এড সমস্যা ছারা ইন্টারনেট ব্রাউজ করতে চান? তাহলে এই টিউন আপনার জন্য ! আর চিরতরে বিদায় করুন অনাকাংকিত এড।

সবাইকে ইদ-উল-ফিতর এর শুভেচ্ছা।

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন! আর ভাল থাকার কথা সবাই সবার প্রিয়জনদের সাথে নিয়ে ইদ উদযাপন করতেছেন। প্রাথনা করি আপনার আমার   ইদ এর মত যেন সারা বছর কাটে।  😛

কারন, ইদ মানে হাসি, ইদ মানে, খুশি, ইদ মানে আনন্দ, ইদ মানে নতুন জামা, ইদ মানে সালামী 😀 😀

ওহ সবাইকে আসসালামু আলাইকুম (বড়  ভাইয়েরা ইদ এর সালামীটা বিকাশ, পেপাল, অথবা ড্যাচ বাংলাতে পাটিয়ে দিবেন?)  :roll:আর ছোট ভাইয়েরা লম্বা করে সালাম দিয়েন দেখি  ২-৪ টা কা দেওয়া যায় কিনা 😛 

Ad

অনেক কথা বলে ফেললাম, এখন কাজের কথায় আসা যাক। আমাদের পিসিতে ইন্টারনেট ব্রাউজ এর সময় সব চেয়ে বড় সমস্যা এড এই এড এর কারনে আমাদের সাচছন্দে ব্রাউজ করা সমভব হয় না? কিন্তু উক্ত সমস্যা (এড) এর সমধান আছে 😛   এবং অনেকে জানেন 😀 আর অনেকে জানেন না, যারা যানেন না তাদের জন্য আমার এই টিউন।  ।  😀 😀

বিশ্বের অন্যতম সেরা ব্রাউজার গুগল chome আমরা প্রায় সবাই এটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করি। তো আমি আপনাদের দেখাব এটা দিয়ে কিভাবে এড মুক্ত ইন্টারনেট ইউজ করবেন। এটা আমরা করতে পারি বিভন্ন পদ্ধতিতে কিন্তু আমি আপানদের দেখাব সব চেয়ে সহজ পদ্ধতিতে। এটা করব আমরা গুগল ক্রোম এর এপ্স স্টোর থেকে এক্সটেনশন ডাউনলোড করে। 😛

প্রথম গুগল ক্রোম ওপেন করুন                          {যাদের নেই এখান থেকে ডাউনলোড করুন। }

এখন  গুগল ক্রোম এর অপশন থেকে more tools এ থেকে extensions এ কিল্ক করুন অথবা সেটীংস থেকে extensionsযান।

option-more tools-extensions

তারপর extensions এর একধম নিচে যান দেখবেন লিখা আছে  get more extensions

get more extainsons

এখন এটাতে (get more extensions)  কিল্ক করুন তারপর নিচের মত দেখবেন  

মানে আপনার সামনে google web store ওপেন হবে।  সরাসরি ওয়েব স্টোরে যেতে হলে এখানে কিল্ক করুন।  এখন সার্চ বক্সে লিখুন ad block plus  . সরাসরি এড ব্লক  ডাউনলোড করতে এখানে কিল্ক করুন।

ad block plus

তারপর ad block plus নামে অনেক গুলা এক্সটেশন দেখতে পাবেন। এখান থেকে adblock plus এ মাউস পয়েন্টার রেখে add to chome তে কিক্ল করুন।

add to chorme তে কিল্ক করুন

তারপর অনুমতি নেওয়ার জন্য অনুমতি চাইবে :p এখনে আপুনি add এ কিল্ক করবেন !

add e click korun

ব্যাস কাজ শেষ। এখন আপুনি আরাম করে ব্রাউজ করেন এখন এড আসলে এই ad block plus টা ব্লক করে দিবে।

block ad

এটা দিয়ে আরো অনেক কিছু করতে পারবেন যেমন এটার সেটিংস থেকে আপুনি অপশন বদলাতে পারবেন  এটা করতে হলে ক্রোম হোম বারে ABP

নামে লগো দেখতে পাবেন। এটাতে কিল্ক করে option এ কিল্ক করুন।

তারপর বিভিন্ন সেটিংস পরিবর্তন করুন

সেটিংস

তাছাড়া, আপুনি ভিবিন্ন ওয়েব পেইজ ব্লক করতে পারবেন 😀 এটা করতে হলে যে ওয়েব পেইজ ব্লক করতে চান সেই ওয়েব পেইজে যান এবং মাউস এর লেফট অপশন ক্লিক করুন দেখবেন লেখা আছে ad block web page

এড ব্লক

অনেক কাজ করে ফেললেন একটা দিয়ে 😀 তাই না? এখন আরাম করে নো এডে ব্রাউজিং করুন ইন্টারনেট।

আশা করি বুজতে পেরেছেন? 
আমার একটা সমস্যা আমি বুজিয়ে লিখতে পারি না। কিন্তু যত দূর সম্ভব তত দূর চেষ্টা করেছে বুজানোর। বাকিটা
আপানদের উপর।
কোন সমস্যা হলে আমায় পাবেন ফেসবুকে

বিশেষ আকর্ষণঃ-

 

আপনি যদি গল্প পড়তে বা লিখতে ভালবাসেন তাইলে এখানে দেখতে পারেন     

কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার এটি এডঅন। ননরুটেড এন্ডয়েডএর জন্য এমন কোন এপ বা ট্রিক জানা থাকলে দয়া করে শেয়ার করবেন।

যারা মুভি ভালবাসেন তারা আমার মুভি সাইটটি ভিজিট করতে পারেন।  এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের নতুন পুরাতন ছবি পাবেন।

এটি আমি ইউজ করি, খুব ভালো লাগে আমার।

I already have own that

Mozilla firefox e close korbo kamne????