ইফতারের কাউন্টডাউন ঘড়ি – Time Remaining to Iftar

 

ইফতারের কাউন্টডাউন ঘড়ি - Time Remaining to Iftar

টিউনটি আপডেট করা হয়েছে। নতুন লিঙ্ক --> https://www.techtunes.io/h-t-m-l/tune-id/369018

আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, এটি টেকটিউনসে আমার প্রথম টিউন। তাই লিখতে একটু কষ্ট হল, কিন্তু লিখতে পেরে অনেক খুশি হোলাম। আজ বুঝলাম টেকটিউনসাররা একটি টিউন করার জন্য কত কষ্ট করে ।

পবিত্র রমজান মাসে রোযা রাখার পর অনেকেই ইফতার শুরু হতে আর কত সময় বাকি আছে তা দেখতে চান। তাই পবিত্র রমজান উপলক্ষে আজ আমি আপনাদের একটি কাউন্টডাউন ঘড়ি দিলাম। এর সাহায্যে আপনারা ঢাকার ইফতারের সময় Countdown - এ দেখতে পারবেন। এবং এই কাউন্টডাউন ঘড়ি দেখতে কোনো ফ্ল্যাশ প্লেয়ারের বা কোনো প্লাগইনস - এর প্রয়োজন নেই। সরাসরি যে কোনো ব্রাউজার দিয়ে দেখতে পারবেন।

আপনারা চাইলে ওয়েব সাইট থেকে দেখতে পারেন। আবার অ্যান্ড্রয়েড অ্যাপ ও ডাউনলোড করে নিতে পারেন।

ওয়েব সাইট - এর সাইজ মাত্র => 48.9 kB

অ্যান্ড্রয়েড অ্যাপ - এর সাইজ মাত্র => 690 kB

সুতরাং খুব সহজেই এবং কম ইন্টারনেট ডাটা ব্যবহার করে ইফতারের সময় জেনে নিতে পারবেন।

টিউনটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

আসা করি ১৫ই রমজানে ওয়েব সাইট নিয়ে নতুন আরেকটি টিউন করবো ইনশাল্লাহ্।

আজ এই পর্যন্তই আবার নতুন একটি টিউন নিয়ে ফিরে আসব। লিখায় কোনো ভুল থাকলে ক্ষমা করে দিয়েন।

সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।

আমার ওয়েবসাইট : http://faisalahmed.16mb.com «< - এখানে নানা রকম প্রয়োজনীয় টুলস এবং কিছু পেইড অ্যান্ড্রয়েড অ্যাপস পাবেন।

আমার ফেসবুক আইডি

 

 

Level 0

আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Your Welcome -> নাজমুল সাগর

ঢাকার বাইরে যারা আছে তাদের কি হব?

আপনি যেই জেলায় আছেন তার নাম আমাকে কমেন্টে জানিয়ে দিন। আমি সেই জেলার কাউন্টডাউন তৈরি করে দিব ইনশাল্লাহ্। – ডিএম নাহিদ

ভাই, ওয়েবসাইটতো আসতাছে না।

ভাইয়েরা খুবই দুঃখিত যারা টিউনটি দেখছেন। আমার ফ্রী ওয়েবসাইট এর লিমিট এক্সিড হয়ে গেছে। আমি ৩০ মিনিটের মধ্যেই আরেকট ওয়েবসাইট এর লিঙ্ক দিচ্ছি।

আমি আরেকট ওয়েবসাইট এর লিঙ্ক দিচ্ছি এটা কাজ করবে http://faisal-ahmed.16mb.com/web/ramadan/

Level 2

ওয়েব সাইটের লিঙ্ক না দিয়ে কোন সফটওয়্যার দিলে বেশী ভাল হত।

Nc tune

ধন্যবাদ – শুভ ভাই