দেখে নিন কিভাবে পিসি থেকে ইনস্থাগ্রাম (instagram) এ ছবি আপলোড করবেন।

আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তার সবাই কম বেশি ইনস্থাগ্রাম ব্যবহার করি। আর যারা ইনস্থাগ্রাম ব্যবহার করি না তাদের আপাতত এই টিউনে কোন কাজ নেই। তবে জানার ইচ্ছে থাকলে আপনাকে জানায সাধুবাদ।  😆

চলুন শুরু করি। আমরা যারা ইনস্থাগ্রাম ব্যবহার করি তারা ভাল করেই জানি যে ইনস্থাগ্রাম জিনিসটার কাজ ই হচ্ছে ছবি নিয়ে। বলতে গেলে এখানে ছবি ছাড়া কিছুই নেই। আর এই ইনস্থাগ্রাম জিনিসটা শুধু মাত্র স্মার্টফোন এর জন্যই তৈরি করা হয়েছে। যার কারণে পিসি থেকে ইনস্থাগ্রামে ছবি আপলোড করার সুবিধা দেওয়া হয়নি।  আজ আমি দেখাবো কিভাবে পিসি থেকে ইনস্থাগ্রাম এ ছবি আপলোড করা যায়। এই কাজ করার জন্য আপনাকে একটি ছোট সফ্ট নামাতে হবে। সফ্ট এর নাম Gramblr।  😛

সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

একটি কথা: আমরা যারা ইনস্থাগ্রাম চালায় তারা সবাই জানি ইনস্থাগ্রাম এ ছবি আপলোড করার জন্য ছবি কে বর্গাকারে কেটে নিতে হয়। এই কাজ করার জন্য আপনি Photoshop বা paint (যা ওইন্ডোজ পিসির সাথে ডিফল্ট ভাবে দেয়া থাকে)

যেমন: আমি paint  দিয়ে রবি ঠাকুরের ছবি টি বর্গাকারে কেটে নিলাম।

Gramblr সফ্ট টা ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার স্টার্ট ম্যানু থেকে সার্চ করে Gramblr সফ্ট টি ওপেন করুন। ওপেন করার পর নিচের মত দেখাবে। আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।::

এবার নিচের মত দেখাবে: প্রথমে একটি ছবি বাছায় করুন। তারপর Upload লিখায় ক্লিক করুন।

আপনার ছবি যদি বর্গাকার না হয় তাহলে ছবি আপলোড হবে না।

এবার আপনাকে নিচের মত দেখাবে। এখানে ছবির ক্যাপশন দিন।::

তারপর save caption এ ক্লিক করুন। এবার আপনার কাজ শেষ। এবার আপনার ছবি ইনস্থাগ্রাম এ আপলোড হয়ে যাবে।

যেমন রবীন্দ্রনাথ এর ছবিটি আপলোড হয়ে গেছে।

সবাইকে ধন্যবাদ।

দোয়া প্রার্থী।

টুইটরে আমি।

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

© সাইকেল চালাইতে ভালবাসি © rubik's কিউবার:) © সেরাম চা খোর © বিরিয়ানি খোর © বিদ্রোহী © পাগল © হিটলার ভক্ত © চেতনাবাদী মুসলমান © অন্নেক বড় দুইটা স্বপ্ন আছে!! © এটুকুই আমার বায়োগ্রাফী, খুব সাধারণ একজন মানুষ, সবার দোয়াই চলছে কোন রকম :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এই জিনিস টাই খুজতেছিলাম এতদিন