ওয়েব ব্রাউজারের বুকমার্ক সুরক্ষিত রাখুন সারাজীবনের জন্য!! বুকমার্ক আবার হারিয়ে যায় নাকি? সাথে আছে আরও অনেক কিছু!!

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্রাউজারে বুক মার্ক সংরক্ষণ, স্মার্ট সার্চিং পদ্ধতি এবং আরও কিছু স্পেশাল বিষয় সম্বলিত আমার আজকের টিউন।

ইন্টারনেট ব্যবহারের শুরুর দিকে আমরা ওয়েব এড্রেস মুখস্ত করে রাখতাম। কিন্তু সময়ের পরিবর্তনে সেই অভ্যাস দুর হয়ে গেছে বহু আগেই। এখন কেউ ওয়েব এড্রেস মুখস্ত করে রাখেনা। যদিও ফেসবুক কিংবা টেকটিউনসের বিষয়টা আলাদা। কারন এগুলো নিয়মিত ব্যবহারে আমাদের কাছে একেবারে ভাত মাছের মতো সাধারন বস্তু হয়ে গেছে। তবে অন্যন্য প্রয়োজনে আমরা গুগলে সার্চ করে আমাদের ফলাফল বের করি। কিন্তু যখন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসে তখন সেটাকে খাঁচায় বন্দী রাখার ফন্দি কিন্তু মাথায় ঠিকই আসে। তার মানে বলতে চাচ্ছি যে কিছু খুঁজতে গিয়ে দেখলেন, যে ওয়েব সাইটটি আপনার সার্চ রেজাল্টে এসেছে সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি ওয়েব সাইট। তখন সেটাকে সংরক্ষন করার জন্য নিশ্চয় বুকমার্ক করে রাখবেন। কিন্তু আপনি নিশ্চয় একটা ব্রাউজার সব সময় ব্যবহার করেন না। ভিন্ন সময়ে ভিন্ন ব্রাউজার ব্যবহার করার কারনে আপনি একেক ব্রাউজারে একেক সাইট রাখবেন। এখন প্রয়োজনের সময় দেখা যাবে যেটা খুঁজছেন সেটা অন্য ব্রাউজারে। তাছাড়া আমরা যখন পিসিতে উইন্ডোজ সেটাপ দেই তখন নতুন উইন্ডোজ দেওয়া মাত্র সব বুকমার্ক হাওয়া হয়ে যায়। এই সব সমস্যা থেকে বাঁচতেই আমার আজকের টিউনের অবতারনা। আশা করি আজকের টিউন থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন।

Xmarks - ব্রাউজারের বুকমার্ক সংরক্ষনের সর্বশ্রেষ্ট টুলস

শিরোনাম দেখেই হয়তো বুদ্ধিমানরা বুঝে গেছেন যে আমি আজ যে টুলসটি নিয়ে আলোচনা করবো তার নাম Xmarks. তবে যারা আমার টিউন সম্পর্কে ধারনা রাখেন তারা হয়তো এটাও বুঝতে পারছেন যে টুলসটি যদি শুধুমাত্র বুকমার্ক রাখার জন্য হতো তাহলে এটা নিয়ে আমি অন্তত একটা কমপ্লিট টিউন করতাম না। আজকের এই টুলসটি দিয়ে আপনি ওয়েব ব্রাউজারের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। বুকমার্ক, স্মার্টসার্চ এবং আপনার ওয়েব সার্ফিংয়ে আপনাকে সহায়তাকারী এই টুলসটির ফিচার সম্পর্কে চলুন তাহলে বিস্তারিত জেনে নিই।

ব্যাক-আপ এবং সিনক্রোনাইজেশনঃ

  • একটি নির্দিষ্ট একাউন্ট থেকে Xmarks দিয়ে বুকমার্ক করা ভিন্ন ভিন্ন ব্রাউজারকে ভিন্ন ভিন্ন কম্পিউটার দিয়ে ব্যবহার করলেও সেগুলোর বুকমার্ক আপনি একটি ব্রাউজার দিয়ে সিনক্রোনাইজ করতে পারবেন। বিষয়টা বুঝতে না পারলে নিচের উদাহরণ দৃষ্টব্য-

  • ধরুন আপনার বন্ধুর কম্পিউটার দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ করছেন। ভাগ্যক্রমে সেদিন অনেকগুলো বুকমার্ক করে রাখার মতো ওয়েব সাইট পেলেন। সেই মূহুর্তে আপনি যদি Xmarks দিয়ে লগইন করেন এবং সেই অবস্থায় বুকমার্ক করেন তাহলে আপনি যখন আপনার কম্পিউটার ব্যবহার করবেন তখন সেই বুকমার্কগুলো অটোমেটিক আপনার কম্পিউটারের ব্রাউজারে চলে আসবে।

স্মার্টার সার্চ পদ্ধতিঃ

  • আপনি যখন কোন ওয়েব সাইটকে বুকমার্ক করে (Ctrl + D চেপে) রাখবেন তখন সেই সাইটের অনুরূপ আপনাকে আরও কিছু সাইটের ট্যাগ সাজেস্ট করা হবে। সেই সাথে থাকবে রেটিং দেওয়ার সুযোগ। যখনি আপনি কিছু সাইট ট্যাগ সহ বুকমার্ক করে রাখবেন তখন Xmarks আপনাকে পরবর্তি সময়ে সার্চের ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা দিবে।

  • যখন আপনি কোন কিছু সার্চ করবেন তখন আপনার রেটিং এবং সমগ্র ইউজারদের রেটিং এর ভিত্তি করে Xmarks আপনাকে একটা পরিসংখ্যান দেখাবে। যাতে করে আপনি খুব সহজেই সর্বাধিক ব্যবহৃত সাইটগুলো দেখতে পারবেন। (শুধুমাত্র ফায়ারফক্সে এই সুবিধা পাওয়া যাবে)

খুব সহজেই পাবেন ওয়েব সাইটের পূর্ণ তথ্য

  • যখনি কোন ওয়েব সাইট ভিজিট করবেন তখনি আপনি ব্রাউজারের এড্রেসবারে উক্ত ওয়েব সাইটের নামের পাশে Xmarks Info আইকন থেকে ঐ ওয়েব সাইটের যাবতীয় তথ্য দেখতে পাবেন। এ কাজের জন্য অনেকেই নানা রকম এক্সটেনশন ব্যবহার করেন। এখন থেকে অন্য সব এক্সটেনশন ঝেড়ে ফেলুন। (শুধুমাত্র ফায়ারফক্সে এই সুবিধা পাওয়া যাবে)

  • এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় টেকটিউনসের রেটিং এবং সেরকম কিছু সাইটের লিস্ট দেখা যাচ্ছে। এক্ষেত্রে বুঝতেই পারছেন যে, টুলসটি কেবল বুকমার্ক করে রাখেনা বরং একই রকম সাইট খুঁজে পেতেও আপনাকে সহায়তা করবে।

Xmarks - ডাউনলোড এবং ইনস্টলেশন

টুলসটির ফিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে মিলে যায় তাহলে আপনার কম্পিউটারের ব্রাউজার অনুযায়ী নিচের ডাউনলোড লিংক গুলো থেকে প্রয়োজনীয় এক্সটেনশন ডাউনলোড করে নিন। ডাউনলোড পদ্ধতি সম্পূর্ণ এক্সটেনশন ডাউনলোডের মতোই সুতরাং আশা করছি আপনারা এই অংশটুকু ভালো করেই জানেন।

টুলসটি এক্সটেনশন হিসাবে আপনার ব্রাউজারের সাথে সংযুক্ত হবে। আশা করছি এ প্রকৃয়াটা আপনার সম্পূর্ণ হয়েছে। ব্রাউজার রিস্টার্ট দিতে চাইলে রিস্টার্ট দিন।

Xmarks - যেভাবে ব্যবহার করবেন

ইনস্টলেশন প্রকৃয়া সম্পন্ন হলে নিচের ১ নং চিত্রে মতো করে একটি লগইন উইন্ডো পপ আপ হবে। কারন Xmarks সার্ভারে লগইন না করলে আপনি বুকমার্ক ব্যাকআপ কিংবা সিনক্রোনাইজ করতে পারবেন না। আমার মনে হয় আপনাদের কারও Xmarks একাউন্ট নেই। তাই নিচের চিহিৃত জায়গাতে ক্লিক করুন। নিশ্চয় ২ নম্বার উইন্ডো এসেছে? এবার প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন একাউন্ট তৈরী করুন।

একাউন্ট তৈরী হয়ে গেলে আপনার সামনে কিছু কনফিগারেশন উইন্ডো আসবে। কিছু করার দরকার নেই, শুধু নেক্সট চেপে সামনে যান। আপনার Xmarks এখন তৈরী। ইচ্ছেমতো ওয়েব সাইট বুকমার্ক করে রাখুন। আর হারিয়ে যাবার ভয় নেই।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে পেয়ে যান আমার সকল টিউনের আপডেট! ক্লিক করুন এবং ইমেইল দিয়ে ভেরিফাই করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 158 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য
এটা ক্রম দিয়াও হয় আমি ক্রম ব্যবহার করি

    @প্রবাশি টেল: এটা শুধু গুগল ক্রোম নয়, প্রচলিত সব ব্রাউজারেই ব্যবহার করা যাবে। কারন ক্রোমিয়াম কিংবা মজিলা বেইজড ব্রাউজারগুলোতেও সে অনুযায়ী এক্সটেনশন সাপোর্ট করে।

ক্রোমিয়াম বেজড ব্রাউজার বলতে কি বোঝায়?

    @দেলোয়ার হোসেন দিহান: আমি যতোটুকু জানি ক্রোমিয়াম হলো একটা ডেভেলপমেন্ট এনভাইরনমেন্ট। অর্থাৎ গুগল ক্রোম যে সিস্টেমে তৈরী করা হয়েছে ঠিক একই সিস্টেমে যে সব ব্রাউজার তৈরী করা হয়েছে তাদেরকে ক্রোমিয়াম বেইজড বলে।

Level New

এই রকমি কিছু একটা খুজছিলাম । ধন্যবাদ ।

এমন দরকারি একটা টিউনের জন্য ধন্যবাদ! @সানিম মাহবীর ফাহাদ

ধন্যবাদ

amar ekta bisoy janar chilo j doren ami aj sign up kore syncroas korlam???1week por new kore pc setup dilam??aj theke 1week porjonto ki auto synchronus hote thakbe??asa korchi replay ta pabo insallah

    @খান বাপ্পী: যতোক্ষণ লগইন করা থাকবে ততোক্ষণ অটোমেটিক সব ডাটা ব্যাকআপ থাকবে। তারপর অন্য যেকোন পিসিতে বা ব্রাউজারে যদি আপনি লগইন করেন থাকেন তাহলে সেখানেই ডাটা সিনক্রোনাইজ হবে। আশা করি বুঝতে পেরেছেন।

মজিলার এর ডিফাল্ট সিনক্রোনাইজ ইউস করি
opera mini এর opera link।
নুতুন কিছু পেলাম
ধ্যইন্না সবসময় !!

    @আইনুল ইসলাম: আগে যা ব্যবহার করেছেন সমস্যা নেই, এটা একবার ব্যবহার করে দেখতে পারেন। আমি নিজে এটা ব্যবহার করি। শুধু বলবো অসাধারন জিনিস!!!

Level 0

Nice Brother

একাধিক ব্রাউজারে ব্যবহারের জন্য অ্যাপ্লিকেশনটি ভালো তবে আমি ডিফল্ট সিস্টেমেই সন্তুষ্ট। তবে টিউন যেহেতু করেছেন একটু চেখে দেখবো আর কি!!

    @Nouman Alam: আগে যা ব্যবহার করেছেন সমস্যা নেই, এটা একবার ব্যবহার করে দেখতে পারেন। আমি নিজে এটা ব্যবহার করি। শুধু বলবো অসাধারন জিনিস!!!

Level 0

আমি আমার বুকমার্কগুলো মজিলার ২৪ ভার্সনের আগ পর্যন্ত sync করেই রাখতাম। পিসি নতুন করে সেটাপ দিলেও সমসা হত না, কেননা, sync করে বুকমার্কগুলো ফেরত আনা যেত। কিন্তু বিপদ শুরু হল সম্ভবত ২৪ এর পর থেকে। ওরা sync কে আপডেট করে,নিউ সাইন্ক নিয়ে আসে। আমি আগের একাউনট দিয়ে লগইন করতে পারলাম ঠিকই, কিন্তু, বুকমার্ক আর আসলোই না…