই অনেক কিছু শিখতে পারেন।

তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি টিউন এ চলে যায়।

শিরোনাম দেখে নিশ্চয় বোঝতে পারছেন যে টিউন টির বিষয়বস্তু কি। এখনকার যুগে আমাদের প্রায় অনেকেরই Youtube account আছে।  সবাই সচরাচর নিজেদের এডিটিং ভিডিও ক্লিপ্স/ শখের ভিডিও/ বিভিন্ন কাজের প্রয়োজনীয় ভিডিও ফাইল ইত্যাদি Youtube এ আপলোড করে থাকি।যেন  প্রয়োজনে তা আবার Youtube থেকে ডাউনলোড করতে পারি। তো এত প্রয়োজনীয় জিনিসটা অবশ্যই আমাদের ভেরিফাইড করে রাখা উচিৎ। আমার এই টিউনটি মুলত যারা Verify করতে পারেন না তাদের জন্য। তো আর বেশি দেরী না করে এক্ষুনি নিচের স্টেপ গুলো দেখে আপনার প্রিয় Youtube account টি ভেরীফাই করে ফেলুন।

প্রথমে আপনার Youtube account এ লগইন করে নিন।

 

লগইন করার পর ঠিক উপরে upload এর সাথে কালো ত্রিভুজটিতে  ক্লিক করে Video Manager এ ক্লিক করুন।

 

 

এখানে দেখুন অনেক গুলো ভিডিও আইটেম আসছে তো এখান থেকে আপনি CHANNEL SETTINGS ক্লিক করুন।

 

 

এখন দেখুন ক্লিক করার পর ঠিক মাঝ বরাবর Verify দেখা যাচ্ছে। Verify এ ক্লিক করুন।

 

 

এখানে অনেক গুলা অপসন আসছে আপনি সব গুলো অপসন ঠিকঠাক ভাবে পূরন করুন। প্রথমে আপনার country (Bangladesh) সিলেক্ট করুন। তারপর Text me the verification code সিলেক্ট করে নিচে আপনার মোবাইল নাম্বার দেন যেটা দিয়ে আপনি আপনার Youtube account verified করবেন।

 

 

নাম্বার দেয়ার পর আপনার মোবাইলে একটা verify মেসেজ আসবে। মেসেজটি 6 digit এর হবে।

 

 

এখন 6 digit নাম্বারটি  copy করে verification বক্সে paste করে submit এ ক্লিক করুন।

 

 

ব্যাস কাজ খতম। এখন দেখুন আপনার প্রিয় account টি Verified হয়ে গেছে।

 

 

 

ধন্যবাদ সবাইকে।

আমার ইউটিউব এন্ড ফেইজবুক আইডি।

Level 0

আমি সাদ্দাম হোসাইন শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am just a simple boy....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া এই লাল মার্ক টা কোন সফটওয়্যার এর মাধমে দিছেন।

ইরফান ভাই picsart দিয়ে দিয়েছি

Hello, হোসাইন শিশির… কিভাবে মনিটনাইজ অন করা যায় সেই বিষয়ে টিউন করুন।ধন্যবাদ।।

ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য………।।

Welcome হাসান ভাই

ভাই…… Verify করলে কি উপকার হয়….???