যে কোন ওয়েব পেজ কে PDF আকারে সেব করুন মাত্র দুই ক্লিকে। কোন সফ্টওয়্যার ছাড়াই। যে কোন ব্রাউজারে।

PDF কি, এটা কেন প্রয়োজন, এটা দিয়ে কি কি সুবিধা পাওয়া যায় সেটা আমরা ইতোমধ্যে সবার ই জানা আছে। যারা জানেন না তারা দয়া করে আগে PDF সম্পর্কে জেনে আসুন। তবে জেনে রাখার জন্য পড়ে দেখতে পারেন।

PDF হচ্ছে মূলত একটা ভার্চুয়্যাল বই। আর ওয়েব পেজ কি সেটা আমরা ভাল করেই জানি। বিভিন্ন সময় বিভিন্ন কারনে আমাদের ওয়েব পেজ সেভ করার প্রয়োজন হয়। আর বিভিন্ন নিয়মে ওয়েব পেজ সেভ করা যায়। সাধারণত আমরা HTML আকারে ওয়েব সেভ করে রাখতে পারি। এটা করার জন্য শুধু ওয়েব পেজ ওপেন করে CTRL+S দিলেই হয়। কিন্তু এই পদ্বতিতে সেভ করলে ওয়েব পেজ এর অনেক ডিজাইন ও তথ্য উল্টাপাল্টা হয়ে যায়।

কিন্তু PDF আকারে সেভ করলে কোন তথ্য হারায় না। এবং এর সাইজ ও খুব কম হয়। PDF আকারে সেভ করার অনেক নিয়ম আছে। আজ আমি সবচেয়ে সহজ পদ্বতি টি দেখাব। এর জন্য কোন সফ্ট  প্রয়োজন নেই। এবং এটি যেকোন ব্রাউজারে করা যাবে।

চলুন কাজ শুরু করি। প্রথমে নিচের লিঙ্ক এ প্রবেশ করুন।

এই লিঙ্ক এ।

এবার আপনাকে নিচের মতো একটি খালি বক্স দেখাবে। খালি বক্স এ আপনি যেই ওয়েব পেজ টি সেভ করতে চান সেটির এড্রেস (URL) দিন। আমি techtunes এর URL দিলাম।

ছবির মতো।

এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এবার আপনাকে নিচের মত দেখাবে। এখান থেকে Download PDF এ ক্লিক করুন।

ছবির মত:

এবার আপনার কাজ শেষ। এবার ওয়েব পেজ টি PDF আকারে ডাউনলোড হয়ে যাবে।

যেমন: আমার ওয়েব পেজ টি PDF আকারে সেভ হয়ে গেছে:


সবাইকে ধন্যবাদ।

টুইটরে আমি

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

© সাইকেল চালাইতে ভালবাসি © rubik's কিউবার:) © সেরাম চা খোর © বিরিয়ানি খোর © বিদ্রোহী © পাগল © হিটলার ভক্ত © চেতনাবাদী মুসলমান © অন্নেক বড় দুইটা স্বপ্ন আছে!! © এটুকুই আমার বায়োগ্রাফী, খুব সাধারণ একজন মানুষ, সবার দোয়াই চলছে কোন রকম :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai crom ba Firefox browser er save as pdf ba onno extinction diye aro sohoje kora jay.

Level 2

ভাই মোবাইলের জন্য আছে কি?

Vai amar Firefox a bangla lekha dekha jaina

ভাই আমি মজিলা ফায়ার ফক্স ব্যবহার করি কনভার্ট করলে আমার লেখা কোড কোড আসে, কি সমস্যা

আমি ওয়েব পেজ ইডিট করতে চাই।তাই টিটির এই টিউনটি ফলো করলাম। কিন্তু কাজ হয় না।https://www.techtunes.io/firefox-addons/tune-id/279138
এড অন ইন্সটল দেখায় কিন্ত নোটিফিকেশন বারে সো করে না।কি করতে পারি বা অন্য কোনো উপায় আছে কি না জানালে উপকৃত হব।

    এটা দিয়ে আপনি ওয়েব পেজ ইডিট করতে পারবেন কিন্তু এটা সেভ করে রাখতে পারবেন না। কারণ কোন কোম্পানি বা প্রতিষ্টান তাদের ওয়েব সাইট আপনাকে ইডিট করার ক্ষমতা দিবেনা

dopdf দিয়ে করলে এর চেয়ে অনেক সহজ ভাবে ফাইল pdf করা যায়

গুগল ক্রম ব্রাউজারে ctrl+p চাপুন। এবার Destination এ চেন্জ করে save as pdf করে দিন। তারপর সেভ করুন। ব্যাস ঝামেলা শেষ। ওয়েব পেজের পিডিএফ ভার্সন তৈরি হয়ে যাবে।