Internet Download Manager v 6.23 Build 20 + Patch

আসসালামুয়ালাইকুম। সবাই ভাল আছেন আশা করি। আমিও ভাল।কারন পরীক্ষা প্রায় শেষ। আর মাত্র একটা আছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে কিরকম প্যারা তা অনেকেই জানেন।যাই হোক আর কথা বারাবো না।

কিছু দিন ধরেই IDM নিয়ে খুব সমস্যায় আছি। এর আগের ভার্সন Internet Download Manager v 6.23 Build 19 খুব ঝামেলা করতো ফায়ারফক্সের সাথে। জানিনা আপনারা কেউ এই সমস্যায় পরেছেন কিনা। যাই হোক পরলে ভাল না পরলে আরো ভাল।

বারতি কথা বলার কোন দরকার নাই। হেডলাইন দেখেই সবাই বুঝেছেন আমি কি নিয়ে এসেছি। তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করে ফেলুন নিচের লিংক থেকে।

 

>>>ডাউনলোড লিংক<<<

 

তাহলে প্রথমেই ডাউনলোড করে ফেলুন, তারপর নিচের স্টেপ গুলো দেখুন। যারা পারেন তাদের না দেখলেও চলবে। তবুও দেখে নেওয়া ভাল।তো শুরু করা যাক।

 

 

ডাউনলোড হয়ে গেলে প্রথমেই আনজিপ করুন। যেহেতু ফাইলটি জিপ করা।যাদের সেভেন জিপ কিংবা উইনরার নেই তারা সেভেন জিপ কিংবা উইনরার ডাউনলোড করে ব্যবহার করুন।

  • প্রথমেই আপনার পুর্বের আইডিএম আনইন্সটল করুন, দরকার হলে পিসি রিস্টার্ট দিন।
  • নতুন আইডিএমটি ফোল্ডার থেকে সাধারন ভাবেই ইন্সটল করুন।
  • এরপর রিস্টার্ট চাইলে দিয়ে দিন।
  • এরপর আপনি Internet Download Manager 6.23 Build 20 Retail Incl Patch ফোল্ডার থেকে IDM.6.23.PATCH ওপেন করুন।
  • সেখানে Enter first name বক্সে যা খুশি নাম দিন।
  • পরে Enter last name or nothing বক্সেও যা খুশি দিন।
  • এবার Patch file এ ক্লিক করুন।
  • তারপর আপনার সি ড্রাইভ থেকে Program files  যান সেখানে Internet Download Manager নামে ফোল্ডার পাবেন সেটাতে প্রবেশ করুন।
  • এরপর সেখান থেকে IDMan.exe ফাইলটি সিলেক্ট করুন।
  • হয়ে গেলে এবার IDM.6.23.PATCH এর ডান পাশে নিচে Register লেখা আছে সেখানে ক্লিক করুন।
  • ব্যস হয়ে গেল।

আশা করি আর কারো কোন সমস্যা হবে না।

আর ডাউনলোড করতে কিংবা Patch করতে কোন সমস্যা হলে আমাকে ফেইসবুকে ম্যাসেজ দিতে পারেন।

ফেইসবুকে ম্যাসেজ দিতে এইখানে যান

Level 0

আমি মোঃ হায়দার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস