আর ওয়েবসাইটের ভিসিটর এর পেছনে দৌড়াতে হবে না,ভিসিটর আপনার ওয়েবসাইটের পেছনে দৌড়াবে।

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন।আর টেকটিউনস সাথে থাকলে ভালো থাকারই কথা।যখন থেকে এই টেকটিউনসের সাথে পরিচিতি লাভ করেছি,তখন থেকে ফেসবুকের বেশি টেকটিউনসেই ঢুকি।আমার ও ভালো লাগে।আমি মনে করি আপনাদের ও ভালো লাগে।

 

আচ্ছা এখন আমরা মূল টিউনে যাই,

আমরা অনেকেই শখবশত নানা কারণে ওয়েবসাইট বানিয়ে থাকি।কোনো টা আয় করার জন্য আবার কোনোটা এমনেই মানুষের কাছে পরিচিত লাভ করার জন্য।কিন্তু একটা ওয়েবসাইটের মূল কেন্দ্র থাকে ভিসিটর,মানে আপনার সাইটের ভিসিটর।ভিসিটর ছাড়া কোনো ওয়েবসাইট থেকে আয় করা প্রায় অস্মভব।তাই আমি আপনাদেরকে কিছু ট্রাফিক ম্যানেজারদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই।আপনারা তৈরি তো।

এই সারা বিশ্বে অসংখ্যা Traffic Manager খুজে পাবেন।আবার কেউ নাও পেতে পারেন।এমনকি এখানে অনেক মানুষ আছে যারা এখনো বুঝছে না যে,আমি কোন ব্যাপারে কথা বলছি।নিচে আমি এ নিয়ে বিস্তারিত বলছিঃ

Traffic Manager:এটা মানে হছে,ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে।কিন্তু যথেষ্ট ট্রাফিক নেই যে আপনি কিছু শেয়ার করতে আগ্রহ পাচ্ছেন কিংবা আয় করতে পারছেন।Traffic Manager রা আপনার ওয়েবসাইটের Traffic Manage করবে।তারা বিভিন্ন জায়গায় আপনার হয়ে আপনার ওয়েবসাইটের জন্য Advertise করবে।যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে আপনার ভিসিটর বুঝে নিতে পারেন।

এখন বলছেন কিভাবে পাব বা এর মাধ্যম কি?

যি ভাই এটি বলার জন্যই আজকে আমার টিউন।সাধারনত বাংলাদেশে মাত্র দুইটি Traffic Manager আছে।

১। TrafficKeeper

2। TrafficBD

আজকে আমি আপনাদের সাথে TrafficKeeper নিয়ে আলোচনা করব।কেননা আমি এটা নিজে ব্যবহার করি।আসল কথা বলতে গেলে আমি দুটোই ব্যবহার করি।কিন্তু TrafficKeeper টা একটু বেশি।

মাঝখান দিয়ে হয়ত একটি প্রশ্ন উঠতে পারে যে,আপনি কোন সাইটের জন্য ব্যবহার করেন?

আমার একটি পিটিসি সাইট আছে, যার নাম BuxMega.Com.এটি আমি আজকে খুলেছি।এবং মাত্র ৫ ঘন্টার মধ্যেই পেয়ে গেছি ৮০০ ভিসিটর।যে কারণে আমি একটু অবসর।তাই ভাবলাম আপনাদের একটু বলে যদি আমার আনন্দ আপনাদের সাথে ভাগ করতে পারি।আসলে এই পিটিসি সাইট টি আমি একা খুলিনি।সাথে আমার কিছু পার্টনার রয়েছে।যদি আপনার কেউ খুলতে চান তাহলে BuxHost.Com এ যান,বুঝে যাবেন।এরকম কাজ করে আমার মাসে ৬০০-৭০০ ডলার আয় হয়।আর তার সাথে এন্ডরয়েড মোবাইল ব্যবহার করে কিছু আরন করি। আপনারা আমার সাইটে জয়েন করতে পারেন।

তাছাড়া আপনি আপনার নরমাল ওয়েবসাইটের জন্য ও Apply করতে পারেন।আর আমি নিশ্চিত ৩ মাসের মধ্যে Google Adsense হাজির।

এখন কথা হচ্ছে তারা কি বাকি ভিসিটর দেবে?

আমি তাদের কাষ্টমার কেয়ার এর সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি,তারা আপনার কাছ থেকে যা টাকা নিবে তার ৮৫ % বিভিন্ন PTC,PPD সহ আরো অনেক সাইটে দিয়ে দেয়।যাতে ওইসব সাইটের ভিসিটর আপনার সাইটে ভিসিট করে।এখন হয়ত ভাবছেন,আরে এই ভিসিটর দিয়ে কি হবে?তারা তো আসবে আবার চলে যাবে।আসলে তা না,দেখবেন ভিসিটর আপনার সাইটে নরমাল ভিসিটর এর মতোই আছে। আপনার ওয়েবসাইটে বেশি ট্রাফিক আনতে যেখানে ১-২ বছর সময় লাগে তারা এনে দেয় ১-২ ঘণ্টায়

এখন Apply কিভাবে করব?

সর্বপ্রথম এই জিমেইলে -[email protected] এ একটি মেসেজ পাঠান যে,

Hello!TrafficKeeper,

I want to join.My website name: www.(Your Website).Com| I am new Here|My phone Number is +880(Your Phone Number)

আপনি ইমেইল টি পাঠানোর পর দেখবেন তারা কিছুক্ষণ এর মধ্যে আপনাকে কল করেছে অথবা ইমেইল পাঠিয়েছে।অবশ্যই মনে রাখবেন আপনার ওয়েবসাইটের আগে অবশ্যই WWW. দিতে হবে কেননা এটা তাদের সিস্টেম।সিস্টেম আপনাকে রিপ্লে দিবে।আর যদি কোনো ভুল হয় তাহলে তারা আপনাকে কল করবে।

রিপ্লে মেসেজ এ তারা আপনাকে বলবে আপনি দৈনিক কত ভিসিটর চান।যদি তাদের সিস্টেমে জায়গা খালি থাকে তাহলে আপনাকে বলে দিবে।আর যদি না থাকে তাহলে ১-২ দিন পর।

এখন কথা কে যাবে,একটা নরমাল ওয়েবসাইটের পেছনে এত টাকা খরচ করতে?

তাই আমার কাছে কিছু টিপস আছে।এই টিপ্সের মাধ্যমে আপনি একবারে কম দামে অনেক ভিসিটর পেতে পারেন।আপনি বলবেন আমি Check Review প্যাকেজ চাই।তারা এই প্যাকেজের জন্য আপনার কাছ থেকে নেবে মাত্র ২০০ টাকা আর দিবে ১০০০ ভিসিটর পুরা ৩ ধরে।প্যাকেজের মেয়াদ শেষ হয়ে গেলে আবার ৪-৫ দিন পর আবার কিনুন দেখবেন আপনার ওয়েবসাইট লাল হয়ে গেছে।কারণ ভিসিটর তো তারা আটকাতে পারবে না।দেখা যায় ৩ দিনের প্যাকেজে ৫ দিন ভিসিটর আসে।আমি এটাই ব্যবহার করি কিন্তু ওরা আমাকে ব্যন করে নাই,আর আমার পিটিসি পার্টনারদেরকেও।

যদি কোন প্রশ্ন থাকে তাহলে তাদেরকে বল্বেন,তারা আপনাকে সাহায্য করবে।

আজ এ পর্যন্তই। আগামীতে আপনাদের সাথে TrafficBD নিয়ে আলোচনা করব।আর TrafficKeeper এর কিছু গোপন টিপস নিয়ে।

আপনারা বললে আমি একটি চেইন টিউন করতে পারি, TrafficManager নিয়ে।

আসসালামু আলাইকুম।

Level 0

আমি ডিজে এমেলি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।তবে এ তাদেরকে নিয়ে আগে একটি টিউন হয়েছিলো।ভালো ,আপনি এ পর্যন্ত কতবার এ Check Review প্যাকেজ কিনছেন। আমি তো এক্সট্রিম প্যাকেজ ব্যবহার করি।

    ৪৯ বার। আপনি আবার এ ট্রিক ওনাদের বলে দিয়েন না।

তাদের সাথে সরাসরি ও তো যোগাযোগ করা যায়।নাম্বারটা দিয়ে দিলে ভালো হত।
তাদের সাথে যোগাযোগের নাম্বার- +৮৮০১৭৯৯৪৫৪৩২০

সুন্দর পোস্ট ভাই অনেক ধন্নবাদ @ডিজে এমেলি

na re vai, avabe visitor dorkar nai, ভালো কনটেন্ট লিখলে ভিজিটর এমনিই আসবে।

    ভাই ভালো কনটেন্ট লিখলে তো ভিসিটর আসবে কিন্তু তা আসতে সময় লাগে অনেক।আমি বললাম এটা দিয়ে আপনি একটা BOOST পেতে পারেন।বর্তমানে অনেক ওয়েবসাইট তাই ভিসিটর ধরা রাখা সম্ভব হয় না।তাই তাদেরকে ইউজ করতে হয়।আর এটা তো ফেক ভিসিটর না।

চিটারি করার আর জায়গা পেলেন না!

Evabe visitor anle google adsense ban hobena???

    ব্যন হবে কেন?কোনো মতেই না।ব্যন হবার প্রশ্নই উঠে না…।।

Buxmega is not your site. Do u have any proof?

অসাধারণ পোস্ট। ধন্যবাদ । আমার সাইটে ভিজিটর খুবই কম। অনেক উপকার করলেন।

ধন্যবাদ শেয়ার করার জন্য, যে যাই বলুক এটা অধিকাংশের প্রয়োজন