Office Live এবং Google Docs আপনার অফিশের কাজ করুন অনলাইনে

Google Docs:

অনলাইনে আপনার অফিশের কাজ করতে পারবেন ও শেয়ার করতে পারবেন Google Docs  এর সাহায্যে।

বৈশিষ্ট্যঃ

1.   এটি ফ্রী, এবং ব্যবহার খুব সহজ।

2.   আপনার ডেক্সটপ থেকে আপলোড করে ব্যবহার করতে পারবেন।

3.   যেকোন যায়গা থেকে কাজ করার সুবিদা পাবেন। এটা  দিয়ে কম্পিউটার ছাড়া ও স্মার্ট মোবাইল ধারা কাজ করতে পারবেন।

4.    আপনার ডকুমেন্ট শেয়ার করতে পারবেন। আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে যা কাজ করলেই বুজবেন,

কি কি কাজ করতে পারবেনঃ

1.     Word

2.     Spreadsheets Like  Microsoft Xcel

3.   Presentation

4.   Drawing

5.   Froms

Address: https://docs.google.com/

Office Live:

নাম শুনেই বুঝেছেন এটা কি, তাই না? হা Microsoft Office এর অনলাইন রু ই হচ্ছে Office live. এর সাহায্যে Microsoft Office এর সকল শুবিধা পাবেন(সকল বলতে অনলাইনে যা সম্ভব)।

অনলাইনে আপনার অফিশর কাজ করতে পারবেন ও শেয়ার করতে পারবেন Google Docs  এর সাহায্যে।

বৈশিষ্ট্যঃ এটির ও রয়েছে Google Docs   এর মত একই বৈশিষ্ট্য

Address: http://workspace.office.live.com

এগুলো ব্যবহার করলে মনে হয় আর বাড়তি কোন সফটোয়ার লাগবে না। অনলাইনে ই সব কাজ সেরে নেওয়া যাবে।

দুটির ক্ষেতে ই আপনার একটি একাউন্ট থাকতে হবে , তাহলে এখনি তৈরি করে নিন একটি ফ্রী  একাউন্ট।

দেখুন কেমন লাগে। আমার কাছে খারাপ লাগে না।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগলেরটা আমার কাছে জটিল লাগে।

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

    আমার কাছে ও ভালো লাগে। আপনি ঘুম যান না? এত রাতে কি করেন?

    কয়েকবার শুয়েও উঠতে হয়েছে। ঘুম আসছে না।

গুগোল ডক ও হিসটোরি আমি আগে থেকেই ব্যবহার করি ।লেখা ভাল হয়েছে তবে অরও বিস্তারিক লিখলে নতুনরা আরও ভালভাবে বুঝতে পারবে। যদি পারিন তো অন্যান্য গুগোল এপলিকেশনে যেমন Reader, FeedBurner, Custom Search, Bookmarks, Groups, AdWords, iGoogle, Alerts, Scholar ইত্যাদির উপরে একটি পোষ্ট দিন। অনেকের কাজে আসবে।

শেয়ার করার জন্য ধন্যবাদ। আরও পোষ্টের অপেক্ষায় রইলাম।

খুবই ভাল একটা তথ্য সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।