এবার যুক্ত হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে গেমস!!!!!

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন দুনিয়ায় ফেসবুক মেসেঞ্জার এক অপ্রতিদ্বন্দ্বী নাম। আইওএস, অ্যান্ড্রয়েডসহ সব অপারেটিং সিস্টেমে জনপ্রিয় এই অ্যাপে প্রতিনিয়ত যোগ হচ্ছে নিত্যনতুন সব সুবিধা। সেই ধারাতেই এবার যুক্ত হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে গেমস খেলার সুবিধা। অনলাইন পত্রিকা দি ইনফরমেশন জানিয়েছে এ খবর।

ntvd-facebookবর্তমানে বিশ্বব্যাপী ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা ৬০ কোটির বেশি। আর এই বিপুলসংখ্যক ব্যবহারকারীর কথা মাথায় রেখে ফেসবুক কর্তৃপক্ষ আরো বেশি নজর দিচ্ছে এই অ্যাপের দিকে। এরই মধ্যে ভিডিও কল, ভয়েস কল, অর্থ লেনদেনের মতো সুবিধা চালু করেছে ফেসবুক। এবার গ্রাহকদের গেমস খেলার সুবিধা দিতে চায় ফেসবুক।

ফেসবুক এরই মাঝে বিভিন্ন গেম ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অনেকটা এগিয়ে নিয়েছে। একই সঙ্গে সুযোগ থাকছে থার্ড পার্টি ডেভেলপারদের জন্যও। আর তাই নিজের তৈরি গেমটিও অন্তর্ভুক্ত করার সুযোগ থাকছে সেখানে।

তবে গেম খেলার সুযোগ সরাসরি ফেসবুক মেসেঞ্জারেই যুক্ত থাকবে, নাকি অন্য গেমিং প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হওয়ার মধ্যবর্তী অ্যাপ হিসেবে এটি ব্যবহৃত হবে, তা খোলাসা করেনি ফেসবুক। কবে নাগাদ এই ফিচার যুক্ত হতে যাচ্ছে মেসেঞ্জারে, সে সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও সেটি বেশ শিগগিরই আসছে, সে আভাস দিয়েছে ফেসবুক।

মেসেঞ্জারকে শুধু একটি মেসেজিং অ্যাপের গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চায় না ফেসবুক। টেক্সট মেসেজ, ভিডিওকল থেকে গেমস, সবকিছু মিলিয়ে ব্যবহারকারীদের একটি অনন্য অভিজ্ঞতা দিতে চায় ফেসবুক। সুতরাং এখনি তৈরী হোয়ে যান গেম খেলার জন্য ।

সৌজন্যে : www.ntvbd.com– বাংলাদেশের একমাত্র ইনফোটেইনমেন্ট পোর্টাল

Level 0

আমি তানভীর আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশেও কী এই গেমস খেলা যাবে…???

আমারও একই প্রশ্ন! মেসেঞ্জারে সুবিধা যোগ হচ্ছে ঠিকই, কিন্তু আমরা বাংলাদেশীরা তো তা পাচ্ছি না। গেইমের সুবিধাটা কি আমরা পাব?