ফটোশপ দিয়ে কমলা তৈরি (ফটোশপ মজা পার্ট-২)

আগেরবার কিভাবে ফটোশপ দিয়ে আন্গুর বানানো যায় তা নিয়ে লিখেছিলাম।কয়েকজন রিপ্লে করেছিলো পরের পর্ব গুলো চাই।কিন্তু সামনে পরীক্ষা তাই পড়ালেখার চাপে আর লেখা হয়নি! তাই আমি আন্তরিক ভাবে দুঃখিত।

তবে পড়াশুনা বেশ খানিকটি এগিয়ে যাওয়ায় ভাবলাম আজ আবার লেখি,কমলা তৈরি নিয়ে।একটা কথা বলে নেওয়া উচিত কেউ এটাকে মজা ছাড়া আর অন্য কিছু ভেবে বসবেন না।অবশ্য এতে করে একটি লাভ আছে তা হলো: আপনি ফটোশপ সম্পর্কে কিছু টা শিখতে পারবেন।জানেন নিশ্চই যত প্র্যাকটিস ততই লাভ 🙂 । তা চলুন আজকে দেখে নেওয়া যাক ফটোশপ দিয়ে কিভাবে কমলা তৈরি করা যায়:-

প্রথমেই একটি নতুন Document নিন।এখানে আমি 600px x 400px (72 dpi) নিয়েছি।তাই আপনিও সেটাই নিন
এবার আসুন শেইপ বানাই।একটি নতুন লেয়ার তৈরি করুন।এরপর Elliptical Marquee টুল দিয়ে একটু গোল বানান।তারপর সেটিকে কমলা রং দিয়ে পূরণ করুন।আগেই বলে রাখি রংয়ের একটু বেশকম হতে পারে।তবে সমস্যা হবার কথা নয়।(চেষ্টা করুন আমার কমলাটার সাথে মানানসই করে রং নিতে)
ff
তারপর কিছু Noise এড করতে হবে ( 😀 ) । নয়েস এড করার জন্য Filter>Noise>Add Noise যান।তারপর সেটিংস নিচের ছবির মতো।
no
এবার এড করি Texture।সেটা করার জন্য Filter>Artistic>Plastic Wrap এ যেয়ে নিচে মতো সেটিংস করুন:
bb
এখন Effects এড করবো। আমি জানি সবাই এখন বোরিং ( 😉 ) করতে থাকবেন।কিন্তু বানানো শেষ হলে দেখবেন ভালোই লাগবে।Effects গুলো এড করতে আপনার লেয়ার ডাবলো ক্লিক করলে Layer Styles খুলবে।ঠিক নিচের মতো করে সেটাকে সেটিং করুন।
* এটা করার সময় দয়া করে মনোযোগ দিয়ে করবেন,একটা যায়গায় যদি ভুল হয় তাহলে আপনার গোলগাল কমলাটা সম্পূর্ণ ভেস্তে যাওয়ার সম্ভবনা আছে*
ddd
dd
dddd

হুম এবার হয়তোবার কমলা টি এরকম হবার কথা:
rrrrrrrrrrrr

দাড়ান দাড়ান এখনি কিন্তু শেষ নয়! আর আছে।আপনার কমলা বানানো ঠিকই শেষ কিন্তু আর একটু সুন্দর করতে আরো একটা জিনিশ লাগাবো সেটা হলো Navel(বোটা) । 🙂

Navel লাগাতে একটি নতুন লেয়ার এড করুন।Paint Brush Tool সিলেক্ট করে ব্রাশটির palette এ 'star 70 pixels' ব্রাশটি নিন।এবার আপনার মাউস কমলার ঠিক উপরে রেখে ৩-৪ টা ক্লিক করুন।তাহলে একটা সুন্দর গাড় রংয়ের তারার মত তৈরি হবে!
pas
শেষ কাজ: EDIT>TRANSFORM>WARP সিলেক্ট করে আপনার কমলার বোটাটিকে Transform করতে থাকুন যতক্ষন না সেটা কমলার বোটার মত হচ্ছে।
dassdadas
আর লেয়ার Belnd Mode থেকে Overlay করুন।
হুম! এবার আমাদের কমালাটি এরকম লাগার কথা:
you
Dodge and Burn Tools দিয়ে আপনি কিছু highlights and shadows লাগিয়ে আরো আকর্ষনীয় করতে পারেন কমলাটিকে

কমেন্ট করে জানাবেন কেমন হলো।আর খেয়ে বলবেন টক না মিষ্টি 😉

এর পরের টিউনে কলা বানানো শিখাবো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন........................

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 495 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই সুন্দর িটউন । ভাল লাগল । িটউেনর জন্য আপনােক ধন্যবাদ।

খুব সুন্দর হয়েছে।চালিয়ে যাও।ফটোশপ নিয়ে আরো ভাল ভাল টিউন চাই।

ভালভাবে বুঝলাম না নিচের দিকেরটা । বোটা ট্রান্সফর্ম করবো কিভাবে?

ভালভাবে বুঝলাম না নিচের দিকেরটা । বোটা ট্রান্সফর্ম করবো কিভাবে?
PLZ , REPLY IT.