কলেজে ভর্তি হন এখন অনলাইনে, মাদরাসা সহ সকল বোর্ড(মেগা টিউন)

আসসালামু আলাইকুম।

প্রথমে আল্লাহ তায়ালাকে স্বরন করছি যে তিনি যেন আমাকে অনেক সুন্দর সুন্দর টিউন আপনাদের উপহার দেয়ার জন্য তওফিক দেয়।দোয়া করবেন আমার জন্য।সবাই কে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে  টিউন।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করি সবাই ভালো আছেন।  আপনারা হয়ত টিউন এর টাইটেল দেখেই বুজতে পারছেন আমি কি বলতে চাছি, তো চলুন সুরু করা জাক প্রথমে  এই লিঙ্ক এ ক্লিক করুন তারপর APPLY NOW এ ক্লিক করন,

APPLY NOW এ ক্লিক করার পর  রোল নাম্বার দিয়ে  আপনার বোর্ড সিলেক্ট করে NEXT এ  ক্লিক করোন।

তারপর আপনার যে মোবাইল নাম্বার টা সবসময় খোলা থাকবে সেই নাম্বার টা দিন, আবার রি-টাইপ এ আকই নাম্বার টা দিন তারপর নেক্সট এ ক্লিক করুন।

এটা হয়ে গেলে collage selaction থেকে বোর্ড থেকে আপনার বোর্ড সিলেক্ট করুন,ডিস্টিক সিলেক্ট করোন ওই ডিস্টক অনুজায়ি আপনার পছন্দের কলেজ সিলেক্ট করুন। তারপর শিফট থেকে একটা  সিলেক্ট করোন গ্রুপ থেকে আপনার গ্রুপ সেলেক্ট করন কোন কোটা না থাকলে No সিলেক্ট করুন

 

যদি আরও কলেজ চয়েজ থাকে তাহলে ADD MORE COLLAGE  এ ক্লিক করুন,তারপর হতে গেলে SUBMIT APPLICATION এ ক্লিক করুন

তারপর টেলিটক সিম দিয়ে টাকা পাঠান। সবাই কে ধন্যবাদ আমার টিওন টি মনযোগ দিতে পডার জন্য,

আবার দেখা হবে।

আমার ফেসবুক আইডি  ফয়সাল আহামেদ

Level 0

আমি ফয়সাল আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে অাসবে tnx

Level 2

আপনার লিঙ্কটা ঠিক করে দেন। এতে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যায়। APPLY NOW তে ক্লিক করার মতো কিছুই আসে না।

tnxx কাজের টিউন্স

Level 0

অনেক ধন্যবাদ।

Level 0

ভাই টেলিটকে ফি জমা নিচ্ছে না… প্রথম এসএমএস পাঠালে বলছে your id **** is not found in database.. অথচ সব কিছুই সঠিকভাবে দিয়েছি.. বার বার ওই মেসেজটাই বলছে।

বিস্তারিত এখানে পেতে পারেন, http://infozone24.com/online-hsc-admission-2015-process-starts/

Level 0

কাজের টিউন… ধন্যবাদ।

Teletalk e taka pathanor niom ta ki?

ভাই প্রিন্ট কি ভাই ভর্তির সময় লাগবে কি