এবার Share করুন আপনার Broadband Internet আপনার Android ফোনে UnRoot User/Without Software

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। যাই হোক।

আমরা অনেকেই মোবাইল এর ইন্টারনেট পিসি তে ব্যবহার করি পিসি Suite দিয়ে। কিন্তু পিসি র ইন্টারনেট মোবাইল এ খুব কম ই USE করা যায়। Android ফোনে USB Internet নামক একটি অপশন আছে কিন্তু এটি কানেক্ট হয় না।

এই টিউন পড়ার পর থাকে আপনি ও আপনার Android ফোনে পিসি র ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর জন্য আপনার কোনও সফটওয়্যার কিংবা রুট করার দরকার পরবে না।  শুধু আপনার ফোনের ডাটা কেবলটিই যথেষ্ট।

চলুন প্রথমে কিছু কাজ করা যাক।

প্রথমে স্টার্ট মেনু তে Search অপশন এ Services কথাটি লিখুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

এবার Services ওপেন করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এবার এখান থেকে Internet Connection Sharing অপশন টি খুঁজে বের করুন। এটিতে ডাবল ক্লিক করুন।

দেখুন এই রকম একটি টেব ওপেন হয়েছে কিনা?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এখান দেখুন স্টার্ট আপ অপশন টি Disabled করা। এটি কে Automatic করে দিন।

উপরে দেখুন Recovery বলে একটি ট্যাব আছে, এটিতে ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দেখুন এখানে, Subsequent failures অপশন টি Take no Action করা, এটিকে Restart the Service করে দিন।

এরপর Reset fail count after 4 days দেয়া আছে, এটিকে ০ Days করে দিন।

Restart service after 1 minutes কে 0 minutes করে দিন।

এবার Apply করে বের হয়ে যান।

এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে আপনার পিসি এর সাথে কানেক্ট করুন।

আরও কিছু স্ক্রিনশট দিচ্ছি। নিচে দেখুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এখান থেকে USB Internet অপশন টি on করুন।

এরপর Networking and Sharing Option এ যান।

এবার Change Adapter Setting এ যেয়ে Local Area Connection এর Properties এর Share এর Allow Other Network

অপশন টি অন করে দিন। Apply করে বের হয়ে যান।

দেখুন মজা।

আশা করি, কাজ হয়ে গেছে।

কিছু বুঝতে অসুবিধে হলে, ভিডিও টি দেখুন।

তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আশা করি ভালো লেগেছে।

আমাকে ফেসবুকে পাবেন এখানে।

 

Level 0

আমি আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস