জিপি গ্রাহকরা প্রতি সপ্তাহে নিয়ে নিন 100MB এবং 100SMS একদম ফ্রি

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যদি আপনার মনটা তেমন ভালো নাও থাকে আমি এখন আপনাদের যে খবরটি দিতে যাচ্ছি তা পেয়ে আপনাদের মন একটু হলেও ভালো হবে। আজ আমি জিপির একটি সাপ্তাহিক অফার নিয়ে আলোচনা করব। যা আপনারা আগেও একবার পেয়েছেন কিন্তু মাঝখানে কিছুদিন বন্ধ ছিলো। দির্ঘ কয়েকদিন হয় অফারটি আবার চালু করেছে গ্রামীনফোন। তো চলুন অফারটি সম্বন্ধে আলোচনা করি।

জিপি গ্রাহকরা প্রতি সপ্তাহে নিয়ে নিন 100MB এবং 100SMS একদম ফ্রি

অফারটি পেতে আপনাকে যা করতে হবেঃ

অফারটি পেতে আপনি ডায়েল করুন *999*1# তার পর আপনি সাথে সাথে পাবেন ৫মেগাবাইট এবং ৫এস এম এস একদম ফ্রি।

নোটঃ আপনার যদি আগের মেগাবাইট থেকে থাকে তাহলে এই ফ্রি মেগা ঐ মেগাবাইটের সাথে যোগ হবে। এবং এই ফ্রি মেগাবাইটের মেয়াদ যতদিন হবে আপনার সকল মেগাবাইটের মেয়াদ হবে ততদিন।

এবার আসি মূল অফারেঃ

আপনার প্রতিদিনের একটি টার্গেট থাকবে আপনার টারগেট কত তা জানতে ডায়েল করুন *444*1*1#

<br/<br/
ধরুন আপনার টারগেট ৫টাকা আপনি ৫টাকার কথা বলার পর প্রতি ১টাকার কথা বলে আপনি ১টাকা ফেরত পাবেন। ধরুন আপনার টার্গেট ৫টাকা আপনি কথা বললেন ৮টাকা সেই সাথে সাথে আপনি ফেরত পাবেন ৩টাকা। যা চেক করতে ডায়েল করুন *566*8# এটা হলো আপনার প্রতিদিনের অফার।

এবার সাপ্তাহিক অফার সম্বন্ধে আলোচনা করিঃ

আপনি শুক্রবার আপনার টার্গেট পূরণ করলে পাবেন 50MB,50SMS এবং শনিবার আপনার টার্গেট পূরণ করলে পাবেন 50MB,50SMS এই হলো আপনার 100MB&100SMS

এই টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে এই সাইটে।

Level 0

আমি লোমান শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.